জেনে নিন আপনার প্রিয় ফেসবুকের শর্টকাট কি।
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ০৮ নভেম্বর, ২০১৪, ১১:৩৭:২৬ সকাল
এখন যেন প্রায় সকলের কাছেই সবচেয়ে প্রিয় বিষয়। সকালে ঘুম থেকে উঠেই শুরু হয় ফেসবুকে চোখ রাখা আবার ঘুমাতে যেতেও যেন সেই ফেসবুককে কাছে নিয়েই ঘুমাতে যাওয়া।
তো তাই ফেসবুক ব্যবহারের সময় শর্টকাট পদ্ধতি জানা থাকলে, আরো দ্রুত ফেসবুক ব্যবহার করা যায়। আর এজন্যই জেনে নিন আপনার প্রিয় ফেসবুকের কিছু শর্টকাট কি।
গুগল ক্রোমের জন্য ফেসবুক শটকার্ট কি
Alt+M: নতুন মেসেজ লেখার জন্য।
Alt+?: সার্চ করার জন্য।
Alt+1: হোমপেজ বা নিউজফিড দেখার জন্য।
Alt+2: নিজের প্রোফাইল দেখার জন্য।
Alt+3: ফেন্ড রিকোয়েস্ট দেখার জন্য।
Alt+4: সব মেসেজ দেখার জন্য।
Alt+5: সব নোটিফিকেশন দেখার জন্য।
Alt+6: অ্যাকাউন্ট সেটিংস।
Alt+7: প্রাইভেসি সেটিংস।
Alt+8: ফেসবুকের অফিসিয়াল পেজ।
মজিলা ফায়ারফক্সের জন্য ফেসবুক শটকার্ট কি
Shift+Alt+M: নতুন মেসেজ লেখার জন্য।
Shift+Alt+?: সার্চ করার জন্য।
Shift+Alt+1: হোমপেজ বা নিউজফিড দেখার জন্য।
Shift+Alt+2: নিজের প্রোফাইল দেখার জন্য।
Shift+Alt+3: ফেন্ড রিকোয়েস্ট দেখার জন্য।
Shift+Alt+4: সব মেসেজ দেখার জন্য।
Shift+Alt+5: সব নোটিফিকেশন দেখার জন্য।
Shift+Alt+6: অ্যাকাউন্ট সেটিংস।
Shift+Alt+7: প্রাইভেসি সেটিংস।
Shift+Alt+8: ফেসবুকের অফিসিয়াল পেজ।
ফেসবুকের নিউজ ফিডের শর্টকাট
J: নিউজ ফিড স্ক্রল ডাউন
K: নিউজ ফিড স্ক্রল আপ
/: সার্চ বক্স
P: নতুন স্ট্যাসাস পোস্ট
বিষয়: বিবিধ
১৩০৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শর্টকাট কমান্ডগুলো কাজে লাগবে। আপনাকে অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন