ও আল্লাহ!! এ জুলুমের শেষ কোথায়?

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ২০ জুন, ২০১৪, ০৪:৩১:২৮ বিকাল



ও আল্লাহ!!

এ জুলুমের শেষ কোথায়?

কি অপরাধ আমার এ বোনদের?

কোরানের কথা বলাটাকি তাদের অপরাধ?

অসংখ্য পথ হারা তরুনীদের সত্য পথের দিশা দেয়াটা কি তাদের অপরাধ?

পর্দা করে চলাটাকি তাদের অপরাধ?

হ্যা ওরা অপরাধী।এ দেশে এখন এ কাজগুলুই সবচেয়ে বড় অপরাধ।

ওদের আরো অপরাধ হলো-

ওরা লিটনের ফ্লাট চিনেনা।

ওরা লাল পর্দার আড়ালে যায়না।

ওরা ইডেন ও বদরুন্নেসার ছাত্রীলীগের মতো দেহ ব্যবসা করেনা।

ওরা লাকীর মতো রাস্তার মুড়ে নাচতে গাইতে পারেনা।

ওরা জমীর চাচার খুরাক হয়না।

ওরা বিশ্ববিদ্যালয়গুলোতে খদ্দেরের জন্য বসে থাকেনা।

ওরা বর্তমান মন্ত্রী এমপিদের মনরন্জন করে না।

ওরা এক আল্লাহর দাসত্ত করে।

ওরা একমুখি হয়ে নিজের লক্ষ্য সেই মহান সত্তার দিকে কেন্দ্রীভুত করেছে যিনি আসমান ও যমীন সমুহকে সৃস্টি করেছেন।এবং কস্মিনকালেও মুশরিকদের মধ্য শামিল নয়।(আনয়াম ৭৯)

তোমরা ভীত হয়োনা বোন চিন্তিত হয়োনা তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও।আল কোরান

আদালত থেকে কারাগারের পথে ইসলামী ছাত্রী সংস্তার বোনেরা।

বিষয়: বিবিধ

১৪০১ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

236834
২০ জুন ২০১৪ বিকাল ০৪:৫৪
নোমান২৯ লিখেছেন : উনারা মেয়ে যা করছে আমি ছেলে হয়ে তা করতে পারছিনা।নিজেকে খুব ক্ষুদ্র মনে হচ্ছে.......।
আল্লাহ উনাদের ভাল রাখুক।
২০ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
183414
বাংলার দামাল সন্তান লিখেছেন : আল্লাহ আপনার দোয়া কবুল করুন।
236838
২০ জুন ২০১৪ বিকাল ০৫:০৯
শাহ আলম বাদশা লিখেছেন : দরকারী পোস্ট, পড়ে উপকৃত হলাম।
২০ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫১
183415
বাংলার দামাল সন্তান লিখেছেন : পড়ার জন্য ধন্যবাদ।
236841
২০ জুন ২০১৪ বিকাল ০৫:২৩
শিশির ভেজা ভোর লিখেছেন : স্বামী সংসার নিয়ে পড়ে থাকলেই তো হয়। তাদের আবার প্রোগ্রাম কিসের?
২০ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
183416
বাংলার দামাল সন্তান লিখেছেন : ইসলামে সর্বপ্রথম শহীদ হযরত সুমাইয়া(রাHappy
২০ জুন ২০১৪ রাত ০৮:০৪
183427
হতভাগা লিখেছেন : উনি ছাড়া আর কেউ নাই ? নাকি ওটাই প্রথম আর ওটাই শেষ ?
236843
২০ জুন ২০১৪ বিকাল ০৫:৪০
সিটিজি৪বিডি লিখেছেন : নারী সমাজে ইসলামের বানী পৌছে দেবার দায়িত্ব নিয়েছে বলে ওরা আজ হাসিনার কারাগারে বন্দী।
২০ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
183419
বাংলার দামাল সন্তান লিখেছেন : পড়ার জন্য ধন্যবাদ।
236846
২০ জুন ২০১৪ বিকাল ০৫:৪৪
হতভাগা লিখেছেন : উনাদের উপর এখানে কে জুলুম করছে ? সুন্দর করে হাত ধরে হাটিয়ে নিয়ে যাচ্ছে- এটাই তো দেখা যাচ্ছে ।

ছেলে হলে তো এতক্ষনে চ্যাঙ্গদোলা করে নিয়ে যেতে দেখা যেত ।
২০ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
183420
বাংলার দামাল সন্তান লিখেছেন : পড়ার জন্য ধন্যবাদ।
২০ জুন ২০১৪ রাত ১০:৫৩
183489
স্বপন২ লিখেছেন : @হতভাগা, আপনার বিভিন্ন কমেন্টে, জামাত,
শিবির, মহিলা জামাত এবং ছাএী সংস্থার
উপর খেপা মনে হয়। জামাত ও শিবিরদের চ্যাঙ্গদোলা করে নিয়ে গেলে খুব খুশী। তাই না
২১ জুন ২০১৪ সকাল ০৯:০৯
183644
হতভাগা লিখেছেন : @ স্বপন২ : আমি এটাই বোঝাতে চেয়েছি এখানে যে , মেয়েদেরকে শুধু হাটিয়ে নিয়ে যাচ্ছে এতেই আপনাদের এত ব্যাকুলতা ! ছেলেদেরকে কি না করে ? তার ১০০০ ভাগের একভাগও তো মেয়েদের উপর করে না ।

ভাল কিছু অর্জন করতে গেলে সবাইকে ত্যাগ স্বীকার করত হয় । সামান্য চিমটি খাওয়ার ব্যথা আর পায়ের পাতা কেটে নেওয়ার ব্যথা তো এক না !

আপনারা সেই পার্টি যারা ফেসবুকে মেয়েদের '' আম্মু বকছে '' এই স্ট্যাটাসে সহানুভূতির কমেন্টে ভরিয়ে ফেলেন । আর ছেলেদের কান্নার ছবি দেখেও মজা করেন ।

এক সুমাইয়া (রাঃ) এর কথা শুনি । এর পরে আর কারও নাম শোনা যায় না । এই একজনকে নিয়েই কত বড় বড় কথা!

এতদিন ইসলামের জন্য ছেলেরাই লড়াই করেছে , মার খেয়েছে , খাচ্ছে এবং ভবিষ্যতেও খাবে । মেয়েরা ঠিক এ ব্যাপারটাতে ঘরে বসে বসে মজা লুটেছে । চাকরি পড়াশোনাসহ অন্য সব কাজে তো ভালই সপ্রতিভ দেখা যায় । ইসলামের ব্যাপার আসলেই তারা পিছলাতে শুরু করতো ।
তাও ভাল এখন টুকটাক কিছু শুরু করেছে । যেতে হবে অনেক দূর । নুন্যতম নারীবাদীদের মত তো একটা শক্ত সমাবেশ করতেই হবে ।
236850
২০ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:০১
সন্ধাতারা লিখেছেন : There is a end of everything so AL has to be ready to get returned of it. Thanks for an important writing.
২০ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
183421
বাংলার দামাল সন্তান লিখেছেন : পড়ার জন্য ধন্যবাদ।
236868
২০ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৫
প্রবাসী মজুমদার লিখেছেন : বাংলাদেশের ইতিহাসে ৭৪ এর ঘৃৃণিত এক নায়কতন্ত্রী রাষ্ট্র নায়কের কন্যা থেকে এর চেয়ে বেশী কিছু আশা করা বোকামী। এরা সন্ত্রাস করেই খায়।
২০ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
183422
বাংলার দামাল সন্তান লিখেছেন : পড়ার জন্য ধন্যবাদ।
236887
২০ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কেউ করে সংসদে গান আবার কেউ কারাগারে বাস
২০ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
183423
বাংলার দামাল সন্তান লিখেছেন : পড়ার জন্য ধন্যবাদ।
236976
২০ জুন ২০১৪ রাত ১১:২৪
মনসুর আহামেদ লিখেছেন : মনটা খারাপ হয়ে গেল। দেশে যারা আছেন।
আশা করি আপুুদের ব্যাপারে আপ ডেইট দিবেন।

১০
237052
২১ জুন ২০১৪ সকাল ০৬:০৩
প্যারিস থেকে আমি লিখেছেন : আল্লাহ ওদেরকে হেফাযত করুন।
১১
237095
২১ জুন ২০১৪ সকাল ১০:৪৪
আল সাঈদ লিখেছেন : আল্লাহ তাদের হেফাজত করুন।
১২
237096
২১ জুন ২০১৪ সকাল ১০:৪৬
egypt12 লিখেছেন : সত্যের পথে থাকলে এর চেয়ে বড় পুরুস্কার পাওয়া সম্ভব নয় Sad

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File