গনতন্ত্র ও পুলিশ ও ন্যয়বিচার শুধুই কি ক্ষমতাসীনদের জন্য??????

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১৭ জুন, ২০১৪, ১০:০৭:৪৯ সকাল













কসাইরাতো জীবনজীবিকা বা প্রয়োজনের তাগিদে গরুছাগল জবাই করার পর গোস্ত হাড় থেকে আলাদা করে, পর্যায়ক্রমে হাড়গুলো ও আলাদা করে, অবশেষে গোস্ত কেউ রান্না করে অথবা কাবাব বানিয়ে খায়। কিন্তু এরাতো আরো ভয়ানক!!! ভয়ংকর!!! জীবন্ত মানুষের পা কেটে শরীর থেকে আলাদা করে, ক্ষমতার দন্দে একজন জীবন্ত মানুষকে পূড়িয়ে কাবাব বানায়, রাস্তায় কেটে ফেলা গাছের জন্য মায়া হলেও, কাবাব হওয়া মানুষদের জন্য তাদের মূখ থেকে কিছু বের হয় না!! হায়রে দেশ, হায় মানবতা, গনতন্ত্র ও পুলিশ ও ন্যয়বিচার শুধুই কি ক্ষমতাসীনদের জন্য??????

আওয়ামী সন্ত্রাসের এক ভয়াবহ কালো রূপ দেখুন যেখানে শত শত পুলিশের সামনে একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেধাবী ছাত্রের পা কেটে বিচ্ছিন্ন করে ফেলা হয়, বার বার গুলি করা হয় বুকে-দু’পায়ে আর পুলিশ দাড়িয়ে দাড়িয়ে তামাশা দেখে, সাংবাদিকরা ফটোসেশন করে, হলুদ মিডিয়াগুলি যেন কিচ্ছু হয়নি এমন ভান করে। আওয়ামীলীগ-ছাত্রলীগের সন্ত্রাস বর্বরতায় চমকাবেন না। বাংলাদেশের জনগনের জন্য আওয়ামীলীগ-ছাত্রলীগের এগুলি বিশেষ উপহার।

রাজশাহীতে ছাত্রলীগ রুপী হিংস্র জানোয়ারদের পশুত্তের প্রতিবাদে ইসলামী ছাত্রশিবিরের প্রেস ব্রিফিং

বিসমিল্লহির রহমানির রহীম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসবিজ্ঞপ্তি রাবি শিবিরের লতিফ হল

সেক্রেটারীর পা কেটে দিল ছাত্রলীগ:প্রতিবাদে অর্ধদিবস হরতাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের পরীক্ষার হল থেকে রাবি শিবিরের মানব সম্পদ উন্নয়ন সম্পাদক জিয়াউদ্দিন বাবলুকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাবার পর ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষক-ছাত্রদের সম্মুখে শহীদুল্লাহ কলা ভবনের দ্বিতীয় তলার

সিড়িতে রাবি ছাত্রলীগ সেক্রেটারী তৌহিদ আল হাসান তুহিনের নেতৃত্বে রুনু, কিবরিয়া, ডন, কৌশিক, অভিসহ ছাত্রলীগের ১০-১২ জন সশস্ত্র সন্ত্রাসী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নবাব আব্দুল লতিফ হল সেক্রেটারী রাসেল আলম-এর উপর নির্মম হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে ডান পা বিচ্ছিন করে এবং উভয় পায়ে রিভলবার ঠেকিয়ে গুলি করে চলে যায়। প্রকাশ্য দিবালোকে এই বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং কর্মসূচি ঘোষণা করেন রাবি শিবিরের সভাপতি মোহা. আশরাফুল আলম ইমন ও সাংগঠনিক সম্পাদক শোয়েব শাহ্রিয়ার এবং রাজশাহী মহানগর সেক্রেটারী ডা. আনওয়ারুল ইসলাম। নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগের এই সশস্ত্র হামলা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায় এবং এ ঘটনা ক্যাম্পাসের সকল ছাত্র- ছাত্রীকে আতঙ্কিত করে তুলেছে। নেতৃবৃন্দ আরও বলেন, অবিলম্বে চিহ্নিত এইসব সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। অন্যথায় সাধারণ ছাত্র-জনতাকে সাথে নিয়ে এসব চিহ্নিত সশস্ত্র ছাত্রলীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য হবো।

ইয়া আল্লাহ,ছাত্রলীগ নামধারী জানোয়ারদের হেদায়েত দিন আর মজলুম ভাইদের হেফাজত করুন-আমিন।।

বিষয়: বিবিধ

২২০৩ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

235679
১৭ জুন ২০১৪ সকাল ১০:১২
সিটিজি৪বিডি লিখেছেন : ইয়া আল্লাহ,ছাত্রলীগ নামধারী জানোয়ারদের হেদায়েত দিন আর মজলুম ভাইদের হেফাজত করুন-আমিন।।
১৭ জুন ২০১৪ সকাল ১০:২১
182188
বাংলার দামাল সন্তান লিখেছেন : আল্লাহ আপনার দোয়া কবুল করুন।
235680
১৭ জুন ২০১৪ সকাল ১০:১৭
নোমান২৯ লিখেছেন : আমার কোন কথা মুখ দিয়ে বেরুচ্ছে না ।
১৭ জুন ২০১৪ সকাল ১০:২২
182189
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনার মত যুবকদেরকেই এইগয়ে আসতে হবে।
235688
১৭ জুন ২০১৪ সকাল ১০:৪০
ইমরান ভাই লিখেছেন : কি বলবো কিছু লিখতে পারছিনা...
১৭ জুন ২০১৪ বিকাল ০৪:৩৩
182277
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনার মত যুবকদেরকেই এগিয়ে আসতে হবে।
235691
১৭ জুন ২০১৪ সকাল ১০:৫৭
সত্যলিখন লিখেছেন : হে আমাদের প্রতিপালক! যে বোঝা বহন করার সামর্থ আমাদের নেই , তা আমাদের ওপর চাপিয়ে দিয়ো না ৷ আমাদের প্রতি কোমল হও, আমাদের অপরাধ ক্ষমা করো এবং আমাদের প্রতি করুণা করো৷ তুমি আমাদের অভিভাবক ৷ কাফেরদের মোকাবিলায় তুমি আমাদের সাহায্য করো৷ বাকারা ২৮৬
১৭ জুন ২০১৪ বিকাল ০৪:৩৩
182278
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনার মত যুবকদেরকেই এগিয়ে আসতে হবে।
১৮ জুন ২০১৪ রাত ১২:০৩
182550
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম । আলহামদুলিল্লাহ । আমি যুবক না । এই বাংলার যুবক দামাল সন্তানদের জননী । আল্লাহ আপনাকে উত্তম পুরুস্কার দান করুন ।

Click this link
235692
১৭ জুন ২০১৪ সকাল ১১:০১
মোঃজুলফিকার আলী লিখেছেন : কি লিখবো ভাষা হারিয়ে গেছে। তবে ছবিগুলো খুব অদ্ভুত লাগছে। ছবিগুলোকে সরিয়ে ফেললে ভাল হয়। ধন্যবাদ।
১৭ জুন ২০১৪ বিকাল ০৪:৩৪
182279
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনার মত যুবকদেরকেই এগিয়ে আসতে হবে।
235695
১৭ জুন ২০১৪ সকাল ১১:১৩
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : বুকে ব্যাথা হচ্ছে আর দেখতে ইচ্ছে করছে না । কেন জানি বলতে ইচ্ছে করছে ইয়া আল্লাহ প্রতিদান গুলো হায়াত থাকতে দেখতে চাই । কেন বলতে ইচ্ছে হচ্ছে ( মাতা নাছরুল্লাহ ) আল্লাহর সাহায্য কবে আসবে । আর ভালো লাগতাছে না ।
১৭ জুন ২০১৪ বিকাল ০৪:৩৬
182280
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনার মত যুবকদেরকেই এগিয়ে আসতে হবে।
235703
১৭ জুন ২০১৪ সকাল ১১:৫৩
হতভাগা লিখেছেন : এতদিন শিবির কাটতো , এখন শিবিরেরটা কাটা হচ্ছে ।

পাপ বাপকেও ছাড়ে না
২৫ জুন ২০১৪ সকাল ১০:২৪
185100
প্রেসিডেন্ট লিখেছেন : এমন দু একটি ছবিসহ প্রমাণ দিন। শিবিরের টা হাম্বা মিডিয়ার অপপ্রচার ছাড়া আর কিছু নয়। ছাত্রজীবন আমরাও পার করে এসেছি। শিবিরেরটা শুধু শুনেছি হাম্বাদের কাছে, বাস্তবে কখনো দেখিনি।
২৫ জুন ২০১৪ দুপুর ১২:১৪
185135
হতভাগা লিখেছেন : আমার চাচাত ভাইয়ের মুখে শোনা যেটা তার নিজের চোখে দেখা - ঘটনাস্থল সিলেট ওসমানী মেডিকেল কলেজ, ২০০০-২০০৩ এর ঘটনা ।

আর শিবিরের এ কাজ তো একটা মিথে পরিনত হয়েছে ।

শিবিরের নাম আসলেই ''রগকাটা'' শিবির চলে আসে।
235742
১৭ জুন ২০১৪ দুপুর ০১:২৩
egypt12 লিখেছেন : আল্লাহ্‌ চাইলে ৩৬০ ডিগ্রী ফিডব্যাক ওরা অচিরেই পাবে Praying
১৭ জুন ২০১৪ বিকাল ০৪:৩৬
182281
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনার মত যুবকদেরকেই এগিয়ে আসতে হবে।
235804
১৭ জুন ২০১৪ দুপুর ০৩:৫৫
প্রবাসী মজুমদার লিখেছেন : আজ যদি ধারালো অস্ত্রাঘাতে
কারো গর্দানকে দেহ থেকে
বিচ্ছিন্ন করে ফেলে দেয়া হয়,
আমি আশ্চর্য হবোনা। কারণ,
এটি তোমাদেরই নেতৃত্বে পরিচালিত
সন্ত্রাসের কারখানায় শেখানো
অনুশীলনের প্রতিচ্ছবি।
আজ যদি কোন নেতাকে হত্যা করে
চব্বিশটা ইট বেধে
গভীর সমুদ্রে ফেলে দেয়,
আমি বিস্মিত হবোনা। কারন
এটি তোমাদেরই দলীয় ক্যাডারদের তৈরী করা কিলিং স্কোয়ার্ড জাতিকে শিখিয়েছে।

আজ যদি তোমাদের কোন
মিথ্যুক দেশ প্রেমিক নেতাকে
প্রকাশ্য দিবালোকে কেউ গুলি করে
জ্যান্ত আগুনে পৃড়িয়ে দেয়,
আমি আশ্চর্য হবোনা। কারণ,
তোমাদের দলীয় সন্ত্রাসীদের
অন্তকোন্দলে জ্যান্ত জন প্রতিনিধিকে
পোড়ানোর পরও আপনজনের আর্তনাদে তোমাদের নেতার কাছে বিচার পায়নি।

আজ যদি তোমাদের নোংরা রাজনীতির
কোন জনপ্রিয় গড ফাদারকে
কেউ ঘুম করে ফেলে,
অামি সামান্যতম বিচলিত হবোনা। কারন,
হাজারো ঘূম খূনে
তোমাদের নির্বাকতা
আমাকে বাকহীন করেছে।

আজ যদি কোন শোকাহত মা
তার মৃত সন্তানের বুকের উপর পড়ে
আর্তনাদে ফেটে পড়ে,
আমি পাথর চোখে দেখে হাসব। কারণ,
রাজধানীর রাজপথে জ্যান্ত মানুষের উপর তোমাদের লগি বৈঠা ধারীদের
নৃত্যু দেখে আমি বড় পাষন্ড হয়ে গিয়েছি।

....তোমাদের দেশ প্রেমহীন,
হিংসাত্মক নোংরা রাজনীতি আর
হাজারো বিচার বহিভূর্ত
হত্যাকান্ডের ব্যার্থ প্রতিবাদে
আমি এখন হৃদয়হীন এক
মিছে দেশ প্রেমিক।

আমার জন্য পুরো দেশটাই
এখন এক জেলখানা।
সেই চার দেয়ালের খোলা জেল খানায়
বন্দী কয়েদিদের
বেচে থাকার স্বপ্নকে গলা টিপে হত্যা করা তোমাদের অন্ধ সমর্থক আমি
এখন মানসিকভাবে বিকৃত
কান্ডজ্ঞানহীন নেতার একনিষ্ঠ কর্মী।
১৮ জুন ২০১৪ সকাল ০৯:৩৬
182631
egypt12 লিখেছেন : Love Struck Love Struck Love Struck
১০
235871
১৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আওয়ামীলীগের মত সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন যে দেশে আছে সে দেশে হতাহত হওয়া স্বাভাবিক।
আল্লাহ এই আওয়ামী নামের গজব থেকে আমাদের রক্ষা করুন।
১১
236265
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:২২
প্যারিস থেকে আমি লিখেছেন :
বদলা চাই।
আর কোন কথা নাই।
১২
236576
১৯ জুন ২০১৪ রাত ০৮:২৯
বাজলবী লিখেছেন : অাওয়ামী জালেমের জারজ সন্তানরা যে হত্যা যজ্ঞ চালাচ্ছে তা নমরুদ ফেরাউনকে হার মানাচ্ছে। অামাদের এখনি ঈমানের বলে বলিয়ান হয়ে ঐ নব্য ফেরাউনদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।
১৩
238622
২৫ জুন ২০১৪ সকাল ১০:২৫
প্রেসিডেন্ট লিখেছেন : এ জানোয়ারদের উন্মত্ততা থামবে কবে?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File