▓▒░ রাজাকার নিজামীর মুখোশ উন্মোচন ░▒▓

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ২৮ অক্টোবর, ২০১৪, ১০:৪০:৩০ রাত



◙ যুবকঃ আসসালামুয়ালাইকুম, আসতে পারি স্যার?

◙ মন্ত্রীঃ ওয়ালাইকুম আসসাওলাম, জি আসুন। বসুন।

◙ যুবকঃ কেমন আছেন স্যার?

◙ মন্ত্রীঃ আলহামদুলিল্লাহ, ভালো। বলুন।

◙ যুবকঃ স্যার, আমি আপনার দলের একজন ত্যাগী কর্মী। আপনাদের

আইডোলজিতে পরিচালিতো ছাত্র সংগঠনের একটি থানা সভাপতি ছিলাম।

◙ মন্ত্রীঃ আলহামদুলিল্লাহ, আপনার জন্য কি করতে পারি?

◙ যুবকঃ স্যার, আমি মন্ত্রনালয়ে একটি ইন্টারভিউ দিয়েছি। Written পরীক্ষা খুব ভালো হয়েছে। আমাদের ১০ জনকে ভাইভার জন্য নির্বাচন করা হয়েছে। এখন আপনি যদি একটু হেল্প করতেন...

[মন্ত্রী কিছুক্ষন ছুপ থেকে ...]

◙ মন্ত্রীঃ আচ্ছা আমি একটি সাইন দিলে বা শুপারিশ করলে হয়তো তোমার চাকরি হবে। কিন্তু তুমি কি আমাকে গ্যারান্টি দিতে পারবে যে, সেই ১০ জনের মধ্যে তুমি ই সবার চাইতে বেশি যোগ্য?

◙ যুবকঃ জি না স্যার।

◙ মন্ত্রীঃ তাহলে যে বেশি যোগ্য, সে যদি কেয়ামতে তোমার / আমার বিপক্ষে আল্লাহর দরবারে নালিশ করে তবে তুমি/ আমি কি উত্তর দেবো? আর এই সুপারিশে তুমি যত টাকা আয় করবে, সেই টাকা কি তোমার জন্য হালাল হবে? এখন আমি কি সিগনেসার দিতে পারি?

◙ যুবকঃ ...... না স্যার, [কিছুক্ষন চুপ

থেকে...]

◙ মন্ত্রীঃ আমি তোমার জন্য দোয়া করি। তুমি ভাইভায় ভালো কর।

[ কিচ্ছার পোষ্ট মর্টেম।। বাই শিশির ... ]

জানেন? এই মন্ত্রী কে?

এই মন্ত্রী হল সেই রাজাকার (?) মন্ত্রী স্বাধীনতার ৪৩ বছর ইতিহাসে যেই দু'জন

মন্ত্রী বলেছিলেন......

"আমার মন্ত্রনালয়ে ২ পয়সার দূর্নীতি পেলে আজীবন রাজনীতি করবো না।"

এই মন্ত্রী, সেই দুজনের একজন

মাওলানা মতিউর রহমান নিজামী।

# এ যদি হয় রাজাকারের আদর্শ,, তবে শিশির রাজাকার হতে চায়,,,

আর কে কে রাজাকার হতে চান?

সংগ্রহেঃ ব্লগার একফোটা শিশির

বিষয়: বিবিধ

১৮১৭ বার পঠিত, ২৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

279072
২৮ অক্টোবর ২০১৪ রাত ১০:৫১
সাইফুল সাইমুম০১ লিখেছেন : আদর্শের চাইতে বড় কোন অস্ত্র এই পৃথিবীতে নেই, সে আমরণ বিজয়ী বীরযোদ্বা. নেতা বন্ধী নীতি আর আদর্শ বন্ধী নয়, সে তো উডন্ত পাখী উড়ে যায় দিক্ হতে দিগন্তের কাঁচা সোনা রং মেখে মেঘ খন্ডকে চিদ্র করে বাতাসের গতিবার্তাকে ধুমড়ে মুচড়ে. গাইবে একদিন বিজয়ী গান হয়তো শহীদি ঈদগাহে নয়তে জীবন নদীর মরুবাঁকে
২৯ অক্টোবর ২০১৪ সকাল ১০:৩৭
222932
বাংলার দামাল সন্তান লিখেছেন : জাজাকাল্লাহুল খাইরান, সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
279077
২৮ অক্টোবর ২০১৪ রাত ১১:১০
নিরবে লিখেছেন : মুগ্ধ হলাম
২৯ অক্টোবর ২০১৪ সকাল ১০:৩৭
222933
বাংলার দামাল সন্তান লিখেছেন : জাজাকাল্লাহুল খাইরান,
279115
২৯ অক্টোবর ২০১৪ রাত ১২:৪০
২৯ অক্টোবর ২০১৪ সকাল ১০:৩৭
222934
বাংলার দামাল সন্তান লিখেছেন : আমিও রাজাকার হতে চাই।
279117
২৯ অক্টোবর ২০১৪ রাত ১২:৪৫
শহীদ ভাই লিখেছেন : আমি রাজাকার হতে চাই ..

আমি রাজাকার হতে চাই..

আমি রাজাকার হতে চাই ..


আমি আমার সন্তানদেরকেও রাজাকার বানাতে চাই

আজ আমি ওছিয়ত করে যাচ্ছি আমার সান্তানদের:

তোমরা সবাই রাজাকার হতে চেষ্ট করো এখন থেকে;

তোমরা রাজাকার হওয়ার সঠিক প্রস্তুতি গ্রহন করো।

তোমাদেরকে রাজাকার হতেই হবে...

তোমরা রাজাকার হলে আমি হবো এক সৌভাগ্যবান পিতা।

আমি আবারও বলছি আমি রাজাকার হতে চাই,

আমি আমার ভবিষ্যত প্রজন্মদেরকে রাজাকার বানাতে চাই।

রাজাকার হওয়ার এক মহান ওছিয়ত রেখে যাচ্ছি

আমি আমার সন্তানদের কাছে।

তোমারা সবাই রাজাকার হও.. রাজাকার হও.. রাজাকা্র হও

তোমরা রাজাকার হও

মানুষ আর মানবতার কল্যানে

তোমরা রাজাকার হও

অসহায় নিপীড়িত জনতার জন্যে

তোমরা রাজাকার হও

মহান ইসলামের বানী

মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেবার জন্যে।

Loser Thumbs Down Thumbs Down

বিশেষ দ্রষ্টব্য:

'রাজাকার' ফার্সি শব্দ। এর অর্থ 'স্বেচ্ছাসেবী'।
২৯ অক্টোবর ২০১৪ সকাল ০৬:৪৮
222896
সালাম আজাদী লিখেছেন : রেযা আরবি শব্দ, আর কার ফার্সি, উভয়ের অর্থ নিজের খুশিতে যে কাজ করে।
২৯ অক্টোবর ২০১৪ সকাল ১০:৩৭
222935
বাংলার দামাল সন্তান লিখেছেন : জাজাকাল্লাহুল খাইরান, সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
279122
২৯ অক্টোবর ২০১৪ রাত ০১:৩৭
আহমেদ ইমরান হালিমী লিখেছেন : পূণ্য গুলো আল্লাহ দেখবেন। কিন্তু ৪৩ ববর আগের ঘৃণ্যকর্ম করে থাকলে বা যদি করেন তবে শাস্তির যোগ্য। তিনি একাত্তরের পূর্বে ও পরে কি করেছেন তার মন ভুলানো পোস্ট দিয়ে একাত্তরের পাপকে তো আর ঢাকা যাবে না।
২৯ অক্টোবর ২০১৪ রাত ০৪:৪১
222882
চলাচল লিখেছেন : কিন্তু "তিনি একাত্তরের পূর্বে ও পরে কি করেছেন তার মন ভুলানো পোস্ট দিয়ে একাত্তরের পাপকে তো আর ঢাকা যাবে না।" - যদি পাপ করে থাকেন তার প্রমাণ দরকার, আর যা করেছেন তা "পাপ" কিনা তারও প্রমাণ দরকার, তা না হলে তার সম্পর্কে এই প্রমাণবিহীন মন্তব্যের জন্য কিয়ামতে হিসেব কি দিতে হবে না ভাই?
২৯ অক্টোবর ২০১৪ সকাল ১০:৩৮
222936
বাংলার দামাল সন্তান লিখেছেন : জাজাকাল্লাহুল খাইরান, সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
279131
২৯ অক্টোবর ২০১৪ রাত ০৩:০১
সিটিজি৪বিডি লিখেছেন : সাজানো রায় আমরা মানি না
২৯ অক্টোবর ২০১৪ সকাল ১০:৪০
222937
বাংলার দামাল সন্তান লিখেছেন : মানতে পারবো না।
279142
২৯ অক্টোবর ২০১৪ রাত ০৪:৪২
কাহাফ লিখেছেন :
চেতনাবাজদের দৃষ্টিতে কোন মন্ত্রণালয় দূর্নীতি মুক্ত থাকা মানেই রাজাকারের আলমত!
দূর্নীতি আর চেতনা বর্তমানে একটা আরেকটার পরিপুরক!
২৯ অক্টোবর ২০১৪ সকাল ১০:৪০
222938
বাংলার দামাল সন্তান লিখেছেন : জাজাকাল্লাহুল খাইরান, সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
279184
২৯ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৫৪
মামুন লিখেছেন : লেখাটি খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।
২৯ অক্টোবর ২০১৪ সকাল ১০:৪০
222939
বাংলার দামাল সন্তান লিখেছেন : জাজাকাল্লাহুল খাইরান, সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
279432
২৯ অক্টোবর ২০১৪ রাত ০৯:৩০
ব১কলম লিখেছেন : জাজাকাল্লাহুল খাইরা লেখাটি খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।
০১ নভেম্বর ২০১৪ সকাল ১১:০৭
223814
বাংলার দামাল সন্তান লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
০১ নভেম্বর ২০১৪ সকাল ১১:০৭
223815
বাংলার দামাল সন্তান লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
০১ নভেম্বর ২০১৪ সকাল ১১:০৭
223816
বাংলার দামাল সন্তান লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
১০
279745
৩০ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:০৫
আহমেদ ইমরান হালিমী লিখেছেন : হুম, আপনি যদি বলেন আমি তার পাপকে দেখি নাই। সুতরাং সে পাপী না। তাহলে তো হবে না। সে চিহ্নিত যুদ্ধাপরাধী। কতিপয় গোষ্ঠী ছাড়া সবাই জানে সে রাজাকার।আর ৭১ এ একজন রাজাকার যা করছেন তা কি পাপের মধ্যে পরে না? এটা কি আপনি ধর্মযুদ্ধ পেয়েছেন? একটা হিন্দু মারলেও সে খুনী।
০১ নভেম্বর ২০১৪ সকাল ১১:০৯
223818
বাংলার দামাল সন্তান লিখেছেন : সে যদি অন্যায় করতো ১৯৭২সালে যুদ্ধাপরাধীেদের বিরুদ্ধে ৪২টি মামলা হয়েছিল যার একটিতেও তার নাম নেই কেন?
০২ নভেম্বর ২০১৪ সকাল ০৭:৫৪
224026
ব১কলম লিখেছেন : হাসিনার দল করলেই চিহ্নিত রাজাকার মুক্তিযোদ্ধা হয়ে যায় যেমনঃ

১.খন্দকার মোশাররফ হোসেন। লেবার মিনিষ্টার। হাসিনার বিয়াই । ৭১ সালে তার বাড়িতেই পাকবাহিনীর
ক্যাম্প ছিলো। মোশারফের বাবা ছিলেন ফরিদপুরের শান্তি কমিটির
চেয়ারম্যান।

২. স্বরাষ্ট্রমন্ত্ রী মহিউদ্দিন খান
আলমগীর। ১৯৭১ সালে যুদ্ধের ৯ মাস
ময়মনসিংহে অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) ছিলেন। পাকিস্তান রক্ষার জন্য রাজাকার বাহিনী নিয়োগ কর্তা ছিলেন।

৩. এইচ এন আশিকুর রহমান। আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটিরকোষাধ্যক্ষ। বর্তমানে রংপুর-৫ আসনের এমপিএবং অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধক ালে আশিকুর টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা।

৪. সাজেদা চৌধুরী। সংসদ উপনেতা। শেখ হাসিনার ফুফু। পাকিস্তানের গেজেট করা রাজাকার। ৭/৮/১৯৭১ তারিখের পাকিস্তান সরকারের গেজেটবদ্ধ।

৫. এ ছাড়া ১৯৯৬ এর কেবিনেটে জামালপুরের নুরু রাজাকারকে ধর্ম প্রতিমন্ত্রী বানিয়েছিলো হাসিনা।

আবার হাসিনার বিরোধিতা করলেই মুক্তিযোদ্ধা রাজাকার হয়ে যায় যেমনঃ
১. মেজর জলিল
২. বঙ্গবীর কাদের সিদ্দীকী
৩. একে খোন্দকার ইত্যাদি
আসলে যারা তাদের বিবেককে বেচে দিয়েছে তাদের কাছে এসব সত্যকথা বলে কী হবে?
১১
280637
০২ নভেম্বর ২০১৪ রাত ০৯:৩০
আহমেদ ইমরান হালিমী লিখেছেন : আপ্নাদের এক্টা সমস্যা হল সর্কার রাজাকার বিচার কর্ছে, আগে তাদী দপ্তরের রাজাকার্দের নাম তোলেন। তার বিরুদ্ধের সাক্ষীরা কি ভুয়া? ৭২ এ যে রাজাকারের লিস্ট তৈরি হয় সেখানে সদ্য স্বাধীন দেশে সব রাজাকারের নাম আসেনি। অন্তত যাই হোক, নিরাপরাধ কাউকে রাজাকার সাজানো সহজ না।
০৩ নভেম্বর ২০১৪ রাত ১০:০২
224528
বাংলার দামাল সন্তান লিখেছেন : আমাদের সোনার বাংলাদেশে ববর্তমান সররকারের বিরুদ্ধে কথা বললেই সহচর রাজাকার হওয়া যায়।
১২
280657
০৩ নভেম্বর ২০১৪ রাত ১২:০৬
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : সত্যের রশ্নি মিথ্যার মেঘ চিড়ে উঠবেই সেই আশায় রইলাম.......।
০৩ নভেম্বর ২০১৪ রাত ১০:০৩
224530
বাংলার দামাল সন্তান লিখেছেন : সেই সোনালী সুদিনের অপেক্ষায় রইলাম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File