শিবিরের ২ গ্রুপের বন্ধুকযুদ্ধে নিহত ১ !!!!

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ০১ ফেব্রুয়ারি, ২০১৫, ০৩:৫৭:১০ দুপুর



ক্রসফায়ার এর নাটক আর কত দেখবে জাতি?? রাজধানীর রূপনগর থানাধীন বেড়িবাঁধ এলাকায় জামায়াত শিবিরের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে শিবিরের এক নেতা নিহত হয়েছেন। তবে পুলিশের দাবি, জামায়াত শিবিরের নিজেদের মধ্যেই বন্দুকযুদ্ধ হলে ওই ব্যক্তি আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রোববার ভোর রাত ৩টা ৩৭ মিনিটে এ বন্দুকযুদ্ধ সংঘটিত হয় বলে জানান রূপনগর থানার এসআই আবদুল আজিজ। তিনি বলেন, ভোরে বেড়িবাঁধ এলাকায় জামায়াত শিবিরের নিজেদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। সে সময় মিরপুর থানা পুলিশ অজ্ঞাত এক যুবককে (৩০) গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে রূপনগর থানায় হস্তান্তর করে। এরপর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে রূপনগর থানার একজন এসআই সরাসরি লাশ মর্গে রেখে চলে যান। এখনো কোনো কাগজপত্র দেওয়া হয়নি। নিহত যুবকের পরনে শার্ট, জিনসের জ্যাকেট ও নরমাল প্যান্ট রয়েছে। তার শরীরে অসংখ্য গুলির চিহ্ন রয়েছে। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তথ্যসূত্র : (সংগৃহীত ফেসবুক থেকে-Click this link)

বিষয়: বিবিধ

১১০০ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

302443
০১ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:০২
হতভাগা লিখেছেন : ছাত্রলীগের মধ্যে যে শিবির ঢুকে পড়েছে - এরকম কথা আওয়ামী লীগের নেতারা বেশ কয়েকবারই বলেছেন ।

আর ছাত্রলীগ পরিনত বয়সে পুলিশ হয় ।

নিশ্চয়ই ঢুকে পড়া শিবির যারা পরে ছাত্রলীগের বেশে পুলিশে ঢুকেছিল তাদের সাথে শিবিরের খাস গ্রুপের সংঘর্ষকেই শিবিরের দুই গ্রুপের যুদ্ধ বলে অভিহিত করা হয়েছে ।
০১ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:১৬
244614
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ, সুন্দর মন্তব্যের জন্য।
০১ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:২০
244615
হতভাগা লিখেছেন : হায় হায় ! এটা আপনার পোস্ট ! ঢোকার আগে তো খেয়ালই করি নাই !

তাহলে শুধু রেডি মন্তব্য দিয়েই পাস করতাম ।
০১ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৪৫
244634
প্রবাসী মজুমদার লিখেছেন : এটি আমার কাছে শ্রেস্ঠ মন্তব্য। দারুণ যুক্তি।
302458
০১ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:২৬
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : কে জানে কবে হবে এজাতির মুক্তি?
০১ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৩১
244624
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসুন মহান আল্লাহর কাছে দুইহাত তুলে প্রার্থনা করি, জালিম সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য।
302463
০১ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কুত্তারা মানুষ কে কুত্তাই মনে করে!!!
তাই নিজেদের গল্প মানুষের উপর চাপায়!
০১ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৩১
244625
বাংলার দামাল সন্তান লিখেছেন : মহান আল্লাহ একদিন এইসব অবিচারের বিচার করবেন।
302474
০১ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৩০
সত্যলিখন লিখেছেন : ামি কেঁদে বুক ভাসায় আমার বাবার স্বপ্ন এখন পুরুন হয় নাই । তোদের প্রতিশোধ নেওয়া এখন আমার রয়েছে অনেক বাকী । তাই আমার নাম নব্য হিন্দা স্বৈরাচার খুনী ।


302475
০১ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৩১
সত্যলিখন লিখেছেন :
302476
০১ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৪৬
প্রবাসী মজুমদার লিখেছেন : মিথ্যুক পুলিশের উপর লানত। তার সন্তান বা স্ত্রীকে হারিয়ে আল্লাহ পরীক্ষা করুন নিহত এ কর্মীর মায়ের বুকের ব্যথা।
302512
০১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:২৯
নয়ন খান লিখেছেন : এই বাটপাররা মনে করে তাদের কথা মানুষ বিশ্বাস করে?
করে না। জানোয়ারদের পরিণতি দেখার অপেক্ষায় আছি।
303550
০৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:১১
আবরণ লিখেছেন : তথাকথিত এই বন্দুক যুদ্ধের কথা বাংলার জনগন আর বিশ্বাস করেনা। বিরোধীমতকে নিশ্চিহ্ন করার এই পৈশাচিক পরিকল্পনা বন্দ না বলে দেশে সহিংসতা থামানো কারো পক্ষে সম্ভব হবে না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File