লা হাওলা ওয়ালা কু’আতা ইল্লাহ বিল্লাহ।
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১৮ জানুয়ারি, ২০১৬, ০৭:০৪:২৮ সন্ধ্যা
দামাস্কাস থেকে ২৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে, লেবানন সীমান্ত থেকে ১১ কিলোমিটার দূরে। মাদায়া। শহরটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৩০০ মিটার উচুতে। গত জুনের শুরু থেকে বাশার আল-আসাদের নুসাইরি আর্মি আর লেবাননের শি'আ “হিযবুল্লাহ”, সুন্নি অধ্যুষিত মাদায়া অবরোধ করে রেখেছে। ৪০,০০০ অধিবাসীর শহরটাতে সব রকম খাবার, ওষুধ এবং প্রয়োজনীয় সামগ্রী ঢোকার সব রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। দীর্ঘ সাত মাসের অবরোধের ফলে নিত্য প্রয়োজনীয় সামগ্রীয় দাম অবিশ্বাস্য পর্যায়ে গিয়ে ঠেকেছে। চাল, ডাল, চিনির প্রতি কেজির দাম ১৮০ ডলার। ৯০০ গ্রাম বাচ্চাদের গুড়ো দুধের দাম ৩০০ ডলার। চাল বিক্রি হচ্ছে গ্রাম হিসাবে। গত সোমবারের তথ্য অনুযায়ী, গত সপ্তাহখানের মধ্যে অনাহারে ১০ জন মানুষ মারা গেছেন। শহর ছেড়ে পালাবার চেষ্টা করায় বাশার বাহিনীর স্নাইপারের গুলিতে কিংবা পুতে রাখা মাইনের বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন আরো ১৩ জন। আরেক হিসেবে গত মাসখানেরকের মধ্যে অনাহারে মারা গেছেন দশ শিশুসহ, ৬২ জন। গাছগুলো এখন পাতাশুন্য। ক্ষুধার জ্বালায় মানুষ গাছে পাতা জ্বাল দিয়ে খাচ্ছেন। মাদায়ার রাস্তায় কুকুর-বিড়াল এখন আর দেখা যায় না। ক্ষুধার রাজ্যে পশু-অধিকার নেই, আছে ক্ষুধা আর খাদ্য। ডাস্টবিনে কুকুরের জায়গা দখল করে নিয়েছে উচ্ছিষ্ট সন্ধানী মানুষ। ৪০,০০০ মুসলিমের শহর মাদায়, স্লো-মৌশানে মারা যাচ্ছে।
লা হাওলা ওয়ালা কু’আতা ইল্লাহ বিল্লাহ। সিরিয়ার বিপ্লবের একেবারে প্রথমদিকে গণতন্ত্রের দাবির কথা শোনা গেলেও, কিছুদিনের মধ্যে গণতন্ত্রের বদলে ইসলাম প্রতিষ্ঠা পরিণত হয় জনগণের দাবিতে। যা শুরু হয়েছিল সেক্যুলার একটি আন্দোলন হিসেবে, তা পরিণত হয় একটি ইসলামী বিপ্লবে। দার, হমস, হামাম হালেবের রাস্তা মুখরিত হয়ে ওঠে স্লোগানেঃ ইয়া আল্লাহ্! আপনি ছাড়া আমাদের আর কোন সাহায্যকর্তা নেই কিয়ামত পর্যন্ত আমাদের একমাত্র নেতা – সাইয়্যিদিনা মুহাম্মাদ ﷺ
লাব্বাইক, লাব্বাইক, লাব্বাইক ইয়া আল্লাহ্
লাব্বাইক, লাব্বাইক, লাব্বাইক ইয়া আল্লাহ্
বিপ্লব চলবে হুকুমতের পতনের আগ পর্যন্ত
মৃত্যু, মৃত্যু, মৃত্যু আমাদের পছন্দনীয় অপমানের আগে
লাব্বাইক, লাব্বাইক, লাব্বাইক ইয়া আল্লাহ্
লাব্বাইক, লাব্বাইক, লাব্বাইক ইয়া আল্লাহ্
প্রায় ৫ বছরে ভয়াবহ যুদ্ধের পরও, লাখো মানুষের মৃতুর পরও, ক্ষুধায়, অনাহারে, শীতের তীব্রতা আর শত্রুর শত কূটচালের পরও সিরিয়ার মানুষ এই দাবি থেকে এক চুল নড়েনি। সমগ্র বিশ্ব তাদের বিরুদ্ধে একত্রিত হয়েছে, সভ্য দুনিয়ার সভ্য শাসকেরা রক্তপিপাসু বাশারকে লাইসেন্স দিয়ে দিয়েছে নির্বিচারে খুনের। অ্যামেরিকান আর রাশিয়ান জেট ক্রমাগত বম্বিং চালাচ্ছে, পুরো দুনিয়ার শি’আদের ইরান সিরিয়ার মুসলিমদের বিরুদ্ধে একত্রিত করেছে – কিন্তু সিরিয়ার মুসলিমরা তাদের দাবি থেকে এক চুল নড়ে নি।
আব্দুল্লাহ ইবন হাওয়ালাহ রাদ্বিয়াল্লাহু আনহু রাসুলুল্লাহ ﷺ থেকে বর্ণনা করেছেন যে উনি ﷺ বলেছেনঃ “পরিস্থিতি তার কাজের ধারা অনুযায়ী চলতে থাকবে যতক্ষণ না তোমরা তিনটি বাহিনীতে পরিণত হওঃ একটি বাহিনী শামের [সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্ডান সম্মিলিতভাবে শাম], এবং একটি বাহিনী ইয়েমেনের আর আরেকটি ইরাকের।” ইবন হাওয়ালাহ (রাঃ) বললেনঃ “হে রাসুলুল্লাহ ﷺ! যদি আমি সেই দিন পর্যন্ত বেঁচে থাকি তবে আমার জন্য একটি নির্ধারন করে দিন।”
রাসুলুল্লাহ ﷺ উত্তর দিলেন, “তোমার শামে যাওয়া উচিত হবে কারন এটি আল্লাহ্’র ভূমিদের মধ্যে সবচেয়ে উত্তম, এবং উনার সবচেয়ে ভাল বান্দারাই সেখানে জড়ো হবে! এবং যদি তুমি তা না চাও তবে তোমার ইয়েমেনে যাওয়া উচিত এবং সেখানকার কূপ থেকে পানি পান করা উচিত। কারন আল্লাহ্ আমাকে নিশ্চিত করেছেন যে উনি শাম এবং তার মানুষের উপর খেয়াল রাখবেন!” ইমাম আহমেদ ৪/১১০, আবু দাউদ ২৪৮৩ [যাচাই করেছেনঃ ইমাম আবু হাতিম, ইমাম আদদিয়া আল-মাকদিসি, শায়েখ আল-আলবানী এবং শায়েখ শোয়াইব আল-আরনাউত] নিশ্চয় রাসূলুল্লাহ ﷺ সত্য বলেছেন। ইয়া আল্লাহ্ আপনি ছাড়া আমাদের আর কেউ নেই। ইয়া আল্লাহ্ নিশ্চয় আপনার প্রতিশ্রুতি সত্য, আপনার কিতাব সত্য, আপনার নাবী সত্য, পুনরুত্থান ও বিচার সত্য, আপনার জান্নাত ও জাহান্নাম সত্য, এই দ্বীন সত্য - ইয়া আল্লাহ্ আপনি ছাড়া এই মানুষগুলোর কেউ নেই। উম্মাতে মুহাম্মাদী এদের ত্যাগ করেছে। আপনি তাদের সহায় হোন। হে আল্লাহ্, আমাদের তো সাবর করার ক্ষমতা নেই আপনি আমাদের সাবর করার সক্ষমতা দান করুন। নিশ্চয় আপনি সব কিছুর উপর শক্তিমান। ইয়া আল্লাহ্ ! আপনি আমাদের জন্য পথ খুলে দিন দামাস্কাস থেকে আক্বসা পর্যন্ত, কান্দাহার থেকে আক্বসা পর্যন্ত, আদান-আবইয়ান থেকে আক্বসা পর্যন্ত, মাগরিব থেকে আক্বসা পর্যন্ত, সোমাল থেকে আক্বসা পর্যন্ত, হিন্দ থেকে আক্বসা পর্যন্ত। ইয়া আল্লাহ্ আপনি আমাদের জন্য উন্মুক্ত করে দিন বিলাদুল হারামাইন আপনার শত্রু এবং আমাদের শত্রুদের কবল থেকে। হে ইব্রাহীমের সাহায্যকারী, হে দাউদকে বিজয় দানকারী, হে ‘আদ-সামূদের ধ্বংসকারী, হে মুহাম্মাদকে ﷺ সত্য দ্বীন হিসেবে প্রেরণকারী, আপনি আমাদের বিজয় দান করুন। আল্লাহু আকবর ওয়া লিল্লাহিল হামদ “তোমাদের কি এই ধারণা যে, তোমরা জান্নাতে চলে যাবে, অথচ সে লোকদের অবস্থা অতিক্রম করনি যারা তোমাদের পূর্বে অতীত হয়েছে। তাদের উপর এসেছে বিপদ ও কষ্ট। আর এমনি ভাবে শিহরিত হতে হয়েছে যাতে নবী ও তাঁর প্রতি যারা ঈমান এনেছিল তাদেরকে পর্যন্ত একথা বলতে হয়েছে যে, কখন আসবে আল্লাহর সাহায্যে! তোমরা শোনে নাও, আল্লাহর সাহায্যে একান্তই নিকটবর্তী।“ [আল –বাকারাহ, ২১৪]
নিশ্চয় আল্লাহ্র সাহায্য নিকটবর্তী। নিশ্চয় আল্লাহর সাহায্য নিকটবর্তী। নিশ্চয় আল্লাহর সাহায্য নিকটবর্তী।
দেখুন ইউটিউবে : Click this link
Click this link
Click this link
বিষয়: বিবিধ
১৮৮৪ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইয়া আল্লাহ্ আপনি ছাড়া আমাদের আর কেউ নেই। ইয়া আল্লাহ্ নিশ্চয় আপনার প্রতিশ্রুতি সত্য, আপনার কিতাব সত্য, আপনার নাবী সত্য, পুনরুত্থান ও বিচার সত্য, আপনার জান্নাত ও জাহান্নাম সত্য, এই দ্বীন সত্য - ইয়া আল্লাহ্ আপনি ছাড়া এই মানুষগুলোর কেউ নেই। উম্মাতে মুহাম্মাদী এদের ত্যাগ করেছে। আপনি তাদের সহায় হোন। হে আল্লাহ্, আমাদের তো সাবর করার ক্ষমতা নেই আপনি আমাদের সাবর করার সক্ষমতা দান করুন। নিশ্চয় আপনি সব কিছুর উপর শক্তিমান। ............
হে ইব্রাহীমের সাহায্যকারী, হে দাউদকে বিজয় দানকারী, হে ‘আদ-সামূদের ধ্বংসকারী, হে মুহাম্মাদকে ﷺ সত্য দ্বীন হিসেবে প্রেরণকারী, আপনি আমাদের বিজয় দান করুন।
আমীন আমীন আমীন
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
অপি বাইদানকে বেন করা হোক। যার এত নিক ।
Crying Crying At Wits' End At Wits' End
Praying Praying
ইয়া আল্লাহ্ আপনি ছাড়া আমাদের আর কেউ নেই। ইয়া আল্লাহ্ নিশ্চয় আপনার প্রতিশ্রুতি সত্য, আপনার কিতাব সত্য, আপনার নাবী সত্য, পুনরুত্থান ও বিচার সত্য, আপনার জান্নাত ও জাহান্নাম সত্য, এই দ্বীন সত্য - ইয়া আল্লাহ্ আপনি ছাড়া এই মানুষগুলোর কেউ নেই। উম্মাতে মুহাম্মাদী এদের ত্যাগ করেছে। আপনি তাদের সহায় হোন। হে আল্লাহ্, আমাদের তো সাবর করার ক্ষমতা নেই আপনি আমাদের সাবর করার সক্ষমতা দান করুন। নিশ্চয় আপনি সব কিছুর উপর শক্তিমান। ............ Praying Praying
হে ইব্রাহীমের সাহায্যকারী, হে দাউদকে বিজয় দানকারী, হে ‘আদ-সামূদের ধ্বংসকারী, হে মুহাম্মাদকে ﷺ সত্য দ্বীন হিসেবে প্রেরণকারী, আপনি আমাদের বিজয় দান করুন।
Praying Praying Praying
আমীন আমীন আমীন Praying Praying Praying
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ। সহমত
মহান আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুক!
বেহায়াপনার প্রতিযোগিতায় আশারাফের সাথে বাইদানের জুটি মানাবে বেশ
ভাতিজা, ইসহাক খান সাহেবের মোবাইল নং দরকার৷ পারলে দিও৷ আমার কাছে যেটা আছে তাতে কাজ হয়না৷ ই মেইলের জবাব দেয়না৷ভাল থাক৷
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
অপি বাইদানকে বেন করা হোক। যার এত নিক ।
إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
”ইন্নামাল উসরি ইউসরা’ (নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি রয়েছে।)
Verily, with every difficulty there is relief.
(সুরা আল ইনশিরাহ, আয়াত ৬
মন্তব্য করতে লগইন করুন