সেচি স্বপ্ন সাগর

লিখেছেন লিখেছেন নির্বোধ১২৩ ২৬ ডিসেম্বর, ২০১৪, ১১:১৭:৩২ সকাল

রাতের আকাশ জুড়ে বেদুইন তারা জ্বলে

হিয়াপাশে আমি তার একা জেগে রই;

হৃদয়ের কথা যত - বলি তারই সাথে।

তারাগুলো ডুবে যায় তবু চাঁদ জেগে রয়

প্রেয়সী বাতাস আছে আমাদের হাতে।

কুয়াশা চাদর মোড়া সময় যাতনা হরা

দূরের সাগরে ভাসে চাঁদিমার মায়া -

প্রণয় সোহাগে স্নাত সলাজ বঁধুয়া।

চাঁদবঁধু জেগে রয় রাতভর কথা কয়

তামস তাড়িয়ে নাড়ে ভোরের কড়া।

গৌরাঙ্গ রূপের ছটা অপাঙ্গে ধরে

ডিমের কুসুম ফেটা সোনা-রোদ মুখে

গোলাপী আভায় মিশে ফেরে চাঁদ নীড়ে।

ধারালো ছুরির ফলা চকচকে মাজা থালা

চেতনা মাড়িয়ে নামে দিবাকর সেনা।

সপ্রতিভ চাঁদ হায় নিমেষে হারিয়ে যায়

সাগর বঁধুয়া কাঁদে বিঁধুয়ার শোকে

আমি তবে আরবার পাড়ি দেই নির্ঝর

দিল-বাহারী স্বপ্নকণায় ধানের শীষে

পরম আশায় আজো; সেচি স্বপ্ন সাগর।

বিষয়: বিবিধ

১১৮২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

297249
২৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:০৫
ভিশু লিখেছেন : খুব ভালো লাগ্লো...Happy Good Luck
297261
২৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৪১
নির্বোধ১২৩ লিখেছেন : অশেষ ধন্যবাদ বন্ধু।
শুভেচ্ছা জানবেন।
297290
২৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:২২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে
297302
২৬ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:১৭
নির্বোধ১২৩ লিখেছেন : আপনাকে অশেষ ধন্যবাদ বন্ধু।
ভাল থাকুন। শুভেচ্ছা নিন। Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File