এক নাস্তিকের সাথে একটি ছোট্ট শিশুর কথোপকথন!

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১২ সেপ্টেম্বর, ২০১৪, ১০:১৯:১৭ রাত

এক নাস্তিক একটি ছোট্ট মেয়ের পাসে বসলো।

বললোঃ

আমি তোমার সাথে কথা বলে সময় পার করতে চাই।

মেয়ে বললোঃ

কি ব্যপারে কথা বলবে??

নাস্তিকটা চিন্তা করে বললোঃ

আল্লাহ নেই,কোন জান্নাত জাহান্নাম নেই,মরণের পর

কোন জীবন নেই । এসব ব্যপারে কথা বললে কেমন হয় ?

মেয়েটি বললোঃ

হ্যা ! এসব ব্যপারে কথা বলা যায় । কিন্তু তার আগে আপনাকে কিছু

প্রশ্ন করতে চাই।

মেয়েটি প্রশ্ন করলোঃ ঘোড়া,গরু এবং হরিণ একই জিনিসই খায় । আর সেটা হলো ঘাশ।

কিন্তু তার পরেও হরিণের গু/পায়খানা হয় ক্ষুদ্র বড়ির

মতো,যেখানে গরুর গু হয় প্যটিসের মতো আর ঘোড়ার গু

হয় ঝাড় আকৃতির ।

আপনি কি আমাকে বলতে পারবেন এ রকম কেনো হয় ??

নাস্তিকটা মেয়েটির মেধা দেখে অবাক হয়ে গেলো এবং বললো হুম !! আমার কোন জ্ঞান নাই এই ব্যপারে ।

মেয়েটি জবাবে বললোঃ

সেই মহান রবের সৃষ্টির এই সব জীবের গু এর ব্যপারে যেখানে আপনার কথা বলার কোন যোগ্যতা নেই । সেখান সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহর ব্যপারে আপনি কি ভাবে কথা বলবেন !!!

আর আপনি কি ভাবেই বা সেখানে নিজেকে আল্লাহর ব্যপারে কথা বলার জন্য যোগ্য মনে করবেন ??

-সংগৃহীত-

বিষয়: বিবিধ

১৪৭০ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

264432
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:২৩
কাহাফ লিখেছেন : সুন্দর এই প্রকৃতির দিকে তাকালেই একজন মহান কারিগরের সরব উপস্হিতি অনুধাবন করা যায়,নাস্তিকরা শুধু স্বীয় স্বর্থেই এই সত্য অস্বীকার করে.......।
১৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৫৬
207985
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ মন্তব্যের জন্য।
264459
১৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:৫৪
হতভাগা লিখেছেন : ''কিন্তু তার পরেও হরিণের গু/পায়খানা হয় ক্ষুদ্র বড়ির
মতো,যেখানে গরুর গু হয় প্যটিসের মতো আর ঘোড়ার গু
হয় ঝাড় আকৃতির ।''

০ বাহ! চমতকার প্রান্জল শব্দ !

অনেক অনেক ধন্যবাদ
১৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৫৭
207986
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, পড়ে মন্তব্য করার জন্য।
264896
১৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৪৫
ইমরান ভাই লিখেছেন : উচিত শিক্ষা হয়েছে-এর মাধ্যমে জদি নাস্তিকগুলার মাথা খোলে।

বারাকাল্লাহু ফিকুম।
১৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৩০
208965
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, পড়ে মন্তব্য করার জন্য শুকরিয়া জা্নাই
265160
১৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:২৬
সাগর কন্যা লিখেছেন : ওরা নাস্তিক,ওরা মানুষকে করে বিভ্রান্ত,-
দাতভাঙ্গা জবাব দাও ছোট মেয়েটির মত।
১৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৩০
208964
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, পড়ে মন্তব্য করার জন্য শুকরিয়া জা্নাই
265471
১৫ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৪
সাগর কন্যা লিখেছেন : ওআলাইকুমুসসালাম,কেমন আছেন?আপনাকেও মোবারকবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File