ব্লগ চালানোর ঝক্কি
লিখেছেন লিখেছেন আবদুহু ০৪ এপ্রিল, ২০১৩, ০৭:৪৯:৩৭ সন্ধ্যা
সামহোয়ারইনব্লগের উপরের দিকে একটা বাটন আছে। ট্রান্সপারেন্সি রিপোর্ট। ক্লিক করলে দেখা যায় বিভিন্ন সংস্থা ও সরকারী এজেন্সি কখন তাদের কাছে বিভিন্ন বিষয়ে আপত্তি জানিয়েছে ও তারা কি ব্যবস্থা নিয়েছে তার ফিরিস্তি (যেসব তারা এখানে উল্লেখ করেছে তার)।
আজ বৃহস্পতিবার ৪ এপ্রিল তারিখ পর্যন্ত তাদের দেয়া হিসাব মতে তাদের কাছে মোট তেরটি অফিসিয়াল অনুরোধ এসেছে।
৯ মে তারিখে ও ১১ জুলাই তারিখে আমারব্লগ ডটকম মোট তিনটা আপত্তি জানিয়েছে। মানহানির অভিযোগে তিনটা কমেন্ট ডিলিট , একটি পোষ্ট ডিলিট ও একটি একাউন্ট ব্লক করার আবেদন করেছে আমার ব্লগ। উত্তরে একটি পোষ্ট ডিলিট করা হয়েছে, বাকীগুলো কিছু করা হয়নি।
১০ আগষ্টে ইবাংলাদেশ, ১১ আগষ্টে একটি জার্মান ওয়েবসাইট ও ১২ অক্টোবর এবং ১২ জানুয়ারী তারিখে একটি ভ্রমণ বিষয়ক সাইট মোট পাঁচটি আবেদন জানায়। প্রতিটি ছিলো কপিরাইট লঙ্ঘনের দায়ে ছবি মুছে ফেলার আবেদন জানিয়ে। সবগুলো আবেদন গ্রহণ করা হয়।
বাকী আবেদনগুলো কৌতুহল উদ্দীপক।
১১ এপ্রিল তারিখে আওয়ামী লীগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করা হয়, মানহানির অভিযোগে ১০ টি পোষ্ট ডিলিট করার অনুরোধ জানিয়ে। ৮ টি ডিলিট করা হয়, ২ টি রাখা হয়।
১১ মে তারিখে আওয়ামী লীগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করা হয়, মানহানির অভিযোগে ১৮ টি পোষ্ট ডিলিট করার অনুরোধ জানিয়ে। ৩ টি ডিলিট করা হয়, ১৫ টি রাখা হয়।
১১ জুলাই তারিখে আওয়ামী লীগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করা হয়, মানহানির অভিযোগে ১ টি পোষ্ট ডিলিট করার অনুরোধ জানিয়ে। আবেদন গ্রহণ করা হয়নি, কোন পোষ্ট ডিলিট হয়নি।
১৩ জানুয়ারী তারিখে আওয়ামী লীগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করা হয়, মানহানির অভিযোগে ১ টি পোষ্ট ডিলিট করার অনুরোধ জানিয়ে। আবেদন গ্রহণ করা হয়নি, কোন পোষ্ট মুছা হয়নি।
১৩ মার্চ তারিখে সরকারী বিটিআরসি'র অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করা হয়, ধর্ম ও রাষ্ট্রবিরোধী উপাদান থাকার অভিযোগে ৪ জন ব্লগারের সমস্ত লেখা ও একাউন্ট মুছে ফেলার অনুরোধ জানিয়ে। ৪ জনের মাঝে ২ জনের একাউন্ট আগেই ব্লক করা হয়েছিলো। বাকী ২ জনের একাউন্ট ডিলেট করা হয়।
বিষয়: বিবিধ
১১০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন