কে বলেছে আপনি পারবেন না! নিজের উপর বিশ্বাস রাখলে আপনি অবশ্যই পারবেন।
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ২৩ আগস্ট, ২০১৫, ০২:৪১:৩২ দুপুর
যারা নিজের উপর বিশ্বাস রাখতে পারছেন না যে আপনি কি পারবেন না পারবেন না-তাদের জন্য আমার নিজের কিছু কথা শেয়ার করলাম সবার জন্য-
হ্যাঁ। নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে চললে এগুবেন এটিই সত্যি। শত প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে চলতে হলে কিছু বিষয় আপনাকে অবশ্যই মানতে হবে। প্রতি পদে পদেই বাধা আছে, এটা সত্য তবে এই বাধা পেরুনোর চেষ্টা আর ধৈর্য্য থেকে সরে আসা যাবে না। জীবন তো One way road. থেমে গেলে তো হবে না। এগুতে হবে। প্রত্যেকটি মুহূর্ত্যকে নিজেকে গড়ে তোলোর কাজে ব্যয় করতে হবে। কীভাবে?
১। বিশ্বাস করুন আপনি পারবেনঃ আপনি বিশ্বাস করুন আপনার দ্বারাই সম্ভব। যে বিষয়ে এগুতে চাচ্ছেন তার সবদিক আপনার কাছে পরিষ্কার নাও হতে পারে। তবে চলতে গেলে রাস্তার মোড়গুলো আপনাকে যেমন নতুন নতুন বাঁকে এনে নুতন পথের দিশা এনে দেয় তেমনি এগুনোর পথে কোথায় কোথায় কী কী প্রতিবন্ধকতা পেরুনোর অভিজ্ঞতা আপনাকে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। অভিজ্ঞতা না হলে তো চলা যাবে না। এজন্যই প্রতিটা বিষয় থেকে যে শিক্ষা পাচ্ছেন সে শিক্ষাকে কাজে লাগিয়ে বাকি পথটা চলতে হবে। মস্তিষ্ককে বলুন কোন অভিজ্ঞতাটা কোন সময় কাজে লাগাতে হবে। দেখবেন আপনি পারছেন। যেমন জীবনে প্রথম যোগ অঙ্কের অভিজ্ঞতা সারা জীবনই যোগ করার ক্ষেত্রে কাজে লাগানো যায়। আপনি এ বিষয়টি খুব ভালোভাবে মস্তিষ্কে গেঁথে নিয়েছেন বলেই আপনার দ্বারা যোগ অঙ্ক করা সম্ভব।
২। ভুল করে করেই মানুষ জ্ঞানে পোক্ত হয়ঃ বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন-এর কথাটা স্মরণযোগ্য-“Anyone who has never made a mistake has never tried anything new.” ভুল করে করেই শিখতে হয়। তা সেটা জীবনের প্রথম হাঁটতে শেখা বা কৈশোরে সাইকেল চালানো বা পরিণত বয়সে পরিমিত আচরণ। এই যে নিজেকে শেখানো এটা কখনো থামে না। এটা চলমান। তাই কখনো বলতে পারবেন না আপনি সব শিখে ফেলেছেন। আপনাকে শিখতে হবে প্রতিক্ষণেই অবশ্যই ভুল করে করে। ভুল শুধরে শুধরে। এভাবেই এগুবেন। যে কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছুর জন্য চেষ্টা করেনি।
৩। সফলতার জন্য একটু বেশি চেষ্টা আর পরিশ্রম করুনঃ সফল হতে হলে অন্যের চেয়ে একটু বেশি চেষ্টা আর পরিশ্রম লাগবে নিশ্চিত। যে ব্যক্তিটি দৌড়ে প্রথম হয় তাকে তো একটু বেশি চেষ্টা আর পরিশ্রম করতেই হয়। অন্যান্যরা যেখানে দ্বিতীয়, তৃতীয় বা সপ্তম হচ্ছে সেখানে প্রথমজনের চেয়ে সপ্তম জনের দূরত্ব খুব একটা বেশি থাকে না। ঐ খুব একটা বেশি বা অল্প বেশি পেরুনোর চেষ্টা করতেই হবে। একদিনে তো রোম তৈরি হয়নি যে আপনি একদিনেই দৌড়ে প্রথম হবেন। আপনার চেষ্টা, পরিশ্রম, লেগে থাকা আপনার কাঙ্ক্ষিত লক্ষে নিয়ে যাবে এটা নিশ্চিত।
৪। হেরে গেছেন এমনটি ভাববেন নাঃ ‘আমি হেরে গেছি’ এমন কোনো বাক্য আপনার মন থেকে মুছে ফেলুন। কারণ হেরে যাওয়া বলে আসলেই কোনো বাক্য নেই। প্রতিযোগিতায় অংশ নেওয়াটাই বড় কথা। আমি আপনি সবাই যে শুক্রাণু থেকে জন্মেছি তা বিজয়ী হয়েই মায়ের গর্ভে ডিম্বানুকে নিষেক করেছে। বিজ্ঞান এটাই বলে। তাই আপনি হারবেন এটা কল্পনাও করা যায় না। হয়তো আমার কথাটা বিশ্বাস হচ্ছে না। কিন্তু কথাটি সত্য। যে জন্মেছে বিজয়ী হয়ে সে কেন পৃথিবীর চলার পথে হারবে?
আপনার সঠিক সিদ্ধান্ত বা অভিজ্ঞতা বা সঠিক পথ চলার নির্দেশনা আপনাকে হেরে যাবার পথে নিয়ে যাবে না। জয়ী হবার পথেই নিয়ে যাবে।
বিষয়: বিবিধ
১৪৫৯ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন