আধুনিক কবিতা সম্পর্কে দু’টি কথা

লিখেছেন লিখেছেন নির্বোধ১২৩ ২৮ অক্টোবর, ২০১৪, ১০:০৫:৩৪ রাত

যারা আধুনিক ধারার কবিতা ছাড়া কিছুই বোঝেন না তাঁদের মধ্যে এক জাতীয় ঊন্নাসিকতা কাজ করে। তাঁদের মতের প্রতি শ্রদ্ধা রেখেই দু’টি কথা বলতে চাই;

আধুনিক কালের দু'একজন নামকরা কবির ‘ক্রেজে’ পড়ে যদি আমার গর্ব আমার অহংকার রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, মধুসূদনকে ভুলে যেতে হয় সে কবিতা আমরা চাই না। আধুনিকতা ছাড়া কি মানুষের ট্রেডিশন বলে কিছু নেই? যত আধুনিকই হই না কেন রাতারাতি বদলানো যায় না, তেমন চাওয়াটাও অন্যায়। তবে আধুনিক হওয়ার চেষ্টা নিশ্চয়ই করবো। শিল্প-সংস্কৃতি বা কবিতার ধারাকে বাঁধ দিয়ে আটকানো যায় না, আর তা উচিৎও নয়।

আধুনিক হবো বলে প্রতিদিনই কি ফাস্টফুড খাবো, ডালভাত ভুলে যাবো, ভুলে থাকতে পারবো কি? 'সুররিয়েলিজম' ধারার আধুনিক কবিতা যা কেবলই বিমূর্ত ভাব রেখে যায় তা মোটে মূর্ত হতে চায় না। এক একজন তার এক একরকম ভাব ও অর্থ করেন! ‘পরাবাস্তব’ কিংবা ‘অধিবাস্তব’ এসব তো সাধারণ পাঠকের বোঝার কথা নয়! হয়তো অনেক উঁচু ভাবধারার লেখা কিন্তু তা কি আদৌ গণমানুষের কাছে পৌঁছাতে পারে? সেসব কবিতার ক’জন সমঝদার আছেন? এমন কিছু বানী তো নজরুলও রেখে গেছেন – “আকাশের গায়ে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই, সেই পাহাড়ের ঝর্ণা আমি...” অথবা “মোর প্রিয়া হবে এসো রাণী দেবো খোঁপায় তারার ফুল, কর্ণে দোলাবো তৃতীয়া তিথীর চৈতি চাঁদের দূল...” ইত্যাদি।

জীবনানন্দ, কবিগুরুও কি তেমন সৃষ্টি রেখে যাননি? খুঁজলে তেমন অনেকের মাঝেই পাবো। আমাদের ট্রেডিশনাল কবিতা শতভাগ পাঠক বুঝতে পারেন, উপভোগ করেন আর জীবন বিধানে তা রপ্তও করেন। সেখানে কিছু টেক্সট থাকে যা কিছু পরিস্কার ম্যাসেজ দিয়ে যায়। কিন্তু আধুনিক কবিতা সেখানে পাঁচভাগ উচ্চশিক্ষিত মানুষই বুঝতে পারেন কি না আমার সন্দেহ। অন্ততঃ আমি ভাল বুঝি না। এমন কবিতা লিখলাম যা একমাত্র কবি ছাড়া আর কেউ বুঝলোই না (কতক ক্ষেত্রে কবি নিজেও বোঝেন কি না সন্দেহ আছে) তাহলে কি কবি নিজে গিয়ে বুঝিয়ে আসবেন? তাই আমি 'সুররিয়েলিজম কবিতা'য় বলেছি:



"কবিতার পাতা আমার জড়ানো অনেক

উঁচু মার্গের ভাবধারায়। যা কিছু লিখি

সব যেন লাগে কেমন ধামাধরা

আমিও কি বুঝি ছাই, সব কিছু তার?"


আধুনিক কবিতার ধরণ ধারণ দেখে 'কবিতার কড়চা'য় লিখেছিলাম:



"রঙ মেখে কেঁচোগুলো ভাসালাম পর্দায়

গান কি না কাব্য তা; সৃষ্টিটা বুঝা ভার।

হাত নেই পা নেই তবু যেন কিভাবে

ছবি এরা এঁকে যায়, ফুটে উঠে কবিতা!"


নিজেও আধুনিক স্টাইলে লিখতে চেষ্টা করি তবু ট্রেডিশনকে কোন ভাবেই পাশ কাটাতে পারি না, পারবোও না। কারণ গায়ের গন্ধের মতই ওটা যে আমার জীবনে মিশে আছে? ময়ূরপূচ্ছ ধারণ করলেই কি কাক রাতারাতি ময়ূর হয়ে উঠতে পারে? যে শিল্প গণমানুষের কাছে দূর্বোধ্য সে শিল্প যত দামীই হোক তা তেমন আবেদন কিংবা অবদান রাখতে পারে না। তা অচীরেই নতুন অধুনিকের কাছে পুরনো হয়ে যাবে নিশ্চিত।

অনেকেই আমরা জাত কবি নই, মনের আনন্দের জন্য যে যার মত কাব্যচর্চা করছি মাত্র। চাইলেই নিজে কবি হওয়া যায় না, ওটা প্রকৃতির দান। আমরা কেবল তার শিকড়ে জল সিঞ্চন করতে পারি, পরিচর্যা করতে পারি মাত্র।

কবিবর শিমুল শুভ্র'র মতই বলতে চাই -

আসুন কবিতায় হাসি, কবিতায় ভাসি।

সবাইকে ধন্যবাদ।

বিষয়: সাহিত্য

১১৮৩ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

279062
২৮ অক্টোবর ২০১৪ রাত ১০:৩৩
আফরা লিখেছেন : কবিতা আমি এমনিতেই কম বুঝি ।
279067
২৮ অক্টোবর ২০১৪ রাত ১০:৩৭
নির্বোধ১২৩ লিখেছেন : আধুনিক কবিতা বেশ কঠিন। কিন্তু নজরুল রবীন্দ্রনাথ জীবনানন্দ তো ততটা দূর্বোদ্ধ নয়!

আপনার নিকে ইমেজটাও একটা সুন্দর আর্ট এর ব্যাখ্যা করতে পারবেন? আমি তো অসহায়! হাঃ হাঃ হাঃ

ভাল থাকুন - শুভেচ্ছা রইল
279084
২৮ অক্টোবর ২০১৪ রাত ১১:২৫
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৯ অক্টোবর ২০১৪ সকাল ১১:৩৪
222966
নির্বোধ১২৩ লিখেছেন : পাঠ করার জন্য ধন্যবাদ।
সব সময় পাশে পাবো আশা রাখি। Happy
279088
২৮ অক্টোবর ২০১৪ রাত ১১:২৭
নিরবে লিখেছেন : হুম, জানলাম।ভালোই লাগলো।
২৯ অক্টোবর ২০১৪ সকাল ১১:৩৬
222967
নির্বোধ১২৩ লিখেছেন : আপনার ভাল ভাল লাগা আমার প্রেরণার উৎস।
ধন্যবাদ।
279192
২৯ অক্টোবর ২০১৪ সকাল ০৯:২৭
মোস্তফা সোহলে লিখেছেন : তুমি বুঝবে কি আর
তুমি তো নও কবি
কবিতা হল
মনের প্রতিচ্ছবি।
অনেক ভাল লিখেছেন। ধন্যবাদ
২৯ অক্টোবর ২০১৪ সকাল ১১:৩৮
222971
নির্বোধ১২৩ লিখেছেন : "যা তুমি বুঝবে না, যা বুঝাতে পারব না
তা ই তুমি ধরে নিয়ো ‘সুররিয়েলিজম’"

ধনবাদ মোস্তফা সোহেল।
286403
২১ নভেম্বর ২০১৪ সকাল ০৬:৫৭
জোনাকি লিখেছেন : অনেক ধন্যবাদ Happy
286728
২২ নভেম্বর ২০১৪ সকাল ০৫:৫০
নির্বোধ১২৩ লিখেছেন : জোনাকি'র আলো প্রদীপ্ত হোক -
শুভেচ্ছা রইল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File