যেসকল কারনে সাহাবাগের গন জাগরণ তরুনদের বিশ্বাস রাখতে পারেনি ।

লিখেছেন লিখেছেন মোহাম্মাদ বিন কাশেম ২৭ মার্চ, ২০১৩, ১০:৫৩:২৭ রাত

আমার মনে হয় নিচের এইসব কারন না থাকলে আমরা এক সপ্নের বাংলাদেশ পেতাম,আমাদের সন্তানদের বলতে পারতাম একটি বিপ্লবের গল্প।

১# রাজীব কিন্তু নাস্তিক নয়, সে

'ইসলাম বিদ্দেশি

'।আমি মনেকরি রাজিব এর কারনে এই আন্দোলনের সবচাইতে বেশি ক্ষতি হয়েছে

২# ইমরান সরকারকে নিয়ে কোন বিতর্ক না থাকলেও তাঁর আশপাশের অনেকেই ছিল বিতর্কিত।এদের মধ্যে অনেকেই ইসলাম বিদ্ধেসি কথা বলেছে। বিতর্কিতরা মঞ্চে উঠে নেতৃত্ব দেয়।বাংলাসেশের মানুষ কখনো আমন বাক্তি দের নেত্রিত্ত বেসিদিন মানেনি।তাদের সরেযাওয়া উচিৎ ছিল, যেহেতু যায়নি তাদের বহিস্কার করা উচিৎ ছিলও(বড় কিছু পেতে হলে ছোট অনেক কিছু বিসর্জন করতে হয়।)

৩# এই আন্দোলন সুরু হয়েছে "বিচার মানিনা" দিয়ে।(যা সরকারের নিয়োগক্রিত আইনবিদের "মান নীয়ে" "যোগ্যতা নিয়ে" এবং সরকারের মনভাব নিয়ে সন্দেহের কারনে, কারন রায়ে এসপষ্ট উল্লেখ ছিল গণহত্যা হয়েছে এটা প্রমানিত কিন্তু প্রসিকিউসন সন্দেহাতিত ভাবে প্রমান করতে বেরথ হয়েছে এই কাদের মোল্লাই কসাই মোল্লা, কিন্তু সরকার আন্দোলনকে সমরথনের কলা দেখানোর পর সরকারকে বিশ্বাস করা ।

৪# লাকিকে হামলার পর সে হাসপাতালে একুশে টিভিকে একরকম কথা বলেছে (যা অনলাইনের মাদ্ধমে সকলে দেখেছে) কিন্তু পরে সে অন্য কথা বলেছে। কেন সে তার কথা পরিবর্তন করেছে তা বেক্ষানা করা।অনেকে ধরেই নিয়েছে এটা সরকারি চাপের জন্য হয়েছে।

৫# বাংলাদেশ টেলিভিসন সরাসরি সম্প্রসার করা।(সরকারি দলের অনুষ্ঠান ছাড়া যারা অন্য কোন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করেনা)।

৬# সমালচনা করলে গনহারে রাজাকার বলা। সমালচনা সব সময় শুধু ক্ষতিই করেনা, এর থেকে অনেক ভুল ঠিক করা যায়।

৭# সাইদির রায়ের পরে আন্দোলন স্থগিত রাখলে পরে জেকন সময় এক ডাকে সকলে চলে আসতো,আন্দোলন চালিয়ে যাওয়া হয়েছে কিন্তু দেশের অন্যান্য সমস্যার জন্য প্রতিবাদ করার ন্যূনতম ইচ্ছা প্রকাশ নাকরা।

৮# বিভিন্ন মানুষের পরচনাই আলেমদের সাথে মুখামুখি আবস্তানে যাওয়া।

৯# আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান কি করেছে তা নাবলে,তার নামে বিভিন্ন অপপ্রচার করা।

১০# ৯০% মুসলমানের দেশে ইসলামি রিতিনিতির প্রতি নুন্যতম সম্মান না দেখানো।

১১# মাদ্রাসা শিক্ষার প্রতি কুটুক্তি করা।

১২# যারা এর বিরুধিতা করেছে তাদের বিভিন্ন যুক্তি খণ্ডন না করে তাদের গনহারে ছাগু বলা ।

বিষয়: বিবিধ

১৫৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File