আসুন দেখে নিই কিভাবে পাঠ্যপুস্তক থেকে ইসলাম উঠিয়ে দেওয়া হচ্ছে। (গুরুত্বপূর্ন অনুসন্ধানী পোস্ট)

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ২৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:৩০:১০ সকাল

দেশ ও জাতিকে কিভাবে ধর্মহীনতায় ডুবানো হচ্ছে...!

আসুন এক নজর দেখি- দেশের পাঠ্যবই থেকে কি বাদ দেওয়া হলো এবং কি প্রবেশ করলো....................

পাঠ্যপুস্তকে বাংলা বই থেকে বাদ দেওয়া হলো-

১)) ক্লাস-২: ‘সবাই মিলে করি কাজ’ - শিরোনামে মুসলমানদের শেষ নবীর সংক্ষিপ্ত জীবন চরিত।

২) ক্লাস-৩: ‘খলিফা হযরত আবু বকর’ শিরোনামে একটি সংক্ষিপ্ত জীবন চরিত।

৩) ক্লাস-৪: খলিফা হযরত ওমর এর সংক্ষিপ্ত জীবন চরিত।

৪) ক্লাস-৫ : ‘বিদায় হজ্জ’ নামক শেষ নবীর সংক্ষিপ্ত জীবন চরিত।

৫) ক্লাস-৫: বাদ দেওয়া হয়েছে কাজী কাদের নেওয়াজের লিখিত ‘শিক্ষা গুরুর মর্যাদা’ নামক একটি কবিতা। যা বাদশাহ আলমগীর মহত্ব বর্ণনা উঠে এসেছে। এবং শিক্ষক ও ছাত্রের মধ্যে আদব কেমন হওয়া উচিত তা বর্ণনা করা হয়েছিলো।

৬) ক্লাস-৫ : শহীদ তিতুমীর নামক একটি জীবন চরিত। এ প্রবন্ধটিতে শহীদ তিতুমীরের ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের ঘটনা উল্লেখ ছিলো।

৭) ক্লাস-৬ : ড. মুহম্মদ শহীদু্ল্লাহ লিখিত ‘সততার পুরুষ্কার’ নামক একটি ধর্মীয় শিক্ষনীয় ঘটনা।

৮) ক্লাস-৬ : মুসলিম দেশ ভ্রমণ কাহিনী- ‘নীলনদ আর পিরামিডের দেশ’।

৯) ক্লাস-৬ : মুসলিম সাহিত্যিক কায়কোবাদের লেখা ‘প্রার্থনা’

নামক কবিতাটি।

১০) ক্লাস-৭: বাদ দেয়া হয়েছে মরু ভাষ্কর নামক শেষ নবীর সংক্ষিপ্ত জীবন চরিত।

১১) ক্লাস-৮: বাদ দেওয়া হয়েছে বাবুরের মহত্ত্ব’ নামক কবিতাটি।

১২) ক্লাস ৯-১০: সর্ব প্রথম বাদ দেওয়া হয়েছে মধ্যযুগের বাংলা কবি শাহ মুহম্মদ সগীরের লেখা ‘বন্দনা’ নামক ধর্মভিত্তিক কবিতাটি।

১৩) ক্লাস ৯-১০: এরপর বাদ দেওয়া হয়েছে মধ্যযুগের মুসলিম কবি ‘আলাওল’ এর ধর্মভিত্তিক ‘হামদ’ নামক কবিতাটি।

১৪) ক্লাস ৪ থেকে বাদ দেওয়া হয়েছে বেগম সুফিয়া কামালের লেখা প্রার্থনা কবিতা।

১৫) ক্লাস ৯-১০: বাদ দেওয়া হয়েছে মধ্যযুগের মুসলিম কবি আব্দুল হাকিমের লেখা বঙ্গবানী কবিতাটি।

১৬) ক্লাস ৯-১০: গোলাম মোস্তাফার লেখা জীবন বিনিময় কবিতাটি। কবিতাটিতে মোঘল বাদশাহ বাবর ও তারপুত্র হুমায়ুনকে নিয়ে লেখা।

১৭) ক্লাস ৯-১০: কাজী নজরুল ইসলামের লেখা বিখ্যাত ‘উমর ফারুক’ কবিতা।

এর বদলে বাংলা বইয়ে প্রবেশ করেছে-

১) ক্লাস-৫ : স্বঘোষিত নাস্তিক হুমায়ুন আজাদ লিখিত ‘বই’ নামক একটি কবিতা, যা মূলত মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন বিরোধী কবিতা।

২) ক্লাস-৬: প্রবেশ করানো হয়েছে ‘বাংলাদেশের হৃদয়’ নামক একটি কবিতা। যেখানে রয়েছে হিন্দুদের দেবী দূর্গার প্রশংসা।

৩) ক্লাস-৬: সংযুক্ত হয়েছে ‘লাল গরুটা’ নামক একটি ছোটগল্প। যা দিয়ে মুসলিম শিক্ষার্থীদের শেখানো হচ্ছে গরু হচ্ছে মায়ের মত, অর্থাৎ হিন্দুত্ববাদ।

৪) ক্লাস-৬: অন্তর্ভূক্ত করা হয়েছে ভারতের হিন্দুদের তীর্থস্থান

রাচি’র ভ্রমণ কাহিনী।

৫) ক্লাস-৭: `লালু’ নামক গল্পে বাচ্চাদের শিক্ষা দেওয়া হচ্ছে

পাঠাবলীর নিয়ম কানুন।

৬) ক্লাস-৮: পড়ানো হচ্ছে হিন্দুদের ধর্মগ্রন্থ ‘রামায়ন’ এর সংক্ষিপ্তরূপ।

৭) ক্লাস ৯-১০: প্রবেশে করেছে ‘আমার সন্তান’ নামক একটি কবিতা। কবিতাটি হিন্দুদের ধর্মসম্পর্কিত ‘মঙ্গলকাব্যের অন্তর্ভূক্ত, যা দেবী অন্নপূর্ণার প্রশংসা ও তার কাছে প্রার্থনাসূচক কবিতা।

৮) ক্লাস ৯-১০: অন্তর্ভূক্ত করা হয়েছে ভারতের পর্যটন স্পট ‘পালমৌ’ এর ভ্রমণ কাহিনী।

৯) ক্লাস ৯-১০: পড়ানো হচ্ছে ‘সময় গেলে সাধন হবে না’ শিরোনামে বাউলদের বিকৃত যৌনাচার।

১০) ক্লাস ৯-১০: ‘সাকোটা দুলছে’ শিরোনামের কবিতা দিয়ে ৪৭ এর দেশভাগকে হেয় করা হচ্ছে, যা দিয়ে কৌশলে ‘দুই বাংলা এক করে দেওয়া’ অর্থাৎ বাংলাদেশকে ভারতের অন্তর্ভূক্ত হতে শিক্ষা দেওয়া হচ্ছে।

১১) প্রাথমিক ও উচ্চবিদ্যালয় গুলোতে দেওয়া হয়েছে (নিজেকে জানুন) নামক যৌন শিক্ষার বই।

১২) ক্লাস-৯-১০: প্রবেশ করেছে ‘সুখের লাগিয়া’ নামক একটি কবিতা, যা হিন্দুদের রাধা-কৃষ্ণের লীলাকৃর্তণ। পাঠ্যপুস্তকে ইসলামকে বাদ দিয়ে যে হিন্দুত্ববাদ প্রবেশ করানো হয়েছে এটা সর্বপ্রথম বুঝতে পারার কথা মুসলিম শিক্ষক সমাজের। কিন্তু আশ্চর্যের বিষয় তারা বিষয়টি নিয়ে কোন প্রতিবাদ করেনি। এছাড়া মুসলিম অভিভাবক সমাজেরও উচিত ছিলো বিষয়টি নিয়ে প্রতিবাদ করা, বলা- “কেন তার সন্তানকে ইসলাম থেকে দূরে সরিয়ে হিন্দুত্ববাদ শিক্ষা দেওয়া হচ্ছে ?”

সত্য কথা তিতা, তবুও বলতে হয়- "প্রতিবাদহীন মুসলিম সমাজ আজ বোবা শয়তানের ভূমিকায় অবতীর্ণ হয়েছে"

বিজ্ঞানী (গজবে খুদা)

{সু'শিক্ষা'ই জাতির মেরুদন্ড কু'শিক্ষা'ই জাতির মৃত্যুদন্ড}(নামধারি মুসলমান, মুলত ধর্মব্যাবসায়ী)

বিষয়: বিবিধ

১৫৩০ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360793
২৯ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:৩৪
হতভাগা লিখেছেন : বইগুলো ছাপা হয় কলিকাতায় - এটা বেশ আগেই শুনেছি । এটাও এখন বোঝা গেল যে এগুলোর লিখকও মনে হয় ওপার বাংলার দাদাবাবুরাই ।
২৯ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:০৫
299003
বাংলার দামাল সন্তান লিখেছেন : আমারও তাই মনে হয়, দেশ নাকি আবার মদিনা সনদে চলছে!
360796
২৯ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যে দেশে গরু জবাই নিষিদ্ধর দাবি করতে পারে সেখানে এটা আর এমনকি!
২৯ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৫২
299023
বাংলার দামাল সন্তান লিখেছেন : এগুলো অনেক আগের করেছে, নতুন করে গরু জবাই নিষিদ্ধের দাবী করতেছেে!
360800
২৯ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:০৪
নেহায়েৎ লিখেছেন : মুসলিমদের আর আতঙ্কিত হওয়ার সময় নাই এখন প্রস্তুত হওয়ার সময়। ঈমান নিয়ে বাঁচতে চাইলে ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থা থেকে কোমলমতি শিশুদের বাঁচানো দরকার।
২৯ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৫৩
299024
বাংলার দামাল সন্তান লিখেছেন : আলেমরা আছে পিস টিভি বন্ধ করার চিন্তায়!
360824
২৯ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:০১
গাজী সালাউদ্দিন লিখেছেন : পড়ছি আর গা কেমন শিউরে উঠছিল! চাকুরী যাওয়ার ভয়ে চাকুরী যাওয়ার ভয়ে কেউ মুখ খুলছে না। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আসলেই বাঙলার দামাল সন্তান।
০১ মার্চ ২০১৬ সকাল ১০:২২
299084
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ!
360838
২৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৪৫
শেখের পোলা লিখেছেন : একটা প্রবাদ আছে তাহল;-' ভাবিতে উচিৎ ছিল প্রতিজ্ঞা যখন৷'৭১এ লাফিয়ে পড়ার আগে আমাদের হুশ ছিলনা৷ এখন গলা ফাটালেও লাভ নাই৷ সবই সহ্য করতে হবে৷
০১ মার্চ ২০১৬ সকাল ১০:২২
299085
বাংলার দামাল সন্তান লিখেছেন : ঠিক বলেছেন, চাচা!
360844
২৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৪৮
আফরা লিখেছেন : আপনি কি এখন অনেক বেশী ব্যস্ত ? আপনি আগে অনেক পোষ্ট দিতেন এখন তো তেমন দেখি না তাই বল্লাম ।
০১ মার্চ ২০১৬ সকাল ১০:২৩
299086
বাংলার দামাল সন্তান লিখেছেন : বেশি ব্যস্ত না, তবে আগের মত এখন আর ব্লগে পাঠক পাওয়া যায় নাতো তাই আসি না, অন্য আইডি দিয়ে মাঝে মধ্যে আসি!
০১ মার্চ ২০১৬ সকাল ১০:৩২
299087
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওইসব তামশার কইয়েন না! আন্ডারে পাঠক মনে অয়নান্তরেখা!!!!!!!!!!!
360934
০১ মার্চ ২০১৬ বিকাল ০৫:৩১
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : খুব খুব দু:খজনক, এখনো অভিভাবকেরা কেন জেগে জেগে গুমাচ্ছে তা বুঝতে ছিনা, হেফাজতের কি এগুলো নজরে পড়েনা? তারা কিসের হেফাজত করে?
ধন্যবাদ আপনাকে
০২ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:০৩
299256
বাংলার দামাল সন্তান লিখেছেন : হেফাজত রেলওয়ের কাছে বিক্রয় হয়ে গেছে!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File