হে আওয়ামী বৃন্দ.......প্লিজ উত্তরগুলো দিয়ে কৃতার্থ করেন...............ধন্য করেন.........

লিখেছেন লিখেছেন এম আর সুমন ১৭ মে, ২০১৩, ০৬:২১:৫৫ সন্ধ্যা

আওয়ামী লীগের সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, দেশনেত্রী , শান্তিকন্যা , গনতন্ত্রের মানস কন্যা, বিশ্বশান্তির মডেল দাত্রি , জননেত্রী শেখ হাসিনার কথা আমি অবিশ্বাস করতে চাই না।

তবে কোনো কিছু বিশ্বাস করার আগে দু' একটি প্রশ্ন থাকলে তার জবাব মেলাতে হয় আগে। না হলে ঘাপলা থেকেই যায়।

জননেত্রী হাসিনা বলেছেন, দেশের কমপক্ষে ৪৮ ভাগ মানুষের সমর্থন আছে আওয়ামী লীগের প্রতি। গত নির্বাচনে তারা ৫২ % ভোট পেয়েছে। আর ৪৮ % সমর্থন আওয়ামী লীগের ফিক্সড।

http://www.natunbarta.com/politics/2013/05/15/26140/75f0b80ec432b55dad675e1d904419c7

ভাল কথা, আমি বিশ্বাস করতে চাই কথাটা। তাহলে এই নাদান ( স্ত্রীলিঙ্গে কি নাদানী হবে ? ) গোটা কয়েক প্রশ্ন করতে চায়। যদি আওয়ামী পন্ডিতরা কেউ থাকেন তবে উত্তর দেন। প্লিজ গালাগালি না করে উত্তর দেন........

১। সত্যিই যদি একটি দলের ৪৮% ভোট ফিক্সড থাকে, তবে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে এত অনীহা কেন?

২। জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়েছে দেশ পরিচালনার জন্য, পরবর্তী নির্বাচন কিভাবে হবে তা ঠিক করার জন্য না। তারপরেও তারা কেন নিরপেক্ষ নির্বাচনকে এত ভায় পাচ্ছে?

৩। যদি তাদের ৪৮% ভোটার ফিক্সড হয়ে থাকে, তবে স্বৈরাচার এরশাদের সাথে আর বাম দলগুলোর সাথে এত মোহাব্বত করার কি দরকার ছিলো?

৪। আরেকটু অতীতে গেলে, তাদের এত ভোট যদি থাকে, তবে খেলাফত মজলিশের সাথে চুক্তি করার কি দরকার ছিলো?

৫। আর যদি মোট ভোটের অর্ধেকই আওয়ামী লীগের হয়ে থাকে, বাকিটা সবাই মিলে ভাগাভাগি করে পায় তবে তো তারা এমনিতেই বার বার সরকারে আসবে। অতীতে কেন তারা তাদের মতে, যুদ্ধাপরাধী, চরম ঘুনীত, কুলাঙ্গার, বেঈমান, ধর্ম ব্যবসায়ী, জঙ্গি, একাত্তরের রাজাকারদের সাথে গাঁটছড়া বেঁধেছিলো? তখন তাদের ফিক্সড জনপ্রিয়তার উপরে এত আস্থা ছিল না?

৬। স্বাধীনতার পরে কখোনোই জোটবন্ধ হওয়া ছাড়া আওয়ামী লীগ কেন ক্ষমতায় আসতে পারলো না? ( প্লিজ ৭০ এর নির্বাচনের উদাহরন দিয়ে আমাকে লজ্জায় ফেলবেন না!)

বিষয়: বিবিধ

১৫৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File