না পড়লে না পুরাটাই মিস করবেন কিন্তু !!!

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ০২ এপ্রিল, ২০১৩, ০৮:৩৫:৫৮ রাত



১। জামাত-শিবির নিষিদ্ধ করতে গিয়ে== প্রজননচত্বর আজ নিজেরাই নিষিদ্ধ হয়ে যাচ্ছে

২। জাগরণ মঞ্চের কুশীলবরা কাদের মোল্লার ফাঁসি চাইতে গিয়ে==নিজেদের মাথার উপরেই আজ ফাঁসির

খরগ ঝুলছে

৩। জামাত নেতাদের বিচার চাইতে গিয়ে== আজ নিজেরাই বিচারের মুখোমুখি

৪। ট্রাইবুনালের সাফাই গাইতে গিয়ে== নিজেদের জন্যই আজ সাইবার ট্রাইবুনালের পদধ্বনি

৫। জামাত নেতাদের বিরুদ্ধে শাহবাগের ফাঁসি চাই স্লোগান কে জাতীয় করণ করতে যেয়ে == খোদ নিজেদের

বিরুদ্ধেই আজ, ফাঁসিচাই স্লোগান আন্তর্জাতিকরণ হয়েপরেছে

৬। ধর্মানুভূতিতে আঘাতের মিথ্যা অভিযোগের যে পথ ধরে সরকার জামাতের উপর চড়াও হওয়ার সূচনা করেছিল==

সেই সত্য অভিযোগের একই পথ ধরেই আজ তাদের পতনের দ্বার সুচিত হয়েছে

৭। সরকার যে আগুনে জামাতের ঘর পুড়তে গিয়েছিল== সে আগুণে আজ নিজের ঘরই পুড়তে বসেছে

৮। জাহানারা ইমামেরসেই গণ আদালত জামাত নির্মূল করতে গিয়ে==আজ নিজেরাই নির্মূল হয়ে গেছেন

৯। জাহানারা ইমাম গোলাম আযমকে দেশদ্রোহী সাজাতে গিয়ে== নিজেই দেশদ্রোহী পরিচিত পেয়েছিলেন

১০। গোলাম আযমের নাগরিকত্ব বাতিল করতে গিয়ে == তিনি বহু আগেই দুনিয়ার নাগরিকত্ব ই খুইয়েছেন

১১। নারায়াণগঞ্জের শামীম ওসমান গোলাম আযমকে নারায়ণগঞ্জেঅবা ­ঞ্চিত ঘোষনা করে== আজ নিজেই অবাঞ্চিত

হয়ে গেছেন

১২। মখারা সাঈদীকে রাজাকার বানাতে গিয়ে== নিজেরাই কিনা রাজাকারের সংগঠকের পরিচিতি পেয়ে যাচ্ছেন

১৩। মখার আংগুল চোষা বাহিনীর আংগুল চালাতে গিয়ে==পুরোহাতই খোয়িয়ে ফেলছেন

১৪। শেখ হাসিনা জামাত নেতাদের গণহত্যাকারী হিসাবেচিহ্নিত করতেগিয়ে== আজ নিজেই গণ হত্যাকারীর

পরিচিতি পেয়েছেন

১৫। সাইদী সাহেবকে কে ফাঁসি দিয়ে মারতে গিয়ে হাসিনার নিজেরই না আবার সেই ফাঁসিতেই মরণ হয়

----- সে টাই ভাবছি।

বিষয়: বিবিধ

১৪৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File