বউয়ের (স্ত্রীর) জ্বালা!

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ২৪ মে, ২০১৫, ০৪:৩৯:৩৪ বিকাল



স্ত্রী তার বাপের বাড়ি বেড়াতে যাওবার জন্য আপনার কাছে অনুমতি চাইলো।

আপনি যদি অনুমতি না না দেন, আপনার স্ত্রী বলবে, "আমাকেতো তুমি চাকরাণী পাইছো? সারা জীবন সংসারের কাজকর্ম করেই যাচ্ছি।

একদিনের জন্য আমার বাবার বাড়ি যেতে চাইলাম, তাও অনুমতি দিলেনা পাইছো টা কি তুমি?" আর অনুমতি চাওয়া মাত্রই, আপনি যদি হাসিমুখে অনুমতি দিয়ে দেন, বউ বলবে, " ও… আমি চলে গেলে, তুমি খুব খুশি। তাই না? এমন একটা ভাব করছো যে, আমি বাপের বাড়ি গেলেই তুমি বাঁচো!"

বউকে নিয়ে কোথাও যদি বেড়াতে না যান, বউ বলবে, "আচ্ছা, আমাকে কি তোমার মানুষ মনে হয় না? আমারও তো ইচ্ছা হয়, মাঝে মাঝে বেড়াতে যাই, কোথাও থেকে ঘুরে আসি!" আর আপনি যদি নিজে থেকেই বউকে নিয়ে বেড়াতে যাবার কথা বলেন, বউ বলবে, "তুমি ভাবছো, আমি কিছু বুঝি না? পার্কে, বিচে বেড়াতে গেলেই তো ওইখানে সুন্দর সুন্দর মেয়ে দেখতে পাবে। এজন্যই বেড়াতে যাবার জন্য এত পাগল হইছো!" স্ত্রী খুব সুন্দর করে সাজগোজ করলো।

আপনি যদি কোন মন্তব্য না করেন, স্ত্রী বলবে, "আমার দিকে তোমার কোন নজরই নেই! আমার বয়স কি খুব বেশি হয়ে গেছে?" স্ত্রীর সাজগোজ দেখে যদি বলেন, " ওয়াও! তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে! আকাশের পরীরাও তোমাকে দেখলে লজ্জা পাবে! আমার কি সৌভাগ্য!"

স্ত্রী বলবে, "হয়েছে, আর বেশি বাতাস দিতে হবে না! বেশি বাতাস দিলে ফুটো হয়ে যাবে। সারা মাস খোঁজ খবর নাই। এখন আসছে বাতাস দিতে!" বউ সারাদিন ধরে স্টার জলসা, আর জি বাংলা দেখছে। তাতো গভীর রাতে ঘুমের মধ্যে বোঝে না সে বোঝে না বলে চিৎকার দিয়ে উঠে! সকাল বেলা আপনি খবর দেখাবেন এমন সময় বলবে এই দাাঁড়াও রিমোটটা একটু দাওতো, কিরণমালা দেখবো। আপনি হাসিমুখে বললেন, "ভালো, ভালো, দেখতে থাকো আর ঘুমোতে থাকো। আমি গেলাম কোথাও থেকে ঘুরে আসি।" "তুমি আমাকে নিয়ে ফাজলামী করছো, তোমার কাছে আমার কি কোন মূল্য নাই? এ্রই নাও রিমোট না। আর কোন দিন টিভির সামনে আসবো না!" আর আপনি যদি বউকে বলেন, "দাও তো, বাংলা নাটকা একটু দেখি" বউ বলবে, "২৪ঘন্টা তোমার সংসারের কাজ করি (মনে রাখবেন সংসার কিন্তু আপনার!)। এখন একটু রিমোটটা হাতে নিয়েছি! তাও তোমার সহ্য হচ্ছে না।"

বিষয়: বিবিধ

২৭০২ বার পঠিত, ৩৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

322215
২৪ মে ২০১৫ বিকাল ০৪:৪৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : খুব খুব মজা পেলাম!!!! খুব শীঘ্রই বিয়ে করছি, কিন্তু একি শুনাচ্ছেন মিস্টার? অবস্থা কেরোসিন করে ফেলবে দেখছি! এই বউ গুলারে যে আল্লাহ্‌ কি মাটি দিয়ে তৈরি করছেন!
২৪ মে ২০১৫ বিকাল ০৪:৪৯
263306
বাংলার দামাল সন্তান লিখেছেন : না ভাই ভয় পাবেন না,এটাতো একটা গল্প মাত্র, বাস্তবতা আলাদা, আপনার জন্য শুভ কামনা রইল।
২৪ মে ২০১৫ বিকাল ০৪:৫৭
263312
ফাতিমা মারিয়াম লিখেছেন : গাজী ভাই আপনি ঐ রাস্তায় যাইয়েন না।
২৪ মে ২০১৫ বিকাল ০৫:২৯
263328
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমি কি ডরাই সখা ভিখারী রাঘবে? সে অবস্থার কেরোসীন করবে, আমি সে কেরোসিন দিয়ে পিঠা বানিয়ে খাওয়াবো! @ দামাল ছোকড়া

গিলতেও পারি না, আবার ফেলতেও পারি না! কেমন যেন মায়া! করবো টা কি? এই জাতিকে নিয়ে মন ছিল আমার বিদ্বেষে ভরা, তাদের অস্তিত্ব যেনো দুচোখের বিষ! কিন্তু এদের ছাড়া আবার চলেও না! অপূর্ণাঙ্গ, ছন্নছাড়া জীবন! জীবনে পূর্ণতা আনয়নে এই বিষ অমৃত মনে করেই খেতে হয়! এ বিষগুলো কখনো কখনো হয়ে উঠে সুমিষ্ট শরবত! তখন তৃপ্তির ঢেঁকুর তুলে সমস্ত সত্ত্বা খুশিতে গদ গদ হয়ে স্বানন্দে জানান দেয়, 'এই জাতিকে নিয়েই জীবনের পূর্ণতা, দূরে রেখে নয়'!!!! তবে নিলাম, আপন করে। বাকা হাড্ডি থেকে সৃষ্ট, তাই ঘাড় ত্যারামোটাও না হয় মাঝে মাঝে সহ্য করলাম!@ ফাতেমা মারিয়াম
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৪৪
263343
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ, গাজী ভাই গরু ধান খাবে তাই বলে কি ধান চাষ বন্ধ করে দেব?
২৫ মে ২০১৫ রাত ০১:৩৬
263425
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : বিয়ে মানে পুড্ডুর পাড্ডুর!!! Rolling on the Floor Rolling on the Floor Praying Praying
322216
২৪ মে ২০১৫ বিকাল ০৪:৪৮
ফাতিমা মারিয়াম লিখেছেন : পজেটিভ কোন কিছু লিখা গেল না? Sad বউরা সবাই বুঝি এমন হয়? Time Out At Wits' End
২৪ মে ২০১৫ বিকাল ০৪:৫০
263308
বাংলার দামাল সন্তান লিখেছেন : না আপু সব খারাপ না, চাটিগাঁ থেকে বাহার ভাই একটি পোস্ট দিয়েছে তো তার জবাবে এইটা দিলাম।
২৪ মে ২০১৫ বিকাল ০৪:৫৮
263313
ফাতিমা মারিয়াম লিখেছেন : বাহার ভাই কিন্তু বউয়ের প্রশংসা করেই পোস্ট দিয়েছেন।
২৪ মে ২০১৫ বিকাল ০৪:৫৯
263315
বাংলার দামাল সন্তান লিখেছেন : তাই তো আমি তার প্রতি উত্তর দিলাম।
322223
২৪ মে ২০১৫ বিকাল ০৫:১২
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাকে মাইনাচ
,--------_---
যেজন দিবসে মনের হরষে
গাইবে বউ'র বদনামী
ভাবিয়া পাইনা সে কেমনে হবে
বউ'র আদর্শ স্বামী!!!
২৪ মে ২০১৫ বিকাল ০৫:১৫
263321
বাংলার দামাল সন্তান লিখেছেন : বধনাম নয়, ভাইজান, বর্তমানে সমাজের বাস্তব ছিত্র এটা!
২৪ মে ২০১৫ বিকাল ০৫:২১
263323
ফাতিমা মারিয়াম লিখেছেন : বাহার ভাইকে পিলাচ ও ধন্যবাদ।
২৪ মে ২০১৫ বিকাল ০৫:২৩
263326
বাংলার দামাল সন্তান লিখেছেন : ও বুঝিতো আপনাদের পক্ষে বললেতো ধন্যবাদই দিবেন, আর যখন সমাজের বর্তমান ছিত্র প্রকাশ করা হয়, তখন ছেলেরা খারাপ।
২৪ মে ২০১৫ বিকাল ০৫:২৭
263327
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন :
চিত্র বানায় পরিচালকেরা এবং তারা পুরুষ
আপনিও তার একজন,
মেয়েদের অধপতনের জন্য আমি বলবো পুরুষরাই দায়ী।
২৪ মে ২০১৫ বিকাল ০৫:৪৪
263330
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনার সাথে আমি একমত না, পুরুষরা তাদের জীবিকা নির্বাহের জন্য বাহিরে থাকে, সব সময় স্ত্রীর কাছে থাকে না।
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪১
263360
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সত্য কইলে বদনাম!!Surprised
২৪ মে ২০১৫ রাত ০৮:০৫
263365
বাংলার দামাল সন্তান লিখেছেন : ঠিক বলেছেন সবুজ ভাই।
322229
২৪ মে ২০১৫ বিকাল ০৫:৩০
দুষ্টু পোলা লিখেছেন : পিলাচ পিলাচ পিলাচ Rolling on the Floor Rolling on the Floor
২৪ মে ২০১৫ বিকাল ০৫:৩৬
263329
বাংলার দামাল সন্তান লিখেছেন : এতো পিলাচ দিয়ে কি হবে, ধন্যবাদ।
322232
২৪ মে ২০১৫ বিকাল ০৫:৩৭
মোহাম্মদ লোকমান লিখেছেন : স্বামীস্ত্রীর মধ্যে এমনতরো খুনসুটিই মজা দেয়।
বাস্তবে এমনই ঘটে কিন্তু।
২৪ মে ২০১৫ বিকাল ০৫:৪৬
263331
বাংলার দামাল সন্তান লিখেছেন : ঠিক বলেছেন, এইসব খুনসুটি কিন্তু ভালবাসা বাড়ায় কমে না।
322237
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৬:০৬
এ,এস,ওসমান লিখেছেন : বিয়েটা অনেকটা হাওয়াই মিঠার মত। খাওয়ার আগে লাল পড়ে আর খাওয়ার শেষে আপসোস এ মরে Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৬:১৪
263333
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, পড়ে মন্তব্য করার জন্য শুকরিয়া জা্নাই
322244
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৬:১৮
শেখের পোলা লিখেছেন : ভাতিজা, সাবধান!
২৪ মে ২০১৫ রাত ০৮:০৫
263366
বাংলার দামাল সন্তান লিখেছেন : কেন? কাকা কি হলো!
322267
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনারে অন্তরের অন্তঃ থেকে ধন্যবাদ!! সত্য বলার সাহস এর জন্য!!!
২৪ মে ২০১৫ রাত ০৮:০৬
263367
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ, আমার সাথে সহমত পোষন করার জন্য।
322283
২৪ মে ২০১৫ রাত ১০:২১
মাটিরলাঠি লিখেছেন :
বউ বড়ই জটিল বিষয়। বাহা্র ভাইও ঠিক, আপনিও ঠিক, বউ একটি জটিল Paradox.

২৪ মে ২০১৫ রাত ১১:১৬
263392
বাংলার দামাল সন্তান লিখেছেন : আমিও আপনার সাথে একমত, তবে মেয়েরা সেটা মানতে নারাজ।
১০
322288
২৪ মে ২০১৫ রাত ১০:৩৮
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চমৎকার লিখেছেন, তবে কিছু ব্যতিক্রমও আছে। জাযাকাল্লাহ খাইর
২৪ মে ২০১৫ রাত ১১:১৮
263394
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ, আপনাকে আমার কোন পোস্টে মনে হয় এটা আপনার প্রথম পোস্ট।
১১
322290
২৪ মে ২০১৫ রাত ১০:৫০
আফরা লিখেছেন : ইউরোপে স্বামীরা বউদের বদনাম করে এটা জানি, আমি তো শুনেছি বাংলাদেশে দুইজন বিবাহীত লোক একত্র হলেই প্রতিযোগিতা দিয়ে বউয়ের প্রশংসা করে । আপনারা ভুলটা ভেংগে দিলেন । ধন্যবাদ
২৪ মে ২০১৫ রাত ১১:২০
263395
বাংলার দামাল সন্তান লিখেছেন : আমি প্রসংশা করবো কেন? যেটা বর্তমানে বাংলাদেশের ঘরে ঘরে প্রচলিত সেটাই তুলে ধরলাম।
১২
322311
২৫ মে ২০১৫ রাত ০১:৩৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আসল কিছু কথা হুনাইলেন!!
বউ আসলে বউ
যেমন নদীতে চলে নাউ....
যে দিকে হওয়া সে দিকে গতি
সামান্য কিছু বললেই যেন অতিথি!

২৬ মে ২০১৫ দুপুর ০২:৫৮
263792
বাংলার দামাল সন্তান লিখেছেন : সৃন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File