চিটাগংবাসির দুঃখ
লিখেছেন লিখেছেন হাটুপানির জলদস্যু ২৩ মার্চ, ২০১৩, ০১:০৫:৪৩ রাত
আজকে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। সবাই নিশ্চয়ই উপভোগ করছেন। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন চিটাগং এর পাহাড়ি অঞ্চলের মানুষগুলার কথা? যারা প্রতিনিয়ত পাহাড় ধ্বসে পড়ার আশংকা নিয়ে রাত পার করেন।
তাদের কাছে বর্ষাকাল উপভোগ্য কোনো বিষয় নয় বরং সেইটা কষ্টের আর আতঙ্কের। না জানি কখন তাদের বসতবাড়ি, সম্পদ আর নিজেদের উপর ভেঙ্গে পরে বিশাল পাহাড়। তারা এমনই দুঃশ্চিন্তা নিয়ে কোনোরকমে বর্ষাটা পার করে দেয়। আর আমরা যারা ওইখানে নাই তারা পায়ের উপর পা তুলে আরাম আয়েশ করে পার করি আর উপভোগ করি বৃষ্টি।
বিষয়: বিবিধ
৮২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন