হাসপাতালগুলোর প্রতি ছাত্রলীগের এত ক্ষোভ কেন???
লিখেছেন লিখেছেন এম আর সুমন ০১ জুন, ২০১৩, ০৬:৩৩:২০ সন্ধ্যা
ছাত্রলীগ চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ করে দিয়ে সেখানে তালা লাগিয়ে দিয়েছে।
একটি বিভাগীয় সরকারী হাসপাতাল বন্ধ করে দিলে সেখানকার হাজার হাজার রোগীর কি অবস্থা হয় তা কি কেউ ভেবে দেখেছেন? আমার জানা মতে চট্রগ্রাম বিভাগের সাধারণ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা মেডিকেল কলেজ হাসপাতালটি। আর সেই হাসপাতালটি এভাবে বন্ধ করে দিলো ছাত্রলীগ। এটা কি ছাত্রলীগের নিজস্ব সম্পত্তি? দেশটা কি ছাত্রলীগ কিনে নিয়ে গেছে?
বিশাল এই হাসপাতালটি বন্ধ করে দেয়ার জন্য যদি কেউ মারা যায়, তবে তার দায় এই সরকারের।
এই শাহরীয়ার কবির গং রা হেফাজত গাছ কেটেছে বলে সেই মায়ায় রাতে ঘুমাতে পারে না, কিন্তু মানুষকে এভাবে চিকিৎসা থেকে বঞ্ছিত করছে ছাত্রলীগ তখন এইসব চুতিয়াদের কেউ কোনো কথা বলে না। এই নেমকহারাম বেঈমান মানুষগুলোর কারনে আজ দেশ ধ্বংসের পথে।
এর আগেও ময়মনসিং মেডিকেল কলেজ বন্ধ করেছিলো ছাত্রলীগ। আবার গনজাগরণের নামে তিন মাস দেশের প্রধান দুটি হাসপাতালকে ইনঅ্যাকটিভ করে রেখেছে এই গুন্ডালীগ। কিন্তু কেন?
এর উত্তর একটাই, দেশের সুস্থ মানুষগুলোর সাথে রাজনীতি করে যখন পেরে উঠছে না, তখন হাসপাতালের অসুস্থ মানুষগুলোর উপরে শোধ তুলছে গুন্ডা লীগ। ...........কিন্তু আর কত??
বিষয়: বিবিধ
১২২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন