এসো প্রমাণ করি - ইসলাম সন্ত্রাসের ধর্ম!!!! (সম্পুর্নটা না বুঝে মন্তব্য করবেন না)

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ০৯ জুন, ২০১৪, ১০:১৮:৫৭ সকাল

১/ প্রথম বিশ্বযুদ্ধ কারা শুরু করেছিলো? মুসলিমরা???

২/ দ্বিতীয় বিশ্বযুদ্ধ কারা শুরু করেছিলো? মুসলিমরা???

৩/ অস্ট্রেলিয়ায় ২ কোটি আদিবাসী (এবরিজিন) কারা মেরেছিলো? মুসলিমরা???

৪/ হিরোশিমা আর নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে প্রজন্ম ধংস করেছিলো কারা? মুসলিমরা??

৫/ উত্তর আমেরিকায় ১০ কোটির বেশী রেড ইন্ডিয়ান মেরেছিলো কারা? মুসলিমরা?

৬/ দক্ষিণ আমেরিকায় ৫ কোটির বেশী রেড ইন্ডিয়ান মেরেছিলো কারা? মুসলিমরা?

৭/ কারা আফ্রিকা থেকে ১৮ কোটি কৃতদাস ধরে নিয়ে গিয়েছিলো যাদের ৮৮% পথিমধ্যে মারা যায় কিংবা শাস্তিস্বরূপ আটলান্টিকে ফেলে দেয়া হয়? মুসলিমরা?

৮/ গ্যাস প্রয়োগ করে ৩০ লক্ষ ইহুদী কারা মেরেছিলো মুসলিমরা?

৯/ ভারতের জালিয়ালউয়ালাবাগ হত্যাকান্ড কারা চালিয়েছিলো? মুসলিমরা?

১০/ বৃটিশ শাসনামলের সময় রাস্তার দুইপাশের গাছকে ফাঁসিকাষ্ঠ বানিয়ে লক্ষ লক্ষ মানুষ কারা মেরেছিলো মুসলিমরা

১১/ প্যালেস্টাইনে অর্ধশতাব্দী ধরে কারা লক্ষ লক্ষ মানুষ মেরে আসছে? মুসলিমরা?

১২/ ইরাকে দশ বছর ধরে কারা সৈন্য বহাল রেখে মানুষ মারছে? মুসলিমরা?

১৩/ আফগানিস্তান,পাকিস্তানে কারা ড্রোন হামলা করে জনপদ নিশ্চিণ্হ করে দিচ্ছে? মুসলিমরা?

১৪/ কাশ্মীরে মুসলিমদের ঘরে ঢুকে মেয়েদেরকে ধরে নিয়ে ধর্ষণ করে মারছে কারা? বিনা উস্কানীতে গুলি চালাচ্ছে কারা মুসলিমরা?

১৫/ বার্মায় মানুষ মেরে দাঁত-চোখ উপড়ে,মগজ ফাটিয়ে লাশ বিকৃত করছে কারা? পেট্রোল দিয়ে লাশ পোড়াচ্ছে কারা মুসলিমরা?

উত্তরঃ সবগুলোর উত্তর ই "না" । অর্থাৎ... পৃথিবীর বড় বড় কোন অপরাধের সাথেই মুসলিমরা জরিত নয় ।

আগে তোমাকে 'সন্ত্রাস' কাকে বলে তা পরিষ্কার করে বোঝাতে হবে…যদি একজন অমুসলিম কোন অপরাধ করে তাহলে তা হয়, সাধারণ অপরাধ‬', আর কোন অন্যায় কাজ না করলেও মুসলিমরা সন্ত্রাস, জঙ্গীবাদ ????

প্রথমে তোমাদের এই দ্বিমুখীতা ফেলে দাও,তারপর আলোচনা করতে এসো…

(সংগৃহীত)

বিষয়: বিবিধ

১৫২৪ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

232677
০৯ জুন ২০১৪ সকাল ১০:২৭
নেহায়েৎ লিখেছেন : মিডিয়া যুদ্ধ এখন অস্ত্রের চেয়েও বড় যুদ্ধ। এরা দিনকে রাত বলছে আর রাতকে দিন বলছে সারা বিশ্বের সাধারণ মানুষও তাই বিশ্বাস করছে, মিডিয়ার কল্যাণে। মুসলিমদের ঈমানী জোড় বাড়াতে হবে, ত্বাকওয়া বাড়াতে হবে, আন্তর্জাতিক মানের মিডিয়ার প্রসার ঘটাতে হবে, অস্ত্রের জোড়ও অবশ্যই বাড়াতে হবে।
০৯ জুন ২০১৪ সকাল ১০:২৯
179363
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ, ভাইয়া, আমি আপনার সাথে ১০০% সহমত পোষন করছি।
232686
০৯ জুন ২০১৪ সকাল ১০:৪৫
আমি মুসাফির লিখেছেন : ১৫০ কোটি মুসলমানকে ৩ ভাগ করুন ।
১। বাবা মুসলিম তাই আমি মুসলিম।
২। খতনা করা মুসলিম
৩। কালেমা পড়ে জেনে শুনে মুসলিম।

৩নং মুসলিমের ভিতর আবার অনেক ফেরকা ।

তাহলে দেখেন নামে মুসলমান হয়ে কাফেরদের সহযোগী ছাড়া আর কি করছে তারা।
যদি সত্যিকার মুসলমান হতো তাহলে এমন বলতে কাফেরদের একটু চিন্তা করা লাগত।
তাই নেহায়েৎ ভায়ের সাথে একমত যে আমাদেরকে মুসলমান হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে।

আর আপনি যে প্রশ্নগুলো উল্লেখ করেছেন এগুলো তো জোর করে আমাদের উপর চাপিয়ে দিচ্ছে দুর্বলতার কারনে।
যেমন আমাদের দেশে মুসলমান নামধারী শাসক াাছে তারা মুসলমানকে জঙ্গী বানিয়ে কাফেরদের সহায়তা পাবার চেষ্টা করছে। এরাই প্রকৃত দুশমন।

অাপনার যুগোপযোগী পোষ্টের জন্য ধন্যবাদ।
০৯ জুন ২০১৪ দুপুর ০৩:২০
179486
বাংলার দামাল সন্তান লিখেছেন : মুল্যবাদ, মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।
232693
০৯ জুন ২০১৪ সকাল ১১:০৪
আল সাঈদ লিখেছেন : মুসলমানদের ঐক্য ছাড়া এর জবাব দেওয়া সম্ভব নয়। মুসলমানদের ঐক্য চাই।
০৯ জুন ২০১৪ দুপুর ০৩:২০
179487
বাংলার দামাল সন্তান লিখেছেন : সহমত
232702
০৯ জুন ২০১৪ সকাল ১১:২৩
হতভাগা লিখেছেন : বর্তমান বিশ্বে এই থিওরীটা খুব চলে :

যারা আঘাত করে তারা কোন সমস্যা না , সমস্যা হল তারা যারা প্রতিঘাত করে/করতে চায়।
০৯ জুন ২০১৪ দুপুর ০৩:২০
179488
বাংলার দামাল সন্তান লিখেছেন : ঠিক বলেছেন ভাই, আসলে আমরা সবাই হতভাগা।
232708
০৯ জুন ২০১৪ সকাল ১১:৩০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সত্যকে অনেকে সত্যই ভয় পায়।

তাই তারা মিথ্যাকে সত্য বলে মনে করে আর চালাতে চায়।
০৯ জুন ২০১৪ দুপুর ০৩:২০
179489
বাংলার দামাল সন্তান লিখেছেন : সহমত
232717
০৯ জুন ২০১৪ সকাল ১১:৩৯
আহ জীবন লিখেছেন : মুসাফির ভাই যা বলেছেন ঠিক বলেছেন কিন্তু ৮> যেই করেছে যদি সম্পূর্ণ করতো তাহলে হয়ত আমরা মুসলমানরা আরও কিছু সময় ভাল থাকতে পারতাম। যদিও আমাদের শত্রুর অভাব নেই।
০৯ জুন ২০১৪ দুপুর ০৩:২১
179490
বাংলার দামাল সন্তান লিখেছেন : সহমত
232766
০৯ জুন ২০১৪ দুপুর ০২:২৫
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : সংগ্রহ করে রাখলাম। ভবিষ্যতেও কাজে দিতে পারে
০৯ জুন ২০১৪ দুপুর ০৩:২১
179491
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ।
233144
১০ জুন ২০১৪ সকাল ১০:১৮
egypt12 লিখেছেন : আমাদের মরতে হবে প্রতিরোধ করতে চাইলেই সন্ত্রাসী ট্যাগ জুটবে Broken Heart
১০ জুন ২০১৪ সকাল ১০:৩০
179813
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ।
233199
১০ জুন ২০১৪ দুপুর ১২:২৫
ইমরান ভাই লিখেছেন : সবথেকে বড় শন্ত্রাষ হলো কাফের/মুরতাদ/নাস্তিক/মুশরিক।
আর এদেরকে হেল্প করে নামধারী মুসলিম/কবর পুজারী/পীর পুজারী/ভান্ডারী/আরো অজানা নামধারী মুনাফিক।

প্রত্যেক ক্রিয়ারি বিপরিত প্রতিক্রিয়া আছে আমাদেরকে তা দেখাতেহবে। Thumbs Up
১১ জুন ২০১৪ সকাল ১০:৩২
180226
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ, ভাইয়া, আমি আপনার সাথে ১০০% সহমত পোষন করছি।
১০
234026
১২ জুন ২০১৪ রাত ০৪:১২
প্যারিস থেকে আমি লিখেছেন : জ্বি তারপরও মুসলামানরা সন্ত্রাসী কেননা ওদেরকে কেনা যায় সহজে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File