একজন সম্পাদক ৬ দিন না খেয়ে থাকলো , হাম্বাদের লজ্জা তো হয়ই না, আবার বলে নাটক !!
লিখেছেন লিখেছেন এম আর সুমন ২২ এপ্রিল, ২০১৩, ০৯:১০:৫৬ রাত
একটানা ৬ দিন না খেয়ে , কোনো পানিও স্পর্শ না করে দেখেছেন কখোনো? এটা কিভাবে নাটক হতে পারে?
হাম্বা ভন্ডগুলা এসব ফাজলামো কথাবার্তা ছাড়া নতুন কিছুই জানে না। এরা নিজেরা যেমন নীতি বিবর্জিত , ক্ষমতায় থাকার জন্য কুকুরের পায়েও সালাম করতে পারে, তাদের সমর্থকগুলাও তেমন হচ্ছে। দেশ বিক্রি করতে এদের বাঁধে না।
আমার তো মনে হয় কে শিক্ষিত তা জাতি কখোনো টাকায় কেনা ডক্টরেট দিয়ে বিবেচনা করে না। সুতরাং আপনাদের সেই শিক্ষা যে কি জিনিস , তাতো ওবায়দুল কাদেরের ফাঁস হওয়া ভিডিওতে স্পষ্ট হয়ে গেছে।
আর মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়েছিলো বঙ্গবন্ধুর উইকির তথ্য ফাঁস হয়ে যাওয়ার ভয়ে। পুরোনো আক্রোশ তো ছিলোই। সেই আক্রোশের আরনও আমরা জানি। কোনো এক রাজপুত্রের দুর্নীতি নিয়ে রিপোর্ট আসার পরেই ৫৬ টি মামলা করা হয়েছিলো। সেই মামলাগুলোর কি হলো? কেন সেই মামলাগুলো সরকার চালাতে আগ্রহী হলো না?
সুতরাং কোনটা দুধ, আর কোনটা পানি তা আমরা জানি।
বিরোধীতা করলেই হয় না। অমানুষের কাছ থেকে আমরা অবশ্য এর থেকে বেশি কিছু আশাও করি না।
একটু আগে এক লোক লিখেছে, হেফাজতের সবাই অশিক্ষিত।
যে লাখ লাখ লোককে অশিক্ষিত মনে করে, তার থেকে ভন্ড আর আছে বলেও তো মনে করি না। হাম্বারা শুধু এইটুকু জেনে রাখেন, মাহমুদুর রহমানের অনশন শাহবাগীদের মত নাটক না। আর সেটা বোঝার জন্য আপনাকে আওয়ামী মগজ ত্যাগ করে ভদ্রলোক হয়ে আসতে হবে। এরা নিজেরা যেমন দালাল , নাটকবাজ , সেই রকম সবাইকেই মনে করতে পারে। এটাই স্বাভাবিক।
যাই হোক, এরা নিজেরা তো কখোনো ভাল হতে পারবে না, তাই অন্যে ভাল হলেও এত লাগে ।
মাহমুদুর এর অনশনকে যারা নাটক বলছেন, আপনারা কতটা দুমুখো তার প্রমান দিলেন দাবি করে।
যে তিনটি দাবি মাহমুদুর রহমান করেছিলেন তা সবই বৈধ।
এবং আমার দেশও আবার শীঘ্রই প্রকাশিত হবে। এটা জাতির বুবুজানে আটকাতে পারবে না। আর তার মা তো বেআইনি যে মামলার শিকার হয়েছেন তা থেকে ৬ সপ্তাহের জামিনে আছেন। সুতরাং তারও নিস্পত্তি হবে। আর বাকি রইলো যে নিরীহ ১৮ জন দিনমজুরকে সরকার ধরেছে তাদের বিষয়। এটা তো এই সরকারের প্রথম থেকেই দেখে আসছি। তারা নিরীহ লোক পেলেই গ্রেফতার , হয়রানী, গুম , হত্যা ইত্যাদি করতে থাকে। আর যারা শেয়ার বাজার লুটে খেলো সেই সব রাঘব বোয়ালদের টিকিও ছুতে পারে না। উপরন্তু তাদের থেকে ভাগ নিযে মোটাতাজা হয়।
আর তদন্ত রিপোর্টের বেলায় এক আবুল কি বলেছিলেন মনে নাই? এরা এতই শক্তিশালী যে আমার করার কিছু নাই। কলঙ্ক ....কলঙ্ক!!!
সুতরাং কোনটা নাটক আর কোনটা নাটক না, তা আমরা সবাই জানি। রোকেয়া প্রাচী যেহেতু আছে, আপনারা নাটক চালিয়ে যান। অন্যের বিশুদ্ধ ও ন্যায়সঙ্গত আন্দোলনকে নাটক বললে দয়া করে আপনাদের প্রানপ্রিয় ভারতে গিয়ে চিল্লান। এদেশে না। কারন দালালদের সাথে বসবাস করা মুস্কিল।
শফিক রেহমানের কলামটি এই প্রসঙ্গে আবারো তুলে দিলাম । এখানে পাবেন। যারা পড়েননি তারা পড়ে নিবেন।
http://www.amardeshonline.com/pages/details/2013/04/22/197158#.UXVSeNjQ0gs
বিষয়: বিবিধ
১২৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন