বাই ডিফল্ট , কথাগুলো আমাদের শুনতে হবে !!
লিখেছেন লিখেছেন এম আর সুমন ১৬ জুন, ২০১৩, ০১:৩৯:১৪ দুপুর
বাংলাদেশ নামক দেশটিতে জন্ম নিয়েছি বলে বাই ডিফল্ট আমাদের কিছু অযৌক্তিক কথাবার্তা শুনতেই হয়। আমরা মোটামুটি সেগুলো শুনতে বাধ্য। চার সিটিতে বিএনপির বিজয়ের ফলে আমাদের কিছু অযৌক্তিক কথা শুনতে হবে। কথাগুলো কি দেখা যাক,
১। এ বিজয় সরকারের বিজয়।
২। এ নির্বাচনে প্রমান হয়ে গেল, আওয়ামী লীগের অধীনেই জাতীয় নির্বাচন সম্ভব। ( ক্যামনে কি........, কোথায় ইন্দিরা গান্ধি আর কোথায় কলার ফান্দি!)
৩। বিএনপির তত্বাবধায়ক আন্দোলনের আর কোনো যৌক্তিকতা নাই। ( বিএনপি হারলে বলতো, যেহেতু জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে, তাই তাদের দাবির কোনো যৌক্তিকতা নাই) । সুতরাং আমরা গনতন্ত্র মানি, তবে তালগাছ তত্বে খুব বেশি বিশ্বাস করি। তালগাছ আমার।
৪। এ নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের শক্তি জেগে উঠেছে_ নানক বলেছেন এই কথা। ( এ কি কথা!)
৫। এগুলো স্থানীয় সরকার নির্বাচন, এসব জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। ( যদিও প্রত্যেকটি সিটিতেও বেশ কিছু আসন রয়েছে জাতীয় নির্বাচনের)
৬। এই নির্বাচন আসলে বিএনপি -জামাতের অপপ্রচারের ফসল।
এই সব কথা আমাদের শুনতে হবে অন দ্যা রেকর্ড। এখন দেখা যাক অফ দ্যা রেকর্ডে কি কথা হতে পারে,।
১। গতকালই আমার এক বন্ধুকে দেখলাম স্টাটাস দিয়েছে, বরিশালবাসী কি বলদ নাকি, প্রানপ্রিয় হিরন ভাইকে ভোট দিল না? এরা উন্নয়ন এর কারিগরকে ভোট না দিয়ে দুর্নীতিবাজকে ভোট দিয়েছে। ( মাননীয় বন্ধু কামাল ভাই আর কখোনোই নির্বাচনে হয় নি, তুমি ক্যামনে বুঝলা যে সে দুর্নীতিবাজ?)
২। আরেকজন লিখেছে, এদেশের মানুষের কখোনোই উন্নয়ন হবে না, এরা হুজুগে মাতাল। আওয়ামী লীগ যে উন্নয়ন করেছে, তার পরেও কোনো দেশপ্রেমিক আওয়ামী লীগকে কি করে ভোট না দিয়ে পারে !!( বন্ধু , হাম্বাদের সবথেকে বড় দোষ হচ্ছে জনগণকে আন্ডার এস্টিমেট করা। ইহাই তোমরা করিতেছ)
৩। অফ দ্যা রেকর্ডে রাজশাহীর এক আওয়ামী নেতা বলেছেন, দেশের মানুষ বেঈমান হয়ে গেছে। ( ওনার মনে হয় রাজাকার বা যুদ্ধাপরাধী শব্দ দুটি তখন মনে ছিল না। )
৪। সেলিনা হায়াত আইভি বলেছেন, আওয়ামী লীগ চাইলে এ নির্বাচনে তারা হস্তক্ষেপ করতে পারতো, কিন্তু তারা করেনি। ( আইভি আপা, আওয়ামী লীগ হস্তক্ষেপ না করে কি দয়া করেছে? তবে আপনাকে ধন্যবাদ সত্য বলার জন্য। সরকারে যারা থাকে তারা হস্তক্ষেপ করতে পারে, এই কথা তো স্বীকার করেছেন)।
৫। চ্যানেল আইতে গতকাল আরাফাত নামে এক আওয়ামী ভন্ড তৃতীয় মাত্রায় বলেছে, আওয়ামী লীগের জন্ম হয়েছে গনতান্ত্রীক উপায়ে , সুতরাং তাদের অধীনে নির্বাচন হতে পারে।
আমি শুইনা হাসতে হাসতে শ্যাষ.............কি আর কমু..........বাংলাদেশে জন্ম নিছি, না শুইনা যামু কই?..........কি যুক্তি এক একখান...........
বিষয়: বিবিধ
১৩৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন