খবরদার দেশকে বিভক্ত করবি না !!!!
লিখেছেন লিখেছেন এম আর সুমন ১২ জুলাই, ২০১৩, ০৬:১২:৫৩ সন্ধ্যা
আমাদের দেশের বামদের গনতন্ত্রের উপরে আবার মায়া শুরু হলো কবে ? এদেশে যদি কেউ গনতন্ত্রে বিশ্বাস না করে থাকে সেটা একমাত্র বাম পন্থীরা। একে তো সমাজতন্ত্রের সাথে গনতন্ত্র যায় না। তার উপরে আবার বামরা জনগণের ভোট পেয়ে চেয়ারম্যানও নির্বাচিত হতে পারবে বলে কখোনো মনে হয় না। সুতরাং এদেশের গনতন্ত্রের প্রতি তাদের বিরক্তি থাকাই স্বাভাবিক।
সেই বামদের সাথে আওয়ামী লীগের আরেক সহচর হচ্ছে এরশাদ। স্বৈরাচার এই লোকেরও গনতন্ত্রের প্রতি মায়া থাকার কথা না। আর বাকশালী শক্তির গনতন্ত্র মনা হয়ে যাওয়ারও কোনো কারন নাই।
তারপরেও আওয়ামী লীগ অনেক বড় একটি দল। তাদের কিছুটা হলেও জনগণের প্রতি হয়তো আস্থা থাকতো। আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে না পারলেও হয়তো এক সময় আবার ক্ষমতায় আসতো। কিন্তু বামরা সেটা হতে দিবে বলে তো মনে হয় না।
দেশে একটি সুস্পষ্ট বিভক্তি বিদ্যমান। আমজনতা মনে করে সেই বিভক্তিটি রাজনৈতিক। স্বাধীনতার পক্ষ বিপক্ষ, ধর্ম বিধর্ম, আস্তিক নাস্তিক যত কথাই এখন বলেন না কেন, সবকিছুর মূল কারনটা হচ্ছে রাজনীতি। কেউ আওয়ামী লীগ, আবার কেউ বিএনপি। কিন্তু সত্যি সত্যিই দেশে স্বাধীনতার পক্ষ ও বিপক্ষ বলতে দুটো দল আছে বলে মনে করি না। আর সত্যি সত্যি দেশে ধর্মের পক্ষে ও বিপক্ষে আছে বলেও মনে করি না। হয়তো ভোটের রাজনীতির কারনে বিএনপি আপাত দৃষ্টিতে প্রত্যক্ষ স্বাধীনতার বিরোধীতাকারী একটি দলকে সাথে রেখেছে। আবার আওয়ামী লীগ বামদের প্ররোচনায় আলেম ওলামাদের চক্ষুশুল হয়েছে। সবই ভোটের খেলা।
এখন বামরা যে করেই হোক প্রমান করতে চাচ্ছে যে দেশের স্বাধীনতার স্বপক্ষ ও বিপক্ষের দুটি শক্তি বিদ্যমান। আগামী নির্বাচনে দেশ মৌলবাদিদের নির্বাচিত করবে , নাকি স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে, ইত্যাদি ইত্যাদি.......
এদেশে একটি থানায় একজন জাসদ , বাসদ , সিপিবি খুজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। তবে প্রত্যেক ঘরে ঘরে আওয়ামী লীগ - বিএনপি আছে। দেখা যায় একভাই আওয়ামী লীগ তো অন্য ভাই বিএনপি। সুতরাং বিভক্ত করতে চাও কাকে ?
ওহে সেক্যুলারবৃন্দ , তোমাদের সেক্যুলারিটি নিয়ে আমাদের কারো কোনো মাথা ব্যাথা নাই। তোমরা কিসে বিশ্বাস কর, আর কিসে কর না, সেগুলো নিয়েও আমাদের কোনো মাথা ব্যথা নাই। তবে খালি খালি যদি দেশটাকে বিভক্ত করার চেষ্টা কর তবে তোমার মাথা ভেঙে সেই মাথায় নুন রেখে কাঠাল খাওয়ার ইচ্ছা পোষন করলাম ।
বিষয়: বিবিধ
১২৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন