ভালো বন্ধু চেনার ২০ উপায়

লিখেছেন লিখেছেন সুহৃদ আকবর ০৪ নভেম্বর, ২০১৫, ০৩:২০:৪৭ দুপুর



মানুষ সমাজবদ্ধ জীব। সে একা চলতে পারে না। জীবন চলার পথে অনেকের সাথে তাকে উঠাবসা করতে হয়। ভালো বন্ধুর গুরুত্ব সর্বপ্রথম। ভালো সঙ্গ মানুষকে স্বর্গে নিয়ে যায় অন্যদিকে খারাপ সঙ্গ মানুষকে নরকে তো নিবেই তার উপর এই দুনিয়ার জীবনকে সে দুর্বিসহ করে তোলে। তাই জীবন চলার পথে ভালো বন্ধুর প্রয়োজনীয়তা অপরিহার্য। এ বন্ধুত্ব ছোটবড় যে কারো সাথেই গড়ে উঠতে পারে।নিচে ভালো বন্ধু চেনার ২০টি উপায় উল্লেখ করা হলো:

১. আপনাকে হাসি মুখে গ্রহন করে কিনা।

২. আপনার সাথে গল্প করতে পছন্দ করে কিনা।

৩. আপনার পছন্দ-অপছন্দকে গুরুত্ব দেয় কিনা।

৪. মনের কথাগুলো আপনার সাথে শেয়ার করে কিনা।

৫. আপনাকে নিয়ে ঘুরতে বের হয় কিনা।

৬. আপনার মান-সম্মানের দিকে লক্ষ্য রাখে কিনা।

৭. আপনাকে বুঝতে চেষ্টা করে কিনা।

৮. বন্ধুর পছন্দ নয় এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব বা চলাফেরা করে কিনা।

৯. আপনার ভুলগুলো আঙুন দিয়ে দেখিয়ে দেয় কিনা।

১০. আপনাকে ভালো পরামর্শ দেয় কিনা।

১১. আপনার পিছনে বদনাম করে কিনা।

১২. আপনার আদর্শকে পছন্দ করে কিনা।

১৩. অন্য কারো সামনে আপনাকে অপমান করে কিনা।

১৪. ভুল বোঝাবুঝি হলে তৃতীয় জনকে না জানিয়ে নিজেরা সমাধান করে কিনা।

১৫. আপনার রাগ কিংবা অভিমান ভাঙায় কিনা।

১৬. ভালো পথে চলার পরামর্শ দেয় কিনা।

১৭. খারাপ পথে গেলে বাধা দেয় কিনা।

১৮. আপনার জন্য আল্লাহর নিকট দোয়া করে কিনা।

১৯. আপনার ছোটখাট স্বপ্নকে পূরণ করে কিনা।

২০. আপনার ছোটখাট অপরাধগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে কিনা।

উপরোক্ত বৈশিষ্ট্য না থাকলে তাকে বন্ধু হিসাবে গ্রহণ করা আত্নঘাতী সিদ্ধান্ত বৈ কিছু না। ভুল পথে না হেঁটে সময় থাকতে সঠিক পথে হাঁটা শিখুন। দেখবেন জীবনটা সত্যিই সুন্দর।

বিষয়: বিবিধ

১২২৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

348482
০৪ নভেম্বর ২০১৫ রাত ১০:৩৮
আফরা লিখেছেন : শুধু বন্ধুর মাঝে এগুন আছে কিনা সেটা দেখলে হবে আমার নিজের ভিতর এগুন গুলো আছে নাকি সেটাও খেয়াল রাখতে হবে । তাহলেই আমরা পরস্পর পরস্পরের জন্য উত্তম বন্ধু হব ।

ধন্যবাদ ।
348487
০৪ নভেম্বর ২০১৫ রাত ১০:৫৯
সালসাবীল_২৫০০ লিখেছেন : চমৎকার হয়েছে! ধন্যবাদ
348509
০৫ নভেম্বর ২০১৫ রাত ০৩:০০
দ্য স্লেভ লিখেছেন : সুন্দর বলেছেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File