চরমৌনাই পীরের মুখোশ উন্মোচন!!
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১৬ মার্চ, ২০১৪, ০৯:৩১:৩৬ রাত
চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ ও চরমোনাই পীরের সব বই নিষিদ্ধ করতে হবে । এই দাবির সাথে যারা একমত তারা এক হোন ।
কেন চরমোনাই পীরের দল ও তার বইপত্র নিষিদ্ধ করতে হবে তা এসব উদৃতি পড়লেই বুঝতে পারবেনঃ
পীরদের মধ্যে যে নিজেকে হক্কানী পীর বলে দাবী করেন মাওলানা সৈয়দমোহম্মদ এছহাক সাহেবর কিছু আক্বীদা -
১.আল্লাহর আন্দাজ নাই...(ভেদে মারেফাত, ১৫পৃঃ)
২. শরিয়ত কামেল পীর সাহেব যদি এমন হুকম দেন যাহা প্রকাশ্যে শরিয়তের খেলাফ হয়, তবুও তা নিরাপত্তিতে আদায় করিবে....(আশেকমাশুক, ৩৫পৃঃ)
৩. আমি এত বড় আলীশান খোদা,আমি জমিন ও আসমানে সামাই হই না,একমাত্র মোমেনের কলবে সামাই হই....(ভেদে মারেফাত, ২১পৃঃ)
৪. মনসুর হাল্লাজ আল্লাহ পাকের মোরাকাবা করিতে করিতে আল্লাহর নূরের মধ্যে গরক হইয়া হঠাৎ একদিন বলিতে লাগিলেন আনাল হক (আমি খোদা)... (আশেক মাশুক, ৪২পৃঃ)
৫. পীর সাহেব হলেন আখেরাতের উকিল স্বরূপ... (ভেদে মারেফাত,৬০পৃঃ)
৬.যেই ব্যক্তির পীর নাই, তাহার পীর শয়তান... (ভেদে মারেফাত,২৩পৃঃ)
৭.বান্দা অসংখ্য গুনাহ করার ফলেআল্লাহ পাক তাহাকে কবুল করিতে চান না। পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অনুনয় বিনয় করিয়া ঐ বান্দার জন্য দোয়া করিবেন,যাহাতে তিনি কবুল করিয়া নেন।...(ভেদে মারেফাত,৩৪পৃঃ)
৮. কাফন চোরের হাত আমার হাতের সঙ্গে লাগিয়াছে, এখন কেয়ামত দিবসে ওকে ছাড়িয়া আমি কেমনে পুলছপার হইয়া যাইব ? (ভেদে মারেফাত,২৭-২৮পৃঃ)
৯. পীরের মুরীদ হওয়া ফরজ। (মাওয়াযেজ এসহাকিয়া)
১০.যদি কারো দুইজন পীর হয় তবে দুই পীর তোমার দুই ডানা ধরে বেহেশতে নিয়ে যাবেন, কোনই ক্ষতি নেই । (মাওয়াযেজ এসহাকিয়া, ৫৫-৫৬পৃঃ)
(চরমৌনাই ভক্তদের কাছে প্রশ্ন? উপরের লেখা গুলো পবিত্র কোরআনের কোন সুরার কোন আয়াতে আছে।)
বিষয়: বিবিধ
৩৮১৫ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এ্যাকশান, দাবী কিংবা কর্মপরিকল্পনা নিরূপনের ক্ষেত্রে আরো কিছু বিচার বিবেচনার দাবী রাখে।
আল্লাহর বান্দা ও রাসুলের সঃ এর অনুসারীদের প্রেক্ষাপট, প্রজ্ঞা ও কৌশল ইত্যাদির যেমন ব্যবহার দরকার তেমনি এ জাতীয় ইস্যুতে মুহাম্মদ সঃ এর উন্মতের ৭৩ ধারায় বিভক্তি সংক্রান্ত হাদীসটি বিবেচনায় নিয়ে সবর যেমন করা দরকার একই সাতেহ এ থেকে উত্তোরনের জন্য সত্যিকার জ্ঞানকে সাধারন্যে পৌছানোর ব্যবস্থা করা তুলনামূলক উত্তম বলে আমার মনে হয়।
আমাদের দরকার ট্রু এ্যানিমির পেছনে এক হওয়া, তৈরী করা প্রক্সি এ্যানিমিকে পরে দেখা যাবে।
কোরয়ানে যে তথ্য নেই--টা ফরজ হয় কিভাব্র--ভূয়া পীর
আপনাকে বলছি : আপনি তো আমাকে দেওয়ানবাগীর মুরিদ বা ইহুদী মনে করেন যা আমি এই ব্লগের আহমেদ মুসার এক লেখার মন্তব্য হতে জানলাম, সেই মন্তব্যটা আপনি নিজে করেছেন । আপনি কি এখনও কি আমাকে এমন ধরনের লোকই মনে করেন ? যদি করে থাকেন, তাহলে আমার কোন লেখা আপনার পড়ার প্রয়োজন নেই বা ফেসবুকে আমার কোন স্যাটাস আপনার দেখার প্রয়োজন নেই ।
দয়া করে কুরআনের এই কয়টা আয়াত মনে রাখুন বা আয়ত্ব করার চেষ্টা করুন :
يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا لا يَسخَر قَومٌ مِن قَومٍ عَسىٰ أَن يَكونوا خَيرًا مِنهُم وَلا نِساءٌ مِن نِساءٍ عَسىٰ أَن يَكُنَّ خَيرًا مِنهُنَّ ۖ وَلا تَلمِزوا أَنفُسَكُم وَلا تَنابَزوا بِالأَلقٰبِ ۖ بِئسَ الِاسمُ الفُسوقُ بَعدَ الإيمٰنِ ۚ وَمَن لَم يَتُب فَأُولٰئِكَ هُمُ الظّٰلِمونَ
[11] মুমিনগণ, কেউ যেন অপর কাউকে উপহাস না করে। কেননা, সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে এবং কোন নারী অপর নারীকেও যেন উপহাস না করে। কেননা, সে উপহাসকারিণী অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না। কেউ বিশ্বাস স্থাপন করলে তাদের মন্দ নামে ডাকা গোনাহ। যারা এহেন কাজ থেকে তওবা না করে তারাই যালেম।
يٰأَيُّهَا الَّذينَ ءامَنُوا اجتَنِبوا كَثيرًا مِنَ الظَّنِّ إِنَّ بَعضَ الظَّنِّ إِثمٌ ۖ وَلا تَجَسَّسوا وَلا يَغتَب بَعضُكُم بَعضًا ۚ أَيُحِبُّ أَحَدُكُم أَن يَأكُلَ لَحمَ أَخيهِ مَيتًا فَكَرِهتُموهُ ۚ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ تَوّابٌ رَحيمٌ
[12] মুমিনগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাক। নিশ্চয় কতক ধারণা গোনাহ। এবং গোপনীয় বিষয় সন্ধান করো না। তোমাদের কেউ যেন কারও পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি তারা মৃত ভ্রাতার মাংস ভক্ষণ করা পছন্দ করবে? বস্তুতঃ তোমরা তো একে ঘৃণাই কর। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু। সুরা হুজরাত ১১-১২
মন্তব্য করতে লগইন করুন