শিবিরের হাতেই কি আমরা প্রতারিত হচ্ছি !!! (একটু বড় হলেও পড়ার অনুরোধ করছি)
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ২৫ মে, ২০১৪, ০৪:০২:৫২ বিকাল
প্রথম যখন আমি ফেইসবুক ইউজ শুরু করলাম, তখন শিবিরকে নিয়ে লিখালিখি করে এমন অনেকেকেই খুব পছন্দ করতাম । ভাবতাম তাদের লিখনীর ধরণ অনুযায়ী নিশ্চয়ই তারা ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী বা শিবিরের সক্রিয় ও উঁচু পর্যায়ের জনশক্তি হবেন । এমন কেউ কেউ ছিলেন যাদের সাথে চ্যাট করে অনেক সময় জিজ্ঞেস করেই ফেলতাম, “আপনি কোন এলাকার দায়িত্বশীল” ?
কিন্তু এই জগতে যখন বিচরণ বেড়ে গেলো, যাবতীয় বিষয় বুঝতে শুরু করলাম, তখন জানতে পারলাম শিবিরের নাম দিয়ে ফেইসবুকে অনেকেই লাইক বা সেলিব্রিটি ব্যাবসা করে । লাইক ব্যাবসা বা সেলিব্রিটি কি তা অবশ্য আগে মোটেই জানতাম না । আমার মনে হতো, যারা এতো আবেগ দিয়ে লিখালিখি করে তারা নিশ্চয়ই ভন্ড ও কৃত্রিম হতে পারেনা ।
পরে অবশ্য ধারণা পালটে গেলো । অনেককেই চিনলাম । অনেকেরই বাস্তব পরিচয় পেলাম । আমার কাছে তাদের প্রকৃত মুখোশ উন্মোচিত হলো । ভুল ভাঙলো, যাদেরকে শিবিরের অনেক কিছুই মনে করতাম, পরে দেখলাম তারাতো শিবিরের সমর্থক নয়ই বরং শিবিরের কট্টর বিরোধী ।
ভাবলেই অবাক হবেন, ফেইসবুকে আপনারা অনেককেই সেলিব্রিটি হিসেবে চেনেন, হয়তো ভাবেন শিবিরের জন্য তারা জানপ্রাণ, লিখনী দেখে হয়তো চিন্তা করেন তারা শিবিরের জন্য সবকিছু করতে প্রস্তুত আছেন ।
কিন্তু দুর্ভাগ্য যে, তাদের অনেকেরই শিবিরের স্তরভিত্তিক কোনো মান নেই, তারা ময়দানেও সক্রিয় নন, শিবিরের কোনো কাজে তাদের মোটেই পাওয়া যায়না, এমনকি কেউ কেউ আছেন যারা নামাজও ঠিকঠাক আদায় করেন না । যদি নিজের চোখে না দেখতাম বা সরাসরি না জানতাম তাইলে হয়তো বলতে পারতেন ধারণা নির্ভর হয়ে আপনি মিথ্যা বলছেন । কিন্তু বাস্তবতা হলো এটিই সত্যি ।
এই কারণে অনেক সময়ই সংগঠন ক্ষতিগ্রস্ত হচ্ছে । কারণ সাধারণ ইউজাররা মনে করছে এরাই হয়তো অনলাইনে শিবিরের প্রকৃত প্রতিনিধিত্বকারী । তাই তাদের মনগড়া লিখা পড়ে বিশ্বাস করে অনেকেই বিভ্রান্ত ও প্রতারিত হচ্ছে । নির্দেশিত নয়, এমন অনেক কিছুকেই তারা আদেশরূপে প্রচার করছে ।
তবে আলহামদুলিল্লাহ ! একনিষ্ঠ ও নিবেদিত প্রাণ অনেকেই ফেইসবুকে নিয়মিত সময় দিচ্ছেন, যারা আসলেই শিবিরের প্রকৃত প্রতিনিধি । যাদের লিখায় প্রকৃতই সংগঠনের নির্দেশনা ও ভাবধারা ফুটে ওঠে ।
শিবিরের সমর্থক আমরা যারা সাধারণ ইউজার আছি, আমাদের এখন দায়িত্ব হবে সঠিক লোকটিকে চিহ্নিত করা। কারণ চতুরমুখী ষড়যন্ত্র ও মিথ্যার বেড়াজালকে কাজে লাগিয়ে অনেক মুনাফিক, ভন্ড, লেবাসধারী, তথাকথিত শিবির সুবিধা নিতে চাইবে, যেখানে সংগঠন তো লাভবান হবেইনা বরং চরম ক্ষতিগ্রস্ত হবে । দেখা যাবে আমাদের সহযোগীতা পেয়ে প্রতিষ্ঠিত হয়ে অনেকে শেষপর্যন্ত আমাদের বিরুদ্ধেই অবস্থান নেবে ।
তাই আসুন সাবধান হই । আবেগের উপর বিবেককে প্রাধান্য দেই ।। আর মুনাফিকদের কাছ থেকে দূরে থাকি ।।
(সংগৃহীত)
বিষয়: বিবিধ
১৪৫৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Awesome Bro . Carry On(Request) .
মন্তব্য করতে লগইন করুন