তথাকথিত হকের ডিলার বলে পীর ধরলেই নাকি বেহেশত পাওয়া যায়???

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ০৪ জুন, ২০১৪, ০২:৩২:২৭ দুপুর















তথাকথিত হকের ডিলার বলে পীর ধরলেই নাকি বেহেশত পাওয়া যায়???

অথচ পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেছেন, "তোমরা কি মনে করেছ তোমরা এমনি এমনি বেহেশতে প্রবেশ করতে পারবে ? অথচ এখনও তোমাদের উপর ঐসব অবস্থা আসেনি যা তোমাদের আগে যারা ঈমান এনেছিল তাদের উপর এসেছিল ।তাদের উপর দিয়ে কঠিন অবস্থা গেছে ,বিপদ আপদ এসেছে ,তাদেরকে কাপিয়ে তুলেছে ,এমনকি শেষ পর্যন্ত রাসূল নিজে এবং যারা তার সাথে ঈমান এনেছিল তারা চিত্কার করে বলে উঠেছেন যে ,আল্লাহর সাহায্য কখন আসবে ? তখন তাঁদেরকে সাত্ত্বনা দেয়া হয়েছে যে .আল্লাহর সাহায্য অতি নিকটেই । (সুরা বাকারা ২১৪) এছাড়াও অন্য আয়াতে আল্লাহ বলেছেন, "নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ভীতি (ভীতিপ্রদ পরিস্থিতি) ক্ষুধা এবং মাল,জান ও ফল-ফসলের ক্ষতির দ্বারা। আর ধৈর্য অবলম্বনকারীদেরকে সুসংবাদ দাও। (সূরা : বাকারা : ১৫৫)"আর হ্যা ।সবশেষে একটি কথা !"মানুষেরা কি মনে করেছে যে, আমরা ঈমান এনেছি একথা বললেই তাদেরকে ছেড়ে দেয়া হবে, আর তাদের কোন পরীক্ষা হবে না? অথচ আমি তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছি। শেষ পর্যন্ত তোমাদের সকলকে আমাদের দিকেই আসতে হবে। (সূরা আম্বিয়া : ৩৫) সুতরাং কারা হকের পথে আছে তা চিনতে হলে আগে বাতিলকে চিনতে হবে ,কারন আমরা হক চিনতে ভুল করলেও,বাতিল কখনো হক চিনতে ভুল করেনা- যুগে যুগে তেমনটিই ঘটে আসছে,বর্তমানে ঘটছে এবং ভবিষ্যত্‍তেও ঘটবে-আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষার মাধ্যমে পুরস্কার হিসেবে বেহেশত দান করবেন-কারন আল্লাহ তায়ালা খাতসহ সোনা চাননা,আর তাইতো তিনি তার প্রিয় বান্দাকে জুলুম নির্যাতনের আগুনে পুরে খাটি সোনার বান্দা হিসেবে জান্নাতুল ফেরদৌসে দেখতে চান-তাইতো সারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামীন হক ও বাতিলের পার্থক্য স্পষ্ট করে দিয়েছেন এবং হকের পথের পথিকদের কঠিন বিপদাপদ দিয়ে পরীক্ষা করছেন-যাতে করে কঠিন বিপদে ধৈর্য্য ধারন করে আল্লাহকে স্বরন করি-আল্লাহর সাহায্য অতি নিকটে-ইনশা'আল্লাহ আল্লাহ তার মুমিন বান্দাদেরকে নিরাশ করবেন না-













¤¤ইসলামের আকিদা ধ্বংসকারী মাজার ব্যবসা সম্পর্কে সতর্ক হোন¤¤

আমার ধারণামতে সারাবিশ্বের মধ্যে চট্টগ্রামেই সবচেয়ে বেশী মাজার রয়েছে।হু হু করে মাজারের সংখ্যা বেড়ে চলেছে নিত্যদিন।আপনি কি কখনো ভেবে দেখেছেন এ মাজারের সংখ্যা বাড়ার কারণ কি???একাগ্রচিত্তে ভেবে দেখলেই আপনি এর উত্তর পেয়ে যাবেন।যাক এবার মূল কথায় আসা যাক।

“খাজা তোমার দরবারেতে,

কেউ ফিরেনা খালি হাতে!!!”

(নাউজুবিল্লাহ)

বোকা কিছু মানুষ আছে যারা জীবনে কোনোদিন নামাজ পড়ে না, রোজা রাখেনা, কোনো সমস্যায় পড়লেই খাজা তথা গাঁজা বাবাদের দরবারে দৌড় দেয়। এই আবালরা মনে করে সমাধান সব গাঁজা বাবাদের কাছেই!! কোটি টাকার মালিক, অথচ যাকাত দেয় না। গরীবদের সাহায্য করে না। রাষ্ট্রকে ইনকাম টেক্স দেয় না। কিন্তু সব টাকা খাজার দরবারে দিয়ে আসে। ভন্ডের দল খাজারাই কোটিপতি হয়। চট্টগ্রাম ও সিলেট বিভাগে এসব ভন্ড পীরদের আস্তানা অত্যধিক বেশি। একই উপজেলায় কয়েকটা থেকে কয়েকশত মাজার আছে। এই ভন্ডরা তাদের রবদের কবরগুলোকে ‘কবর’ বলে না; বলে কিনা ‘মাজার’। আর মূর্খ পাবলিকও বোঝে না যে যেটাই ‘নূন’ সেটাই ‘লবণ’। এসব ভন্ড গাঁজা বাবা, বদনা পীরদের ধর্ম ব্যবসা বন্ধ করতে ইসলামের মৌলিক জ্ঞান তাদের নিকট পৌঁছানো প্রয়োজন। প্রথমত মানুষের আকিদাহ পরিবর্তন করা গেলে এই গাঁজাবাবাদের ধর্ম ব্যবসায় এমনিতেই লালবাত্তি জ্বলবে। আহ্! মানুষ যদি অন্তত সূরা ফাতিহার ৪ নং আয়াতের অর্থটুকুন বুঝত!!!অর্থাত্‍- যিনি দেয়ার মালিক, তাঁর কাছেই চাইতে হবে। তাহলে হয়তবা কথিত বদনা পীর ও গাঁজা বাবাদের ধ্বস পড়লেও পড়তে পারত!!! আল্লাহ আমাদের সবাইকে ভন্ডপীরদের রাহু থেকে মুক্ত করে পরিপূর্ণ ইসলামীক অনুশাসনে চলার তাওফীক দান করুক।।।

বিষয়: বিবিধ

৩০৫৪ বার পঠিত, ৪৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

230494
০৪ জুন ২০১৪ দুপুর ০২:৩৭
আবদুস সবুর লিখেছেন : অসংখ্য ধন্যবাদ এই জাতীয় মানুষরূপী শয়তানের ব্যাপারে লিখার জন্য। ‍
০৪ জুন ২০১৪ দুপুর ০২:৪০
177184
বাংলার দামাল সন্তান লিখেছেন : মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ।
230498
০৪ জুন ২০১৪ দুপুর ০২:৪১
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :
পিলাচ
অনেক ধন্যবাদ
ভালো লাগলো
০৪ জুন ২০১৪ দুপুর ০২:৪৩
177189
বাংলার দামাল সন্তান লিখেছেন : আনাকেও ধন্যবাদ।
230500
০৪ জুন ২০১৪ দুপুর ০২:৪৩
প্রেসিডেন্ট লিখেছেন : আপনার দারুণ পোস্টটি প্রিয়তে নিলাম। আমি একটি সিরিজ লিখছি, কাজে লাগবে।

এ বিদয়াতী/শিরকপন্থীরা মুরীদদের সহ জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে।
০৪ জুন ২০১৪ দুপুর ০২:৫৮
177195
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ, ভাইয়া আমার মত নগন্য মানুষের পোস্টটি প্রিয়তে নেওয়ার জন্য।
230502
০৪ জুন ২০১৪ দুপুর ০২:৪৯
নেহায়েৎ লিখেছেন : "বলুনঃ আল্লাহ ব্যাতীত যাদেরকে তোমরা উপাস্য মনে কর, তাদেরকে আহ্বান কর। অথচ ওরা তো তোমাদের কষ্ট দূর করার ক্ষমতা রাখে না এবং তা পরিবর্তনও করতে পারে না।"
(সূরা বনী-ইসরাঈল, আয়াত-৫৬)


"আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাক, তারা সবাই তোমাদের মতই বান্দা। অতএব, তোমরা যাদেরকে ডাক, তখন তাদের পক্ষেও তো তোমাদের সে ডাক কবুল করা উচিত যদি তোমরা সত্যবাদী হয়ে থাক?"
(সূরা আল আ'রাফ, আয়াত-১৯৪)
230503
০৪ জুন ২০১৪ দুপুর ০২:৫০
নেহায়েৎ লিখেছেন : "আর তোমরা তাঁকে(আল্লাহ) বাদ দিয়ে যাদেরকে ডাক তারা না তোমাদের কোন সাহায্য করতে পারবে, না নিজেদের আত্মরক্ষা করতে পারবে।"
(সূরা আল আ'রাফ, আয়াত-১৯৭)

"এবং যারা আল্লাহকে ছেড়ে অন্যদেরকে ডাকে, ওরা তো কোন বস্তুই সৃষ্টি করে না; বরং ওরা নিজেরাই সৃজিত। তারা মৃত-প্রাণহীন এবং কবে পুনরুথ্থিত হবে জানে না।"
(সূরা আন-নাহল, আয়াত-২০-২১)
০৪ জুন ২০১৪ দুপুর ০২:৫৮
177196
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :
আল্লাহু আকবার
230504
০৪ জুন ২০১৪ দুপুর ০২:৫০
নেহায়েৎ লিখেছেন : "আল্লাহ বলেলেনঃ তোমরা দুই উপাস্য গ্রহণ করো না উপাস্যতো মাত্র একজনই। অতএব আমাকেই ভয় কর।"
(সূরা আন-নাহল, আয়াত-৫১)

"তারা আল্লাহ ব্যাতীত অন্যান্য ইলাহ গ্রহণ করেছে, যাতে তারা তাদের জন্যে সাহায্যকারী হয়।"
(সূরা মারইয়াম, আয়াত-৮১)
০৪ জুন ২০১৪ দুপুর ০২:৫৯
177197
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ, ভাইয়া, অনেক গুরুত্বপূর্ণ আলকুরআনের আয়াত সমূহ দেওয়ার জন্য।
230509
০৪ জুন ২০১৪ দুপুর ০২:৫৮
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :

আল্লাহু আকবার
০৪ জুন ২০১৪ দুপুর ০৩:০৮
177201
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ
230513
০৪ জুন ২০১৪ দুপুর ০৩:০৭
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন :




দু'দিনের এ দুনিয়াতে বসিছে এক পীরের মেলা
রঙ বিরঙের ব্যবসা ফেদে করছে প্রতারণার খেলা
০৪ জুন ২০১৪ দুপুর ০৩:০৯
177202
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসুন সবাই এইসব প্রতারক হতে নিজে সাবধান হই এবং অন্যকে সাবধান করি।
230514
০৪ জুন ২০১৪ দুপুর ০৩:০৮
আহমদ মুসা লিখেছেন : কবর পুজার মত শিরকী কাজ কারবার থেকে এ জাতিকে আল্লাহ রক্ষা করুক।
০৪ জুন ২০১৪ দুপুর ০৩:২৩
177204
বাংলার দামাল সন্তান লিখেছেন : মহান আল্লাহ আপনার দোয়া কবুল করুক
১০
230520
০৪ জুন ২০১৪ দুপুর ০৩:১৭
মুজতাহিদ বাপ্পী লিখেছেন : সেইরাম হইসে । একটা ডিলার ধরমু ভাবতেসি । কারে ধরলে বেশি টেকা পামু কন তো !! Thinking Thinking
০৪ জুন ২০১৪ দুপুর ০৩:২৩
177205
বাংলার দামাল সন্তান লিখেছেন : চট্টগ্রাম চলে যান, সেখানে পাবেন!
১১
230524
০৪ জুন ২০১৪ দুপুর ০৩:২২
বিদ্রোহী নজরুল লিখেছেন : الله أكبر، الله أكبر، الله أكبر، لااله الا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شئ قدير، لااله الا الله وحده لا شريك له ، أنجز وعده و نصر عبده و هزم الأحزاب وحده .

“আল্লাহ ভিন্ন কোন মাবুদ নেই, তিনি একক, তাঁর কোনো শরিক নেই। রাজত্ব তাঁর আর সকল হামদ তথা প্রশংসাও তাঁরই। তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান। আল্লাহ ভিন্ন কোন মাবুদ নেই, তিনি এক তাঁর কোনো শরিক নেই, তিনি তাঁর ওয়াদা পালন করেছেন, আপন বান্দাকে সাহায্য করেছেন এবং সমস্ত দল ও উপদলকে একা পর্যুদস্ত করেছেন”।
০৪ জুন ২০১৪ দুপুর ০৩:২৪
177206
বাংলার দামাল সন্তান লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
১২
230525
০৪ জুন ২০১৪ দুপুর ০৩:২৭
আমি মুসাফির লিখেছেন : এখানে যারা আসে তাদের ইসলাম সম্পর্কে সম্পুর্ণ ভুল ধারণা দেয়া হয়েচে।
০৪ জুন ২০১৪ দুপুর ০৩:৩০
177207
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনার আমার সবার দায়িত্ব তাদেরকে সেই ভূল ধরিয়ে দেওয়া, ধন্যবাদ।
১৩
230542
০৪ জুন ২০১৪ বিকাল ০৪:১৬
ইমরান ভাই লিখেছেন : এগুলোর পাচায় এটম বোমা বা মিজাইল লাগায়া প্লানেটের বাহিরে পাঠায় দেওয়া যায় না? তাইলে একটু সন্তি হইতো।
০৪ জুন ২০১৪ বিকাল ০৪:২৬
177239
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসুন সবাই এইসব প্রতারক হতে নিজে সাবধান হই এবং অন্যকে সাবধান করি।
১৪
230557
০৪ জুন ২০১৪ বিকাল ০৪:৫০
শেখের পোলা লিখেছেন : জিতে রহো বেটা৷
০৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
177318
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসুন সবাই এইসব প্রতারক হতে নিজে সাবধান হই এবং অন্যকে সাবধান করি।
১৫
230575
০৪ জুন ২০১৪ বিকাল ০৫:২২
ডক্টর সালেহ মতীন লিখেছেন : খুব ভালো লাগল, ধন্যবাদ।
০৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
177319
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসুন সবাই এইসব প্রতারক হতে নিজে সাবধান হই এবং অন্যকে সাবধান করি।
১৬
230579
০৪ জুন ২০১৪ বিকাল ০৫:২৮
নোমান২৯ লিখেছেন : কুরআনের আয়াতগুলো আরো স্পষ্ট করে দিলে ভাল হত ।
যায় হোক,লেখাটা ভাল লেগেছে।
তবে এ মাজারগুলো জিইয়ে থাকার জন্যে সব রাজনৈতিক দলের দায় আছে । আপনি জামাতের বিরুদ্ধে ধর্ম ব্যবসার শত শত অভিযোগ পাবেন মাথামোটা বুদ্ধজীবী ও রাজনৈতিক নেতাদের থেকে।কিন্তু এসব মাজার পুজারীদের তারা ধর্ম ব্যবসায়ী বলে না।ধন্যবাদ । ভাল লাগল।
০৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
177320
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসুন সবাই এইসব প্রতারক হতে নিজে সাবধান হই এবং অন্যকে সাবধান করি।
১৭
230597
০৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:০৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দেশে আজ দুই তন্ত্র চলতেছে এক বাকশাল তন্ত্র দুই ,পীর তন্ত্র
০৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
177322
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসুন সবাই এইসব প্রতারক হতে নিজে সাবধান হই এবং অন্যকে সাবধান করি।
১৮
230607
০৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই পিরে কামেল চোরে টাইটেলদের প্রভাব কিছুটা কমে গিয়েছিল বিশেষত পিস টিভি এবং অন্যান্য চ্যানেল এ ভাল কিছু অনুষ্ঠানের কারনে। কিন্তু এই সরকারের সহযোগিতায় এদের প্রভাব অতিরিক্ত বেড়ে গেছে।
০৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
177323
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসুন সবাই এইসব প্রতারক হতে নিজে সাবধান হই এবং অন্যকে সাবধান করি।
১৯
230623
০৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০১
নূর আল আমিন লিখেছেন : আমিও পীর ধরুম তবে বেহেস্তের জন্য না খিচুরির জন্য i love খিচুরি
০৫ জুন ২০১৪ সকাল ১০:২৬
177604
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসুন সবাই এইসব প্রতারক হতে নিজে সাবধান হই এবং অন্যকে সাবধান করি।
২০
230625
০৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০৫
প্রবাসী আশরাফ লিখেছেন : ছবি ও তথ্য-উপাত্ত দিয়ে ভন্ডদের ভন্ডামি তুলে ধরার জন্য আন্তরিক মোবারকবাদ রইলো সাথে রবের দরবারে আপনার কলমী শক্তি বৃদ্ধির দোয়া রইলো।
০৫ জুন ২০১৪ সকাল ১০:২৬
177605
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসুন সবাই এইসব প্রতারক হতে নিজে সাবধান হই এবং অন্যকে সাবধান করি।
২১
230641
০৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
সাদামেঘ লিখেছেন : প্রবাসী আশরাফ লিখেছেন : ছবি ও তথ্য-উপাত্ত দিয়ে ভন্ডদের ভন্ডামি তুলে ধরার জন্য আন্তরিক মোবারকবাদ রইলো সাথে রবের দরবারে আপনার কলমী শক্তি বৃদ্ধির দোয়া রইলো।
ধন্যবাদ আপনাকে
০৫ জুন ২০১৪ সকাল ১০:২৬
177606
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসুন সবাই এইসব প্রতারক হতে নিজে সাবধান হই এবং অন্যকে সাবধান করি।
২২
230677
০৪ জুন ২০১৪ রাত ১০:২৬
হতভাগা লিখেছেন : আল্লাহর কাছে কিছু চাইতে গেলে ধৈর্য্য ও সালাতের সহকারে চাইতে হবে । এবং সেটা নিজে । তাই বেহেশতে যেতে চাইলে , আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে চাইলে আল্লাহকে নিজে নিজে ডাকতে হবে । কাউকে মাধ্যম করে নয় । কারণ কেউ কারও বোঝা বহন করবে না ।
০৫ জুন ২০১৪ সকাল ১০:২৭
177607
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসুন সবাই এইসব প্রতারক হতে নিজে সাবধান হই এবং অন্যকে সাবধান করি।
২৩
230748
০৫ জুন ২০১৪ রাত ০৩:১৮
প্যারিস থেকে আমি লিখেছেন : সেরাম হইছে ভাইজান।
০৫ জুন ২০১৪ সকাল ১০:২৭
177608
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসুন সবাই এইসব প্রতারক হতে নিজে সাবধান হই এবং অন্যকে সাবধান করি।
২৪
230754
০৫ জুন ২০১৪ রাত ০৩:৪৮
রুপালী নদী লিখেছেন : যত মাযার বর্তমানে দেশে আছে সবগুলাই ভন্ড। আমার মঞ্চায় যতগুলা মাযার আছে সব মাযারে হাগু করে মনের আশা পুরন করতে।আর খাদেম নামের শয়তান গুলার কানের পট্টিতে একখান ফিল্মি তাপ্পড় লাগাইতে। ভালো লাগলো
০৫ জুন ২০১৪ সকাল ১০:২৭
177609
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসুন সবাই এইসব প্রতারক হতে নিজে সাবধান হই এবং অন্যকে সাবধান করি।
২৫
230818
০৫ জুন ২০১৪ সকাল ০৯:৫৫

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File