কোন বাংলাদেশের পতাকা আমি ফেসবুক প্রোফাইলে দিবো???
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ০১ ডিসেম্বর, ২০১৪, ০৮:৩১:৫২ সকাল
কোন বাংলাদেশের পতাকা আমি প্রোফাইলে দিবো???
যে বাংলাদেশ নিষ্পাপ কাদের
মোল্লাকে যুদ্ধাপরাধী বানিয়ে ফাঁসির
কাষ্ঠে ঝুলিয়েছে।
- যে বাংলাদেশ ভাষা সৈনিক
গোলাম আযম কে বিন্দু মাত্র সম্মান
না দিয়ে ধুঁকে ধুঁকে মৃত্যুর
দিকে ঠেলে দিয়েছে।
- যে বাংলাদেশ বিশ্ব বরেণ্য আলেম
কোরানের পাখি আল্লামা সাঈদী কে কোরান
প্রেমীদের কলিজা থেকে দূরে সরিয়ে মালীর কাজ
করতে বাধ্য করিয়েছে।
- যে বাংলাদেশ টগবগে তাজা যুবক
দেলোয়ার ভাই কে মিথ্যা রিমান্ডের
নামে হাত পা ভেঙ্গে পঙ্গু
বানিয়ে দিয়েছে।
- যে বাংলাদেশ তাহাজ্জুদ
পড়ুয়া বোনদের মারধর করে হাত
থেকে কোরান কেড়ে নিয়ে বলতে শিখিয়েছে তোদের
আল্লাহ্ এখন কোথায়?
- যে বাংলাদেশ নাস্তিকদের কথায়
হাজার হাজার আলেম দের
গুলি করে মারতে শিখিয়েছে।
- যে বাংলাদেশ সাপের মত
পিটিয়ে পিটিয়ে মানুষ
মারতে শিখিয়েছে।
- যে বাংলাদেশ ৫৬ হাজার বর্গমাইলের
এক জেলখানায় তার ১৬
কোটি জনগন কে প্রতিনিয়ত রিমান্ড
দিয়ে চলেছে।
-যে বাংলাদেশ স্বাধীনতার
মিথ্যে ধোঁকা দিয়ে তার সন্তানদের
শকুনের নখের নিচে ছেঁড়ে দিয়েছে।
এমন বাংলাদেশের পতাকা বিশ্ব
কে দেখিয়ে নিজেকে লজ্জিত
করতে পারবোনা।
যেদিন এদেশের প্রতিটি মানুষ নিজের
অধিকার নিয়ে বাঁচতে পারবে,
বাংলার মানুষ প্রান
খোলে হাসতে পারবে,
এদেশের আলেমরা হবে সবচেয়ে সম্মানিত ব্যক্তি,
থাকবেনা কোনো মিথ্যা আদালত,
ইসলামের আলোয় উদ্ভাসিত হবে চারদিক্
সেদিন কারো বলা লাগবেনা আমি নিজেই
বাংলাদেশ কে বিশ্বের
দরবারে পরিচয় করিয়ে দেয়ার জন্য
সবার আগে এগিয়ে যাবো ইনশাআল্লাহ্।
বিষয়: বিবিধ
১৫৭৩ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর কাদের মোল্লার ছাপসহ বাংলাদেশের পতাকাটা মুছে ফেলেন । পতাকাটাকে আর কত অপবিত্র করাবেন ?
হিটলার অথবা চেতনায় কাতর মাইয়ার ছবি দিলে বাংগালী ছেতনা ফুডে উঠবে.....
কতিপয় লোকের জন্য প্রিয় বাংলাকে দায়ী করবেন কেন? আপনি কি মনে করেন এই সুবিধাবাদীরাই ৭১ এ বিজয় এনেছিল? না, কখনোইনা। আমাদের দেশের দেশপ্রেমিক এবং খোদাপ্রেমিক লোকগুলোই এ বিজয় ছিনিয়ে এনেছিল।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : ১৯৭১ সালে আপনার খোদা প্রেমিকরা সব রাজাকারের খাতায় নাম লিখে ছিল।মন্তব্য করতে লগইন করুন