রানার গডফদার মুরাদ জং বিষয়ে সরকারের অবস্থান কি?
লিখেছেন লিখেছেন নির্বোধ১২৩ ০৩ মে, ২০১৩, ১১:১০:০৮ রাত
অবশেষে মিডিয়া ও জনগনের ব্যপক আলোচনার মুখে সরকারের ইমেজ রক্ষা করতে অনিচ্ছা সত্বেও রানার বিরুদ্ধে যেটুকু ব্যবস্থা নেয়া হয়েছে সেটাও অনেকটাই লোক দেখানো। বস্তুতঃ রানার কিছুই হবেনা। সচেতন মহলের আশঙ্কা; রানা আপাততঃ লঘু দন্ডে দন্ডিত হয়ে পরে সুবিধজিনক সময়ে রাজনৈতিক কারসাজীতে বের হয়ে আসবে। সেকথা মাথায় রেখেই মামলাগুলোও সাজানো হয়েছে। রানাও এ ব্যপারে যথেষ্ট আত্নবিশ্বাসী। আর সেই কারণেই পুলিশ সদস্যদেরকে পর্যন্ত হুমকি দিচ্ছে – “একদিন না একদিন জেল থেকে বের হবো। সেদিন কাউকে ছাড়বো না। যাদের কারণে মায়ের লাশ দেখতে পারলাম না তাদেরকে দেখে নেবো।“
বিস্তারিত দেখুনঃ http://www.newsevent24.com/2013/05/01/%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%89%E0%A6%95%E0%A7%87-%E0%A6%9B%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%AC%E0%A7%8B-%E0%A6%A8%E0%A6%BE/#comment-1140
জনগনের বিশ্বাস; সরকার যদি রানার মত সন্ত্রাসীর উপযুক্ত বিচার করতে আন্তরীকই হয় তাহলে রানার পাশাপাশি তার গডফাদার - মুরাদ জংকে ও বিচারের আওতায় আনবে। কিন্তু সরকার কৌশলে মুরাদ জংকে আপাতত গা ঢাকা দিয়ে থাকার পরামর্শ দিয়েছে। লক্ষনীয় যে; প্রথম দিকে মুরাদ জং এমপি দূর্ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কাজের তদারকিও করেন। তখন মিডিয়ার সামনে বুক ফুলিয়ে নিজেকে নির্দোষ বলে দাবী করেন – “আমি রানাকে চিনিই না। রানা যুবলীগের কেউ নয়। সে অনেকদিন ধরেই সাভার পৌর যুবলীগের কমিটিতে নাম লেখাতে চেষ্টা করছিল। এখন পরিস্থিতি ভিন্নদিকে ঘুরাতে এবং রাজনৈতিক ইস্যূ তৈরী করতেই রানাকে যুবলীগ নেতা পরিচয় দেয়া হচ্ছে। যদি কেউ প্রমান করতে পারে যে আমার সাথে কখনো রানার কোন সম্পর্ক ছিল তাহলে আমার যা বিচার হবে মেনে নেব”।
রানার গ্রেফতার নিশ্চিত হওয়ার সাথে সাথেই মুরাদ জং এমপি লাপাত্তা হয়ে যায়। তারপর থেকেই মুরাদ জং আত্নগোপনে আছে। বিস্মিত জাতি বলে আমাদের খ্যাতি আছে, তাই মিডিয়া বা জনগন কী এক দূর্বোদ্ধ কারণে এখন আর মুরাদ জং এর ব্যপারে তেমন সোচ্চার হচ্ছে না! অথচ রানার মত সন্ত্রাসী সৃষ্টির মূল কারিগর কিন্তু মুরাদ জং গং রা। সচেতন মহল মনে করেন; তাকেও শীঘ্রই বিচারের আওতায় আনা দরকার। মুরাদ জং এর ব্যপারে জনগন সরকারের অবস্থান জানতে চায়, সাভার হত্যাকান্ডের বিষয়ে সরকারের আন্তরিকতা দেখতে চায়।
পুলিশের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রানা পুলিশকে জানায় – “আমি ছিলাম এমপি মুরাদ জংয়ের টাকা কামানোর মেশিন। কমিশন বাণিজ্য, টেন্ডারবাজি, ঝুট ব্যবসা, জমি দখলসহ এমন কোনও অবৈধ কাজ নেই, যা আমাকে দিয়ে তিনি (মুরাদ জং) করান নি। প্রতিমাসে আমি তাকে কোটি কোটি টাকা এনে দিয়েছি।“
বিস্তারিত দেখুনঃ http://www.newsevent24.com/2013/05/01/%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BF-%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A6-%E0%A6%9C%E0%A6%82%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9F%E0%A6%BE/
র্যাবের গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে রানা আরো জানায়– “সাভারে সংসদ সদস্যের নেতৃত্বে ভূমি দখলের জন্য যে সমস্ত সন্ত্রাসীদের পাঠানো হত তার প্রধান কাজটি তাকেই করতে হত। প্রশাসনের বিভিন্ন মহলে মোটা অঙ্কের মাসোহারা দেয়ার পাশাপাশি প্রতিমাসে আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক মিটিং-মিছিল উপলক্ষে দলের নেতাদের বিভিন্নভাবে আপ্যায়ন, তোরণ, ব্যানার, পোস্টার, ফেস্টুন ইত্যাদির খরচ বহন করে নেতাদের সন্তুষ্টি অর্জন করতে হত। সাভার পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি পদটির জন্য মুরাদ জংকে পচিশ লাখ দিতে হয়েছিল। এমন কি ভবন ধসের পর সাংসদসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাকে কয়েক দফায় লাখ লাখ টাকা দিতে হয়েছে“।
বিস্তারিত দেখুনঃ http://www.nowbdnews.com/2013/04/29/175312.htm
বিষয়: বিবিধ
১১৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন