নৈঃশব্দের ভালবাসা

লিখেছেন লিখেছেন নির্বোধ১২৩ ০৮ জানুয়ারি, ২০১৫, ০৮:১৪:০২ সকাল

নৈঃশব্দের ভালবাসায় কবিতারা বেঁচে থাক চিরকাল

চকিত বিশ্বাসে ঝুলন্ত অনুভবের ধূলি

উড়াই চেতনার পিরহানে। আমি মুক্তপ্রাণ তাই -

শুধু গেয়ে যাই, অনুকূল শব্দেরা করে কানাকানি

কিছুটা সময় হাঁটা নিষেধের পথ ধরে

তারপর অন্ধকারে, থিতু হয়ে যাওয়া।

বিচ্ছূত ভাবনার মৌমাছি উড়ে. রন্ধ্রে জাগায়

ভালবাসার শিহরণ আর সময় পাখীরা তখন

দূরে চলে যায় নিষেধের আঙিনা ছেড়ে।

বাক-চাতুযের্র খেলা -

খেলেছি খানিক কবিতার পাতা জুড়ে

সময় যে ঘনায় তটে,

এবার কি না যেতে হবে?

নিয়তি এমনই বলে, দেখেছি তা প্রতি পলে।

ডেকে যায় ক্ষীণস্বরে চঞ্চল ‘বুলবুল’,

কখনো কি স্থির হয়, বসে পাখী একই ডালে?

প্রহরে প্রহর মিলে কাটছে মিনিট ঘন্টা দিন,

সময় যে হাতে আছে গোনা প্রহরের!

কি জানি কী এত সুধা করেছি বপন

কবিতার পাতা জুড়ে; ঠিক তার পাইনা খুঁজে।

ক্ষণে ক্ষণে বন্ধুরা করে কুশল বিনিময়,

আসে শুভাশিস, প্রীতির অর্ঘ্য শত অরিহবাণী

পাইনি যা আগে কভু সারাটি জনম

বিলিয়েছি যত আপনারে, নিঃশেষে যাবার আগে.

জীবন ডিঙার অরিত্র আমি সুদূরের যাত্রী

কেউ নাহি পশে মোর সুখ কিবা দুঃখ,

বন্ধুরা এবার বেঁধেছে ঋণে।

এত সুখ ভাল লাগা কি করে সহি?

মরণ যে ডাকে পিছে কেমনে রহি?

বিষয়: সাহিত্য

১৩৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File