প্রসঙ্গঃ “মুক্তিযুদ্ধের চেতনা ও মৌলবাদ”

লিখেছেন লিখেছেন নির্বোধ১২৩ ২৪ মার্চ, ২০১৩, ০২:৫১:৪৮ দুপুর

সূত্রঃ বাংলাদেশ নিউজ২৪ : ২৪/০৩/২০১৩

http://www.nowbd.com/2013/03/24/157888.htm

জনাব শাহরিয়ার কবিরের লেখা “মুক্তিযুদ্ধের চেতনা ও মৌলবাদ” প্রসঙ্গে দু’টি কথা।

রোম নগরী যখন জ্বলে পুড়ে ছারখার হয় - নীরু তখন বাঁশি বাজায়। আর কাজী নজরুল কি বলেছেন মনে আছে নিশ্চয়? “পৃথিবীর মানুষ যখন জ্ঞান বিজ্ঞানে উন্নতি করে চাঁদে যাচ্ছে আমাদের মোল্লারা তখন ঘরে বসে বিবি তালাকের ফতোয়া দেখে”!

কবির সাহেব - হাজারো জটিল সমস্যায় যখন দেশ তলিয়ে যাচ্ছে আর হানাহানী বাড়ছে তখন আপনাদের মত জ্ঞানী মহাজনরা ফতোয়া নিয়ে ব্যস্ত আছেন - সর্বনাসের রীতিটা চেতনা সম্মত হল না চেতনা বহিঃর্ভূত! যদি পারেন আল্লাহর ওয়াস্তে দেশের মানুষের রুটি-রুজী আর তাদের মানবিক প্রয়োজনের কথা ভাবুন। চেতনার এই স্বাধীন দেশে ৪২ বছরেও কেন শাসকগোষ্ঠির চেতন হলো না? কেন জনগন আজো নির্যাতিত নিষ্পেষিত? কেন দূর্নীতি মুক্তির জিগির তুলে সবাই আকন্ঠ দূর্নীতি মগ্ন? ৪২ বছর আগে পাকিস্থানী শাসক গোষ্ঠী আমাদের সম্পদ লুটে নিতো আর এখন দেশীয় পরিবারতন্ত্রের শাসকগোষ্ঠী লুটছে! এই দুয়ের মাঝে পার্থক্য কতটুকু তা নিরূপন করুন? তারা এখনো দেশটাকে স্বামীর/বাবার সম্পদ মনে করে জনগনকে জিম্মি করে যাচ্ছেতাই করে নিজেদের আখের গুছাচ্ছে? দেশটাকে কয়জন পিশাচ লুটে-পুটে সাফ করে দিচ্ছে? আগে সেদিকে নজর দিন। তাদের জনগনকে চেতনার শিরোপা মাথায় নিয়ে মানুষ হতে হেদায়েত করুন, নয় তো লাত্থি মেরে বিদায় করুন। মানুষের জান মাল রক্ষা পেলে দেশ দূর্নীতিমুক্ত হলে দেখবেন আপনা থেকেই চেতনার শিকড় শক্ত হয়ে উঠবে।

বলছি না যে চেতনার কথা বলবেন না - তখনই বলবেন যখন দেখবেন দেশের মানুষ তুষ্ট আর নিরাপদ। পেটে যখন জ্বালা থাকে, জীবন যখন জিম্মি হয়ে যায় তখন কারো কাছেই জ্ঞানের কথার কোন মূল্য থাকেনা। জ্ঞানের কথা তখনই মূল্য পায় যখন মানুষ স্বঃস্থিতে থকে। গত ৪২ বছরে ক'দিনের জন্য দেশের মানুষ স্বঃস্থিতে নিরাপদে দিন যাপন করতে পেরেছে - বলতে পারেন কি? মনে আছে তো – খোদ বঙ্গবন্ধুর আমলে "ভাত দে হারামজাদা; নইলে মানচিত্র খাব" এমন কথা কেন সংক্ষুব্ধ কবির কন্ঠে প্রতিধ্বনীত হয়েছিল? কাজেই - সবার আগে মানুষের ভাত কাপড় আর জীবনের নিশ্চয়তা দিন তারপর আপনাদের পায়ের কাছে বসে জ্ঞান গরিমার অমূল্য পাঠ নেবো। দেশ রাজাকার মুক্ত করুন ভাল সাথে রাজনৈতিক টাউটগুলোকেও প্যাকেট করে নিন। তখন চেতনার কথা শুনতে ভাল লাগবে।

সূত্রঃ বাংলাদেশ নিউজ২৪ : ২৪/০৩/২০১৩

http://www.nowbd.com/2013/03/24/157888.htm

জনাব শাহরিয়ার কবিরের লেখা “মুক্তিযুদ্ধের চেতনা ও মৌলবাদ” প্রসঙ্গে দু’টি কথা।

রোম নগরী যখন জ্বলে পুড়ে ছারখার হয় - নীরু তখন বাঁশি বাজায়। আর কাজী নজরুল কি বলেছেন মনে আছে নিশ্চয়? “পৃথিবীর মানুষ যখন জ্ঞান বিজ্ঞানে উন্নতি করে চাঁদে যাচ্ছে আমাদের মোল্লারা তখন ঘরে বসে বিবি তালাকের ফতোয়া দেখে”!

কবির সাহেব - হাজারো জটিল সমস্যায় যখন দেশ তলিয়ে যাচ্ছে আর হানাহানী বাড়ছে তখন আপনাদের মত জ্ঞানী মহাজনরা ফতোয়া নিয়ে ব্যস্ত আছেন - সর্বনাসের রীতিটা চেতনা সম্মত হল না চেতনা বহিঃর্ভূত! যদি পারেন আল্লাহর ওয়াস্তে দেশের মানুষের রুটি-রুজী আর তাদের মানবিক প্রয়োজনের কথা ভাবুন। চেতনার এই স্বাধীন দেশে ৪২ বছরেও কেন শাসকগোষ্ঠির চেতন হলো না? কেন জনগন আজো নির্যাতিত নিষ্পেষিত? কেন দূর্নীতি মুক্তির জিগির তুলে সবাই আকন্ঠ দূর্নীতি মগ্ন? ৪২ বছর আগে পাকিস্থানী শাসক গোষ্ঠী আমাদের সম্পদ লুটে নিতো আর এখন দেশীয় পরিবারতন্ত্রের শাসকগোষ্ঠী লুটছে! এই দুয়ের মাঝে পার্থক্য কতটুকু তা নিরূপন করুন? তারা এখনো দেশটাকে স্বামীর/বাবার সম্পদ মনে করে জনগনকে জিম্মি করে যাচ্ছেতাই করে নিজেদের আখের গুছাচ্ছে? দেশটাকে কয়জন পিশাচ লুটে-পুটে সাফ করে দিচ্ছে? আগে সেদিকে নজর দিন। তাদের জনগনকে চেতনার শিরোপা মাথায় নিয়ে মানুষ হতে হেদায়েত করুন, নয় তো লাত্থি মেরে বিদায় করুন। মানুষের জান মাল রক্ষা পেলে দেশ দূর্নীতিমুক্ত হলে দেখবেন আপনা থেকেই চেতনার শিকড় শক্ত হয়ে উঠবে।

বলছি না যে চেতনার কথা বলবেন না - তখনই বলবেন যখন দেখবেন দেশের মানুষ তুষ্ট আর নিরাপদ। পেটে যখন জ্বালা থাকে, জীবন যখন জিম্মি হয়ে যায় তখন কারো কাছেই জ্ঞানের কথার কোন মূল্য থাকেনা। জ্ঞানের কথা তখনই মূল্য পায় যখন মানুষ স্বঃস্থিতে থকে। গত ৪২ বছরে ক'দিনের জন্য দেশের মানুষ স্বঃস্থিতে নিরাপদে দিন যাপন করতে পেরেছে - বলতে পারেন কি? মনে আছে তো – খোদ বঙ্গবন্ধুর আমলে "ভাত দে হারামজাদা; নইলে মানচিত্র খাব" এমন কথা কেন সংক্ষুব্ধ কবির কন্ঠে প্রতিধ্বনীত হয়েছিল? কাজেই - সবার আগে মানুষের ভাত কাপড় আর জীবনের নিশ্চয়তা দিন তারপর আপনাদের পায়ের কাছে বসে জ্ঞান গরিমার অমূল্য পাঠ নেবো। দেশ রাজাকার মুক্ত করুন ভাল সাথে রাজনৈতিক টাউটগুলোকেও প্যাকেট করে নিন। তখন চেতনার কথা শুনতে ভাল লাগবে।

বিষয়: রাজনীতি

১২১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File