সাদ্দাম হোসেনকে মৃত্যুদণ্ডদানকারী বিচারকের ফাঁসি কার্যকর

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ২৩ জুন, ২০১৪, ১১:২৭:২০ সকাল



সাদ্দাম হোসেনকে মৃত্যুদণ্ডদানকারী বিচারকের ফাঁসি কার্যকর করেছে সুন্নি বিদ্রোহীরা

ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে মৃত্যুদণ্ডদানকারী বিচারক রউফ আবদুল রহমানকে ‘ধরে ফাঁসি কার্যকর’ করেছে দেশটির সুন্নি বিদ্রোহী সংগঠন আইএসআইএস।

সুপ্রিম ইরাকি ক্রিমিনাল ট্রাইব্যুনালের প্রধান হিসেবে ২০০৬ সালে সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন আবদুল রহমান। সুন্নি বিদ্রোহীরা গত সপ্তাহে ৬৯ বছর বয়স্ক ওই বিচারককে আটক করে। তবে ইরাক সরকার এখনো তার মৃত্যু নিশ্চিত করেনি। তবে তাকে যে আটক করা হয়েছে, সে খবর অস্বীকার করেনি।

১৬ জুন তাকে আটক করা হয় বলে ধারণা করা হয় বলে ধারণা করা হচ্ছে। আর তার মৃত্যু ঘটে এর দুই দিন পর।

জর্দানি এমপি খালিল আত্তিয়া তার ফেসবুক পেইজে লিখেছেন, বিচারক রহমানকে গ্রেফতার ও মৃত্যুদ- দেয়া হয়েছে।

তিনি বলেন, শহিদ সাদ্দাম হোসেনের মৃত্যুর বদলা নিতে ইরাকি বিপ্লবীরা তাকে গ্রেপ্তার করে মৃত্যুদ- দেয়।

তিনি লিখেছেন, বিচারক রহমান নর্তকীর পোশাক পরে বাগদাদ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তবে সফল হননি।

সাদ্দামের সাবেক সহকারী এবং বর্তমানে বিদ্রোহীদের অন্যতম নেতা ইজ্জাত ইব্রাহিম আল দুরিও বিচারক রহমানকে আটক করার খবর তার ফেসবুকে প্রকাশ করেছেন।

কুর্দিশ নগরী হালবিয়ায় জন্মগ্রহণকারী বিচারক রহমান ২০০৬ সালের জানুয়ারিতে সাদ্দামের বিচার করার দায়িত্ব নেন। বিচারকাজ তখন মাঝপথে ছিল। তার আগের বিচারক রিজগার আমিনের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি সাদ্দাম হোসেন ও তার সহযোগীদের প্রতি বেশ নমনীয় ছিলেন।

বিচারক রহমান তিন সন্তানের জনক। তিনি ১৯৯৬ সালে কুর্দিশ আপিল কোর্টের প্রধান বিচারক নিযুক্ত হয়েছিলেন। তিনি ১৯৮২ সালে ব্যর্থ অভ্যুত্থানে জড়িত সন্দেহে ১৪৮ জনকে হত্যার অভিযোগে সাদ্দামকে ফাঁসি দিয়েছিলেন। ওই রায়ের পর সাদ্দামের ফাঁসি কার্যকর করা হয়। ঈদ উল আযহার দিন সাদ্দামের ফাঁসি দেয়া হয়।

খবর পাওয়া গিয়েছিল, জীবনের ভয়ে ২০০৭ সালে বিচারক রহমান ব্রিটেনে আশ্রয় প্রার্থনা করেছিলেন। তবে কেন তা অনুমোদিত হয়নি, তা জানা যায়নি।

বিষয়: বিবিধ

১৬৯০ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

237840
২৩ জুন ২০১৪ সকাল ১১:৫৩
হতভাগা লিখেছেন : ''সাদ্দাম হোসেনকে মৃত্যুদণ্ডদানকারী বিচারকের ফাঁসি কার্যকর করেছে সুন্নি বিদ্রোহীরা''

০ ফাঁসি কার্যকর মানে এর আগে ফাঁসির আদেশ হয়েছিল এই বিচারপতির । পরে কার্যকর হয়েছে ।

এখন কথা হল - এই বিচারকের ফাঁসির আদেশ কোন বিচারালয় হতে এসেছিল ? কোথায় বা তার বিচার হয়েছিল ? কে অভিযোগ এনেছিল ?

২৩ জুন ২০১৪ দুপুর ০৩:৫৬
184468
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ, এটা হচ্ছে সাহসী জনতার অভিযোগ এবং রায়।
২৩ জুন ২০১৪ বিকাল ০৪:৫৫
184490
হতভাগা লিখেছেন : ইরাকি সেনাবাহিনী আর আমেরিকান বাহিনী এক জোট হয়ে আসছে । দেখেন কি হয় ।
237843
২৩ জুন ২০১৪ দুপুর ১২:০০
egypt12 লিখেছেন : সর্বোচ্চ বিচারপতি আল্লাহ্‌...

দুনিয়ার কোন বিচারপতির বেইল নাই...দেখা গেলো অন্যায় করলে বিচারপতিরও বিচার হয় Worried
২৩ জুন ২০১৪ দুপুর ০৩:৫৭
184469
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ, আপনার সাথে সহমত।
237861
২৩ জুন ২০১৪ দুপুর ১২:৪৬
নজরুল ইসলাম টিপু লিখেছেন : পৃথিবীতে অন্যায় বিচারকারীদের বিচার মানুষের আদালতে শুরু হয়েছে। এই ধরনের আচরণ বাংলাদেশে শুরু হলেও আশ্চর্যের বিষয় বলে মনে হবেনা।
২৩ জুন ২০১৪ দুপুর ০৩:৫৭
184470
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ, ঠিক বলেছেন ভাই।
237874
২৩ জুন ২০১৪ দুপুর ০১:২৮
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : আমাদের দেশের তথাকথিত বিচারকদের ও এমন হওয়ার সম্ভাবনা রয়েছে । আর এমনটা হলে আল্লাহর কসম আমি ও আমার দ্বীনী বন্ধুরা কখনো বিচলীত হব না । আর এটাই কেন জানি আমার নিকট স্বাভাবিক মনে হয়(যদি আল্লাহ চাহে)।
২৩ জুন ২০১৪ বিকাল ০৪:১৭
184473
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ, ঠিক বলেছেন ভাই।
237940
২৩ জুন ২০১৪ বিকাল ০৪:০৯
ছিঁচকে চোর লিখেছেন : এজন্যই সঠিক বিচার না করলে তার দশা এমনই হয়।
২৩ জুন ২০১৪ বিকাল ০৪:১৬
184472
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ, ঠিক বলেছেন ভাই।
238191
২৪ জুন ২০১৪ রাত ০৩:০২
আনিস১৩ লিখেছেন : Thanks for sharing.
238192
২৪ জুন ২০১৪ রাত ০৩:৩০
ভিশু লিখেছেন : একজন নির্দোষ-নিরপরাধ আব্দুল কাদের মোল্লাকেও সাজানো বিচার করে সুপরিকল্পিতভাবে ঠাণ্ডা মাথায় ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে! অন্যায়ের কয়েকটি ধাপ লক্ষ্য করুন:
১) ৭১-এর পর থেকে তাঁর নামে কোথাও কোনো মামলা হয়নি!
২) অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করলেন!
৩) শিক্ষকতা করলেন রাইফেলস স্কুলেও
৪) ঢাবিতে নির্বিঘ্নে পড়াশোনা করলেন
৫) সাংবাদিক ইউনিয়নের নির্বাচিত নেতা হলেন
৬) কোনো সাক্ষী একেবারে তাঁকেই স্পষ্টভাবে সনাক্ত করেননি
৭) কোনো অপরাধই ঠিক তাঁকে নির্দিষ্ট করে প্রমাণিত হয়নি
৮) তবুও নিন্ম আদালত অন্যায়ভাবে যাবজ্জীবন দিলো
৯) নাস্তিক-মাতাল-ব্যভিচারীদের নৃত্য-নেতৃত্বে ফাঁসির দাবি হতে থাকলো
১০) শেখ হাসিনার মন পড়ে থাকতে থাকলো সেই নাচে-গানে
১১) হুজুগী সংসদে শুধু আবেগ দিয়ে আইন পাশ করা হলো
১২) সেই আইন রেকর্ড ভঙ্গ করে ভূতপূর্ব রায়ের ওপর কার্যকর করা হলো
১৩) সম্পূর্ণ অন্যায়ভাবে তথাকথিত আপীল বিভাগ ফাঁসির আদেশ দিলো
১৪) জাতিসংঘসহ দেশ-বিদেশ থেকে ফাঁসি না দেয়ার অনুরোধ হলো
১৫) একজন অতি সাধারণ নিরপরাধ অত্যন্ত সৎ মানুষকে হত্যা করা হলো
এ অন্যায় কিছুতেই মেনে নেয়া যায় না, মানবতাসম্পন্নরা মেনে নিতে পারেন না! এর বিচার হবেই হবে, ইনশাল্লাহ! নতুন প্রজন্মই এর বিচার চাইবে, খুব অল্পদিনের মধ্যেই! ততদিনে এই নৃশংস-কুচক্রী অপরাধীরা কবরে চলে গেলেও...!!!
২৫ জুন ২০১৪ বিকাল ০৫:৫৭
185238
বাংলার দামাল সন্তান লিখেছেন : শেয়ার করার জন্য ধন্যবাদ।
238353
২৪ জুন ২০১৪ বিকাল ০৪:১৪
প্যারিস থেকে আমি লিখেছেন : ভবিষ্যতে বাংলাদেশেও এরকম হবে ইনশা আল্লাহ।
২৫ জুন ২০১৪ বিকাল ০৫:৫৮
185240
বাংলার দামাল সন্তান লিখেছেন : ইনশা আল্লাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File