এবার মন্দিরে আগুন দিলেন আওয়ামী লীগ নেতা।

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১৮ এপ্রিল, ২০১৪, ১২:২৭:২৪ দুপুর



এবার লালমনিরহাটে রাধা গোবিন্দ দূর্গা মন্দির পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। মন্দির পোড়ানোরা অভিযোগে গতকাল আদিতমারী থানায় মামলা হয়েছে। আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের ভোলার দীঘি গ্রামে গতকাল রাতে এ ঘটনা ঘটে।

মন্দিরের পুরোহিত আন্দারু বর্মন জানান, রাত ৩টায় মন্দিরে পেট্রোল ঢেলে আগুন দিলে মূহুর্তে তা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের গাড়ী আসার আগেই আশে পাশের লোকজন আগুন নেভায়। আগুনে মন্দিরের দরজা, চারদিকে ঘেরা টিনের বেড়া ও টিনের ঘরের চালের একাংশ পুড়ে যায়।

গতকাল দুপুরে মন্দিরের পুরোহিত আন্দারু বর্মন বাদী হয়ে সারপুকুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান (৩৫) ও শাহজামাল মিয়াসহ অজ্ঞাত ১৫জনের বিরুদ্ধে আদিতমারী থানায় মামলা করেন।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, শাহজাহান বুধবার রাত ১০.৩০টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মন্দিরের পুরোহিতকে লাঞ্চিত করেন। এ সময় তিনি ও তার লোকজন হিন্দুদের গ্রাম ছাড়া করার হুমকি দেন। তবে আওয়ামী লীগ নেতা শাহজাহানের সাথে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনা সাজানো বলে দাবী করেন। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন লাগানোর আলামত হিসেবে পেট্রলের বোতল উদ্ধার করা হয়েছে। মামলা হয়েছে আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

তথ্যসূত্র : দৈনিক বাংলাদেশ প্রতিদিন- ১৮ এপ্রিল ২০১৪, ১১পৃষ্ঠার ২এর কলাম
-Click this link

বিষয়: বিবিধ

১৩৩৪ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

209483
১৮ এপ্রিল ২০১৪ দুপুর ০২:২১
হতভাগা লিখেছেন : নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার নীতি এ অন্চলের নিত্য অভ্যাস
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১০:১৩
158400
বাংলার দামাল সন্তান লিখেছেন : ঠিক বলেছেন ভাই।
209506
১৮ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩৭
সৃজনশীল লিখেছেন : হামলার আওয়ামী স্টাইল!
উপরে উপরে মায়া কান্না দেথালেও আসলে সংখ্যালঘুদের সম্পদ, মন্দীর ও পার্থনালয় যুগে যুগে অন্যের ঘারে দোষ চাপানোর জন্য আওয়ামীলীগের লোকেরাই করেছে।
ধরা পড়লে পাগল বা দলের পরিচয় গোপন। তাদের পুরানো অভ্যা কীভাবে ছাড়বে?
তাদের বাবা-বোন-ভাই ও দলের ঐতিহ্যের ব্যাপার!
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১০:১৪
158401
বাংলার দামাল সন্তান লিখেছেন : কোথায় এখন কানা মিজান, সুলতানা কামালরা?
209510
১৮ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : সংখ্যালঘু নির্যাতনে সব দলের লোকই এক্সপার্ট।
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১০:১৪
158402
বাংলার দামাল সন্তান লিখেছেন : আওয়ামীলীগ ১ধাপ এগিয়ে।
209542
১৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৫
গ্রাম থেকে লিখেছেন : হিন্দুর মন্দির ভেঙ্গেছে তো কি হয়েছে, পুড়িয়ে তো দেয়নি??

আহারে ঐ এলাকায় মনে হয় জামায়াতের কাউকে আশেপাশে পায়নি BALএর মিডিয়া,
নাহলে জামায়াত করেছে বলে চালিয়ে দেয়া যেত!
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১০:১৫
158403
বাংলার দামাল সন্তান লিখেছেন : কোথায় এখন কানা মিজান, সুলতানা কামালরা?
209544
১৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : গ্রাম থেকে লিখেছেন আহারে ঐ এলাকায় মনে হয় জামায়াতের কাউকে আশেপাশে পায়নি BALএর মিডিয়া,
নাহলে জামায়াত করেছে বলে চালিয়ে দেয়া যেত!
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১০:১৫
158404
বাংলার দামাল সন্তান লিখেছেন : কোথায় এখন কানা মিজান, সুলতানা কামালরা?
209607
১৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
শেখের পোলা লিখেছেন : থাকলে ভোট না থাকলে বাড়ি৷ এ সুযোগ কে ছাড়ে?
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১০:১৬
158405
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ।
209614
১৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
মাটিরলাঠি লিখেছেন : তারা ওদেশেও মায়ের কোলে, এদেশেও মায়ের কোলে। এদেশে মা (ও তার অন্য সন্তানরা) মাঝেমধ্যে নাড়াচাড়া দেয়, তাতে তারা মাইন্ড করেন না।
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১০:১৬
158406
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।
209719
১৮ এপ্রিল ২০১৪ রাত ১০:৪৫
প্যারিস থেকে আমি লিখেছেন : এর পরও আওয়ামীলিগ ভালো।
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১০:১৬
158408
বাংলার দামাল সন্তান লিখেছেন : তারা বরাবরের মতই ভাল।
209784
১৮ এপ্রিল ২০১৪ রাত ১১:৪৫
অজানা পথিক লিখেছেন : এ আর নতুন কি?
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১০:১৭
158409
বাংলার দামাল সন্তান লিখেছেন : তবুও কানা মিজান, সুলতানা কামালরা জামাত শিবিরের গন্ধ খোজে।
১০
209896
১৯ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৫৭
egypt12 লিখেছেন : শাসন করা তারই সাজে সোহাগ করে যে
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১০:১৮
158411
বাংলার দামাল সন্তান লিখেছেন : ঠিক বলেছেন ভাই, আমরা আসলে বুঝি না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File