▓▒░ রাজাকার নিজামীর মুখোশ উন্মোচন ░▒▓
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ২৮ অক্টোবর, ২০১৪, ১০:৪০:৩০ রাত
◙ যুবকঃ আসসালামুয়ালাইকুম, আসতে পারি স্যার?
◙ মন্ত্রীঃ ওয়ালাইকুম আসসাওলাম, জি আসুন। বসুন।
◙ যুবকঃ কেমন আছেন স্যার?
◙ মন্ত্রীঃ আলহামদুলিল্লাহ, ভালো। বলুন।
◙ যুবকঃ স্যার, আমি আপনার দলের একজন ত্যাগী কর্মী। আপনাদের
আইডোলজিতে পরিচালিতো ছাত্র সংগঠনের একটি থানা সভাপতি ছিলাম।
◙ মন্ত্রীঃ আলহামদুলিল্লাহ, আপনার জন্য কি করতে পারি?
◙ যুবকঃ স্যার, আমি মন্ত্রনালয়ে একটি ইন্টারভিউ দিয়েছি। Written পরীক্ষা খুব ভালো হয়েছে। আমাদের ১০ জনকে ভাইভার জন্য নির্বাচন করা হয়েছে। এখন আপনি যদি একটু হেল্প করতেন...
[মন্ত্রী কিছুক্ষন ছুপ থেকে ...]
◙ মন্ত্রীঃ আচ্ছা আমি একটি সাইন দিলে বা শুপারিশ করলে হয়তো তোমার চাকরি হবে। কিন্তু তুমি কি আমাকে গ্যারান্টি দিতে পারবে যে, সেই ১০ জনের মধ্যে তুমি ই সবার চাইতে বেশি যোগ্য?
◙ যুবকঃ জি না স্যার।
◙ মন্ত্রীঃ তাহলে যে বেশি যোগ্য, সে যদি কেয়ামতে তোমার / আমার বিপক্ষে আল্লাহর দরবারে নালিশ করে তবে তুমি/ আমি কি উত্তর দেবো? আর এই সুপারিশে তুমি যত টাকা আয় করবে, সেই টাকা কি তোমার জন্য হালাল হবে? এখন আমি কি সিগনেসার দিতে পারি?
◙ যুবকঃ ...... না স্যার, [কিছুক্ষন চুপ
থেকে...]
◙ মন্ত্রীঃ আমি তোমার জন্য দোয়া করি। তুমি ভাইভায় ভালো কর।
[ কিচ্ছার পোষ্ট মর্টেম।। বাই শিশির ... ]
জানেন? এই মন্ত্রী কে?
এই মন্ত্রী হল সেই রাজাকার (?) মন্ত্রী স্বাধীনতার ৪৩ বছর ইতিহাসে যেই দু'জন
মন্ত্রী বলেছিলেন......
"আমার মন্ত্রনালয়ে ২ পয়সার দূর্নীতি পেলে আজীবন রাজনীতি করবো না।"
এই মন্ত্রী, সেই দুজনের একজন
মাওলানা মতিউর রহমান নিজামী।
# এ যদি হয় রাজাকারের আদর্শ,, তবে শিশির রাজাকার হতে চায়,,,
আর কে কে রাজাকার হতে চান?
সংগ্রহেঃ ব্লগার একফোটা শিশির
বিষয়: বিবিধ
১৮৬০ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি রাজাকার হতে চাই..
আমি রাজাকার হতে চাই ..
আমি আমার সন্তানদেরকেও রাজাকার বানাতে চাই
আজ আমি ওছিয়ত করে যাচ্ছি আমার সান্তানদের:
তোমরা সবাই রাজাকার হতে চেষ্ট করো এখন থেকে;
তোমরা রাজাকার হওয়ার সঠিক প্রস্তুতি গ্রহন করো।
তোমাদেরকে রাজাকার হতেই হবে...
তোমরা রাজাকার হলে আমি হবো এক সৌভাগ্যবান পিতা।
আমি আবারও বলছি আমি রাজাকার হতে চাই,
আমি আমার ভবিষ্যত প্রজন্মদেরকে রাজাকার বানাতে চাই।
রাজাকার হওয়ার এক মহান ওছিয়ত রেখে যাচ্ছি
আমি আমার সন্তানদের কাছে।
তোমারা সবাই রাজাকার হও.. রাজাকার হও.. রাজাকা্র হও
তোমরা রাজাকার হও
মানুষ আর মানবতার কল্যানে
তোমরা রাজাকার হও
অসহায় নিপীড়িত জনতার জন্যে
তোমরা রাজাকার হও
মহান ইসলামের বানী
মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেবার জন্যে।
বিশেষ দ্রষ্টব্য:
'রাজাকার' ফার্সি শব্দ। এর অর্থ 'স্বেচ্ছাসেবী'।
চেতনাবাজদের দৃষ্টিতে কোন মন্ত্রণালয় দূর্নীতি মুক্ত থাকা মানেই রাজাকারের আলমত!
দূর্নীতি আর চেতনা বর্তমানে একটা আরেকটার পরিপুরক!
১.খন্দকার মোশাররফ হোসেন। লেবার মিনিষ্টার। হাসিনার বিয়াই । ৭১ সালে তার বাড়িতেই পাকবাহিনীর
ক্যাম্প ছিলো। মোশারফের বাবা ছিলেন ফরিদপুরের শান্তি কমিটির
চেয়ারম্যান।
২. স্বরাষ্ট্রমন্ত্ রী মহিউদ্দিন খান
আলমগীর। ১৯৭১ সালে যুদ্ধের ৯ মাস
ময়মনসিংহে অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) ছিলেন। পাকিস্তান রক্ষার জন্য রাজাকার বাহিনী নিয়োগ কর্তা ছিলেন।
৩. এইচ এন আশিকুর রহমান। আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটিরকোষাধ্যক্ষ। বর্তমানে রংপুর-৫ আসনের এমপিএবং অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধক ালে আশিকুর টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা।
৪. সাজেদা চৌধুরী। সংসদ উপনেতা। শেখ হাসিনার ফুফু। পাকিস্তানের গেজেট করা রাজাকার। ৭/৮/১৯৭১ তারিখের পাকিস্তান সরকারের গেজেটবদ্ধ।
৫. এ ছাড়া ১৯৯৬ এর কেবিনেটে জামালপুরের নুরু রাজাকারকে ধর্ম প্রতিমন্ত্রী বানিয়েছিলো হাসিনা।
আবার হাসিনার বিরোধিতা করলেই মুক্তিযোদ্ধা রাজাকার হয়ে যায় যেমনঃ
১. মেজর জলিল
২. বঙ্গবীর কাদের সিদ্দীকী
৩. একে খোন্দকার ইত্যাদি
আসলে যারা তাদের বিবেককে বেচে দিয়েছে তাদের কাছে এসব সত্যকথা বলে কী হবে?
মন্তব্য করতে লগইন করুন