আজ ঐতিহাসিক ৬ই ফেব্রুয়ারী।
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:০৭:৩১ রাত
১৯৭৭ সালের এই দিনে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে 'আল্লাহ প্রদত্ত ও রাসূল (সা.) প্রদর্শিত বিধাণ অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধণ করে আল্লাহ সন্তষ্টি অর্জন' এ লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে যে কাফেলা যাত্রা শুরু করেছিল সে কাফেলা হাটি হাটি পা পা করে ৪৩ বছরে পদার্পন করলো।
দু'শতাধিক ভাইয়ের শাহাদাতের নজরানা, অসংখ্য ভাইয়ের পঙ্গুত্ত্ব বরণ, জালিমের রক্তচক্ষুকে উপেক্ষা করে টেকনাফ থেকে তেতুলিয়া তামাবিল থেকে পঞ্চগড় পর্যন্ত প্রাণের চেয়ে প্রিয় কাফেলা আজ বিস্তৃত।সীমাহীন ত্যাগ আর পাহাড় সম বাতিলের বাঁধা উপেক্ষা করে এ কাফেলা তার মাঞ্জিলে মাকসুদে একদিন পৌঁছবেই ইনশা আল্লাহ।
৪৩ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষ্যে আমাদের প্রত্যয় একটাই-
বাঁধার প্রাচীর সব ভাঙবোই,
মুক্তির সূর্যটা আনবোই,
জেগেছি এবার মোরা লক্ষ তরুণ সেনা,
নতুন এক পৃথিবী গড়বোই!!
হে রাব্বে কারীম! মজলুম এ কাফেলার কান্ডারী থেকে শুরু করে সর্বশেষ সমর্থক পর্যন্ত জালিমের জুলুম থেকে তোমার কুদরাতের চাদর দ্বারা আবৃত করে রাখো!!
বিষয়: বিবিধ
১০১৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন