তরুণ প্রজন্ম জানতে চায় ফাঁসীর আদেশ হওয়া সেই ২২ জন কে ???
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ০৪ নভেম্বর, ২০১৪, ০৩:৪৫:১৮ দুপুর
তরুণ প্রজন্ম জানতে চায় ফাঁসীর আদেশ হওয়া সেই ২২ জন কে ??
দালাল আইনে শেখ মুজিব ২২ জন কে ফাঁসি, ৬৮ জনকে যাবজ্জীবন, ৭৫২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে ছিলেন ১১০০০ এর বিরুদ্ধে চার্জসিট দিয়েছিলেন।
তাদের বিরুদ্ধে ধর্ষণ, খুন ,অগ্নিসংযোগের অভিযোগ আমলে এনেছিলেন, ৩৫০০০ জন কে এরেস্ট করে ছিলেন।
১১০০০ বাদে বাকী ২৪০০০ কে সাধারন ক্ষমা করেছিলেন শেখ মুজিব ।
এই সব তথ্য নিজে স্বীকার করেছেন আওয়ামী খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম।
এতদিনে তিনি লাইনে কথা বলেছেন।
এখন আপনাদের কাছে নতুন প্রজন্ম /তরুণ প্রজন্ম জানতে চায় ফাঁসীর আদেশ হওয়া সেই ২২ জন কে ????
যাবজ্জীবন সাজা কোন্ ৬৮ জনকে কাকে দেয়া হয়েছিল ???৭৫২ জন ভিবিন্ন মেয়াদে সাজা প্রাপ্ত ৭৫২ জন কারা ??? নতুন প্রজন্ম /তরুণ প্রজন্ম এর সামনে এদের নাম ঠিকানা তুলে ধরুন ।
বিষয়টা পরিষ্কার হয়ে যায়।
আপনারা এদের নাম ঠিকানা বলে দিলে আপনাদের যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, ডমেস্টিক ট্রাইব্যুনাল নামের গেমওভার হয়ে যাবে তাই না ?????
তবে আপনারা যত খেলাই খেলেন না কেন নতুন প্রজন্ম একদিন ঠিকই এই সব তালিকার সন্ধান করে নেবে আর আপনদের খেলা তখন চিরতরে শেষ হবে।
হয়ত তখন নতুন প্রজন্ম ৭১ মানবতা বিরোধী সেই সব তালিকাভুক্ত অপরাধীদের সাথে সাথে আপনাদেরও ঘৃণা করবে এবং ধিক্কার জানাবে রাজনীতির নামে ক্ষমতার লোভে এত বড় নোংরা খেলা করার জন্য।
বিষয়: বিবিধ
১৬৩৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তিনি সুস্পষ্ট ভাষায় বারবার বলেছেন এরা কেউই এই ঘটনার সাথে যুক্ত ছিলনা।
তিনি সুস্পষ্ট ভাষায় বারবার বলেছেন এরা কেউই এই ঘটনার সাথে যুক্ত ছিলনা। তাহলে কারা ছিলেন ঐ ২২ জন ফাঁসির আসামী। তাদেরকে চিহ্নিত করে বিচার করা হচ্ছে না কেন? ১৯৭১ সালে শুধু মাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামী কি স্বাধীনতা বিরোধী ছিলেন?
মন্তব্য করতে লগইন করুন