একটি ইসলামী দলের আদর্শ কর্মীর জন্য যে যে বৈশিষ্ট্য থাকা জরুরী...

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ০৭ অক্টোবর, ২০১৮, ০৬:৫১:৪৬ সন্ধ্যা

একটি ইসলামী দলের আদর্শ কর্মীর জন্য যে যে বৈশিষ্ট্য থাকা জরুরী।

ইসলামী আদর্শের কর্মীঃ

ইসলামকে সমাজের সর্বস্তরে কায়েম করার প্রচেষ্টায় বা সংগ্রামে অংশগ্রহণকারী ব্যক্তিকে ইসলামী আদর্শের কর্মী বলে।

আদর্শ কর্মীর কাজঃ

০১. জ্ঞান অর্জন করা

০২. আনুগত্য করা

০৩. শৃঙ্খলা রক্ষা করা

০৪. কর্মসূচি বাস্তবায়নে সচেতন থাকা

০৫. দাওয়াতি কাজ করা

০৬. অর্পিত দায়িত্ব পালন করা

০৭. সময়ের কোরবানি

০৮. আন্দোলনে নিজেকে একাত্ম করা

০৯. পরামর্শ দেয়া ও পরামর্শ নেয়া

১০. যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকা

১১. নিজ পরিবারের সংশোধন করা।

ব্যক্তিগত গুণাবলিঃ

০১. মজবুত ঈমান

০২. উত্তম নৈতিক চরিত্র

০৩. তাকওয়া

০৪. সবর

০৫. হিকমত বা প্রজ্ঞা

০৬. বিশুদ্ধ নিয়াত বা ইখলাস

০৭. তাওয়াক্কুল বা আল্লাহ নির্ভরশীলতা

০৮. দ্বীনি কাজে প্রতিযোগিতা

০৯. আমানতদারি

১০. ওয়াদা পালন।

দায়ী হিসাবে গুণাবলিঃ

০১. সহজ ও সুন্দর ভাষায় কথা বলা

০২. নম্রভাষী হওয়া

০৩. কোমল হৃদয়

০৪. ভালো দ্বারা মন্দের প্রতিরোধ

০৫. ক্ষমাশীলতা

০৬. আল্লাহর সাহায্য কামনা

০৭. দাওয়াত অনুযায়ী আমল

০৮. বিনয় ও নম্র হওয়া

০৯. সর্বদা হাসিখুশি থাকা

১০. নিঃস্বার্থতা

ক্ষতিকর বর্জনীয় গুণাবলিঃ

০১. অহঙ্কার

০২. রিয়া বা প্রদর্শনেচ্ছা

০৩. হিংসা-বিদ্বেষ

০৪. আত্মপূজা ও স্বার্থ পূজা

০৫. পদের লোভ

০৬. হীনমন্যতা

০৭. কুধারণা

০৮. গিবত

০৯. চোগলখোরি

১০. কানাকানি-ফিসফিসানি

১১. মেজাজের ভারসাম্যহীনতা

১২. একগুঁয়েমি

১৩. অন্তরের সঙ্কীর্ণতা

১৪. রুক্ষ মেজাজ

১৫. তাড়াহুড়া করা

১৬. হতাশা

১৭. দুর্বলতা

আদর্শ কর্মীরূপে গড়ে ওঠার উপায়ঃ

০১. দৃঢ় অঙ্গীকার-সঙ্কল্প

০২. নিয়মিত কুরআন ও হাদিস অধ্যয়ন

০৩. নিয়মিত ইবাদাত পালন

৪. পড়ালেখার মান বৃদ্ধি

০৫. নিয়মিত সালাত আদায়

০৬. নিয়মিত রিপোর্ট রাখা

০৭. নিয়মিত আত্মসমালোচনা

০৮. আল্লাহর পথে দান করা

০৯. নফসের সাথে জিহাদ

১০. সোহবাত বা উত্তম সংসর্গ

১১. তাওবা-ইস্তিগফার

১২. মানুষের খেদমত করা

১৩. আখেরাতের চিন্তা করা।

বিষয়: বিবিধ

১১২৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385914
০৯ অক্টোবর ২০১৮ দুপুর ০৩:৪১
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ভাল লেগেছে আপনার লেখাটি, আশা করি আরো লিখবেন । ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File