সবুজ টিলায় বসবাস

লিখেছেন লিখেছেন সুহৃদ আকবর ২৩ মার্চ, ২০১৩, ১১:১৬:৪০ সকাল

অনেক দিন ধরে ভাবছি, সবুজ পাহাড়ের ভেতর একটা টিলা কিনব। সেখানে আমার মামাতো-খালাতো ভাইয়েরা থাকে। তাদেরকে বলে রেখেছি, টিলার সন্ধান পেলে আমাকে খবর দিতে। সবুজ টিলার মাচাং ঘরে সাজাবো আমার ভালবাসার বাসর। এটা আমার অনেক দিনের শখ। সে শখটিকে ময়নার মত এতদিন পুষে রেখেছি। প্রিয়ার বেতফলের মত চোখে চোখ রেখে আমি কাটিয়ে দেব সারারাত। চলবে কথা চোখে চোখে, মনের কথা, হৃদয়ের কথা। এতদিনের না বলা কথা। এতদিনের জমা করা কথা। লাল কথা, নীল কথা, বেগুনি কথা, আকাশী কথা। আমরা দু’জন রঙিন বেলুন হব। উড়ব তারা ভরা আকাশে। তখন আমাদের শরীর থেকে ঝরে পড়বে নবমী চাঁদের শাদা আলো।

কিন্তুু এতকাল গেল কেউ আমাকে আজ পর্যন্ত একটি সবুজ টিলার সন্ধান দিতে পারেনি। আর কবে দিবে তা জানি না। তারা হয়তো ভেবেছে, আমি এক সাধারণ মানুষ, আমার টিলা কেনার মুরোদ কোথায়? মুরোদ মানে টাকা। আসলেই আমার মুরোদ নেই। মানে টাকা নেই। আছে শুধু একটা সরল নরম হৃদয়। রজনীগন্ধার মত শাদা পবিত্র ভালবাসা।

যে ভালবাসা দিয়ে আমি আমার প্রিয়াকে একদিন জয় করেছিলাম। সেই ভালবাসার হৃদয় এখনো আমার আছে। যে ভালবাসা দিয়ে প্রিয়াকে জয় করেছি; সে ভালবাসা দিয়ে একটা সবুজ টিলা কিনতে পারব না? সে এক আশ্চর্য অবাক কান্ড! তারা কিনা বলে আমার মুরোদ নেই।

ভালবাসার চেয়ে টাকার দাম কি এতই বেশি? ভালবাসার চেয়ে টাকার দাম কিছুতেই বেশী হয় না, হতে পারে না। আমি এক গেঁয়ো গোঁয়াড়। ভালবাসা দিয়েই আমি সবুজ টিলা কিনব। ভালবাসা ছাড়া যে আমার আর কোন মূলধন নেই। ভালবাসার বিনিময়েই জয় করবো আমি সবুজ টিলার লাল হৃদয়। সবুজ টিলার গর্জন, সেগুন, মেহগনি, কাঁঠাল, আমলকি, বাঁশবাগান আর বুনো ফুলগুলোকে আমি প্রাণভরে ভালবাসব। ভালবাসার দামের চাইতে সবুজ টিলার উৎকৃষ্ট মূল্য আর কিছু দিয়েই পরিশোধ হতে পারে না। তাই, ভালবাসা দিয়েই জয় করবো আমি সবুজ টিলার লাল হৃদয়। মাহুত হয়ে হাতির পিঠে চড়াব আমার প্রিয়তমাকে। সারি সারি গাছ আমাদেরকে অভ্যর্থনা জানাবে। নিশীথ রাতে রাত জাগা পাখির ডানা ঝাপটার শব্দে আর ঐ দূরে শিয়ালের ডাকের শব্দে আমরা দু’জন কেঁপে কেঁপে একে অপরকে জড়িয়ে ধরব।

ভালবাসা দিয়েই জয় করবো আমি সবুজ টিলার লাল হৃদয়।

সেখানে বাঁশের মাচাংয়ের উপর গড়ব আমাদের সুখের বাসর।

বিষয়: বিবিধ

১০৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File