মিশরে ইসলামপন্থীদের উপর গণহত্যার ছবি ও ভিডিও
লিখেছেন লিখেছেন আবদুহু ১৫ আগস্ট, ২০১৩, ০৭:২১:৫১ সন্ধ্যা
বাংলাদেশের পর মিশরে গতকাল সেক্যুলার অবৈধ সরকার গণহত্যা চালিয়েছে। গত ৫মে তারিখে ঢাকায় রাতের অন্ধকারে হেফাজতের সমাবেশে যে গণহত্যা চালানো হয়েছে, তার খুব বেশি ছবি পাওয়া যায় না। তবে এতো সতর্কতার পরও কিছু ভয়াবহ ছবি প্রকাশ হয়ে গিয়েছিলো। এবং ইন্টারনেট ব্যাবহারকারী অনেকেই সেই সব ছবিগুলো দেখেছিলেন।
গতকাল মিশরে যা হয়েছে তার অনেক ছবি ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে পুরো পৃথিবীব্যাপী। একটা ছবি হাজারো শব্দের চেয়ে শক্তিশালী। এখনো অনেকে বলেন ছবি তোলা হারাম, অথবা ছবি তোলা ভালো না। বাংলাদেশের আলেমরা ছবি তোলার বিষয়ে এখনো অনেকটা নিরুৎসাহী। অথচ এ ছবিগুলোই আগামীর ইতিহাস হয়ে থাকবে। আগের দিনে বই লিখে ইতিহাস লিখা হতো। আর এখন ছবি ও ভিডিও গুলো হবে আগামীর ইতিহাস। জীবন্ত ও বাস্তব ইতিহাস।
ছবি যে তুলেন, তাকে যথাযথ ক্রেডিট ও কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। গতকালের একটি ভিডিওতে দেখা যায় ছবি তুলতে তুলতে ব্রাদারহুডের কর্মী হিজাব পরা একটি মেয়ে মারাও গিয়েছে। নিচের ছবিগুলোতে আমি চেষ্টা করেছি উৎস অ-বিকৃত ভাবে উল্লেখ করতে। এএফপি ও রয়টার্স ও গেটিইমেজের কিছু ছবি নেয়া হয়েছে টোটালিকুলপিক্সডটকম থেকে। ফটোগ্রাফারদের ফ্লিকারষ্ট্রিমেও অনেক ছবি আছে। সব সংযুক্ত করা সম্ভব না। গুরুত্বপূর্ণ গুলো যোগ করা হলো। অসুস্থ বৃদ্ধ শিশু কিংবা দুর্বল হৃদয়ের কারো দেখা উচিত না।
মারাত্বক আহত একজনকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা। স্কট নেলসন: আল জাযিরা
কায়রো ইউনিভার্সিটি ক্যাম্পাসের কাছে পড়ে এক মুরসী সমর্থকের মৃতদেহ। মুহাম্মদ আবদুল গণি: রয়টার্স।
নিহত ছেলের মৃতদেহের দিকে তাকিয়ে আছেন পিতা। রাবিয়া আদাবিয়্যা মসজিদকে হাসপাতাল হিসেবে ব্যাবহার করা হচ্ছে, সেই মসজিদের দরজায়। মুসআব আলশামি: গ্লোবাল পোষ্ট।
টিয়ারগ্যাসের ধোঁয়া থেকে বাঁচার চেষ্টায় এক নারী কর্মী। মুসআব আলশামি: গ্লোবাল পোষ্ট
বিক্ষোভকারীদের উপরে হেলিকপ্টারের টহল। এসব হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। ষ্ট্রিঙ্গার: রয়টার্স।
শহীদের মৃতদেহের সাথে পাওয়া কোরআন। স্কট নেলসন: আলজাযিরা।
বাঁচার জন্য দৌড়াচ্ছেন এক নারী কর্মী। ষ্ট্রিঙ্গার: রয়টার্স।
বুলডোজার দিয়ে ধ্বংস করা হয় ক্যাম্পগুলো। ষ্ট্রিঙ্গার: রয়টার্স
নিহত সাথীর হেলমেটে গুলীর ছিদ্র ও বেরিয়ে পড়া মগজ। স্কট নেলসন: আলজাযিরা
নিহত বন্ধুর স্মরণে। স্কট নেলসন: আলজাযিরা
নারী কর্মীকে গ্রেফতার (কারও মতে, তাকে সাহায্য করা হচ্ছে)। ষ্ট্রিঙ্গার: রয়টার্স
আহতদের চিকিৎসা। স্কট নেলসন: রয়টার্স
নিহতের সারি। এড গিলস: গেটি ইমেজ
পুলিশের দিকে আগুনের ফ্লেয়ার নিক্ষেপ। মুসআব আলশামি: গ্লোবাল পোষ্ট
প্রতিবাদ। মুসআব আলশামি: গ্লোবাল পোষ্ট
আহতদের রাবিয়া আদাবিয়্যা মসজিদের মেকশিফট মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। স্কট নেলসন: আলজাযিরা
আহতদের বাঁচানোর চেষ্টা। এড গিলস: গেটি ইমেজ
বুলডোজারের সামনে পড়ে আছে আহত একজন। তাই বুলডোজারকে থামাতে চাচ্ছেন এক নারী। আবদুল মুনিম: এএফপি
আহত একজন। মুসআব আলশামি: এএফপি
আহত একজন। মুসআব আলশামি: এএফপি
পুলিশ ও আধাসামরিক বাহিনীর বর্বরতা। এড গিল্ডার্স: এএফপি
আহতের চিকিৎসা। স্কট নেলসন: আলজাযিরা
ইট সাজিয়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। আমর আবদুল্লাহ: রয়টার্স
ভাষাহীন। আসমা ওয়াজহী: রয়টার্স
চিকিৎসা। স্কট নেলসন: আলজাযিরা
মৃতদেহের সারি। আমর আবদুল্লাহ: রয়টার্স
মোস্তফা মাহমুদ স্কয়ারের পাশে আহত বিক্ষোভকারী। ষ্ট্রিঙ্গার: এএফপি।
চিকিৎসা। স্কট নেলসন: আলজাযিরা
ইখওয়ান সমর্থকদের গ্রেফতার করছে পুলিশ। মুহাম্মদ আবদুল গণি: রয়টার্স
নাহদাতুল মিসর স্কয়ারের সামনে পুলিশের দিকে পাথর ছুড়ছে বিক্ষোভকারীরা। মুহাম্মদ আবদুল গণি: রয়টার্স
বিক্ষোভকারী। আমর আবদুল্লাহ: রয়টার্স
বিক্ষোভ। আসমা ওয়াজহী: রয়টার্স
বিক্ষোভকারী। আসমা ওয়াজহী: রয়টার্স
বিক্ষোভ। আসমা ওয়াজহী: রয়টার্স
বিধ্বস্ত শহর। এড গিলস: গেটি ইমেজ
সংঘর্ষ। আমর আবদুল্লাহ: রয়টার্স
পুলিশী হামলা। ষ্ট্রিঙ্গার: রয়টার্স
রায়ট পুলিশের দল। আমর আবদুল্লাহ: রয়টার্স।
সাদাপোষাকের পুলিশ। আমর আবদুল্লাহ: রয়টার্স
পুলিশের গুলি। আবদুল গণি: এএফপি
পুলিশের হামলা। আবদুল গণি: এএফপি
সংঘর্ষ। আমর আবদুল্লাহ: রয়টার্স
আহত সতীর্থ। আসমা ওয়াজহী: রয়টার্স
আহত সতীর্থ। আসমা ওয়াজহী: রয়টার্স
আহত বিক্ষোভকারী। আসমা ওয়াজহী: রয়টার্স
টিয়ার গ্যাস থেকে বাচার জন্য মাস্ক মুখে প্রতিবাদ। খালেদ দসুকি: এএফপি
সংঘর্ষ। ষ্ট্রিঙ্গার: এএফপি
রাবেয়া আদাবিয়্যার মেকশিফট মেডিক্যালে মৃত দেহের সারি। স্কট নেলসন: আলজাযিরা
মৃতদেহের সারি। মুসআব আলশামি: গ্লোবাল পোষ্ট
আহত। স্কট নেলসন: আলজাযিরা
মসজিদে আশ্রয় নেয়া নারী ও শিশু। স্কট নেলসন: আলজাযিরা
এক নারী বিক্ষোভকারীকে গুলি করে হত্যার ভিডিও
মসজিদ ইমান মাকরামের ভেতরে শত শত সারিবদ্ধ লাশের ভিডিও
গণহত্যা নিয়ে খবরের ভিডিও
গণহত্যা নিয়ে আরেকটি ভিডিও
ডেমোক্রেসি নাও এর ভিডিও প্রতিবেদন
আরেকটি খবরের ভিডিও
ফেসবুক এলবাম
বিষয়: বিবিধ
৭৪১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন