এবারের পালা - ঢাকা সিটি
লিখেছেন লিখেছেন নির্বোধ১২৩ ০৭ জুলাই, ২০১৩, ০৬:০৪:২৬ সকাল
নবগঠিত গাজীপুর সিটি করপোরেশনে ৩৯২ কেন্দ্রের সব কয়টির ফলাফল পাওয়া গেছে। ১৮ দল সমর্থিত প্রার্থী এম এ মান্নান (টেলিভিশন) পেয়েছেন ৪ লাখ ৬৮ হাজার ভোট। এবং ১৪ দল সমর্থিত প্রার্থী আজমত উল্লাহ খান (দোয়াত-কলম প্রতীক) পেয়েছেন ৩ লাখ ১২ হাজার ভোট। সর্বশেষ প্রাপ্ত ফলাফলের হিসেবে দেখা গেছে ১ লাখ ৫৬ হাজার ভোটের ব্যবধানে ১৮ দল সমর্থিত মেয়র প্রার্থী এম এ মান্নান বিজয়ী হয়েছেন। তবে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাকে বিজয়ী ঘোষণা করা হয়নি।
Click this link
হায় হায়,
সোনার ছেলেরা করছিস কি রে- গেল বুঝি সব
১৮ দলের “বিনপি-জমাট-জুট”
ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে কাড়লো যে সব ভোট?
একে একে সবই যাচ্ছে –
আম ছালা, ফুলের মালা, জয়ডংকা স-ব?
এবারের পালা - ঢাকা সিটি,
হাসব এখন মিটি-মিটি
জ্বলতে হবে, জ্বালাতে হবে কায়দাটাও পাল্টাতে হবে
ভালমানুষি নির্বাচনটা করতেই হবে রদ
আর দেবো না হাভাতেদের ৩০০ সিটের সংসদ।
“বিনপি-জমাট-জুট” এর জন্য সতর্কবার্তা –
ভাল চাইলে আপনাদের সোনার ছেলেদের সামলান, সোনার ছেলেদের পাত্তা দিবেন না; দল ডুবনোর আসল নায়ক ওরাই। একটু ভাল হোন; মানুষের ভাল করুন, আখেরে ফল পাবেন। দেখুন না ১৫ দলীয় ‘জুট” আজ কেমন পাচ্ছে? কথাটা মাথায় রেখে এগিয়ে গেলে সবার জন্যই ভাল হবে– দেশ জাতি আর আপনাদেরও।
বিষয়: বিবিধ
১২৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন