চরমৌনাই পীরের মুখোশ উন্মোচন!!

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১৬ মার্চ, ২০১৪, ০৯:৩১:৩৬ রাত



চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ ও চরমোনাই পীরের সব বই নিষিদ্ধ করতে হবে । এই দাবির সাথে যারা একমত তারা এক হোন ।

কেন চরমোনাই পীরের দল ও তার বইপত্র নিষিদ্ধ করতে হবে তা এসব উদৃতি পড়লেই বুঝতে পারবেনঃ

পীরদের মধ্যে যে নিজেকে হক্কানী পীর বলে দাবী করেন মাওলানা সৈয়দমোহম্মদ এছহাক সাহেবর কিছু আক্বীদা -

১.আল্লাহর আন্দাজ নাই...(ভেদে মারেফাত, ১৫পৃঃ)

২. শরিয়ত কামেল পীর সাহেব যদি এমন হুকম দেন যাহা প্রকাশ্যে শরিয়তের খেলাফ হয়, তবুও তা নিরাপত্তিতে আদায় করিবে....(আশেকমাশুক, ৩৫পৃঃ)

৩. আমি এত বড় আলীশান খোদা,আমি জমিন ও আসমানে সামাই হই না,একমাত্র মোমেনের কলবে সামাই হই....(ভেদে মারেফাত, ২১পৃঃ)

৪. মনসুর হাল্লাজ আল্লাহ পাকের মোরাকাবা করিতে করিতে আল্লাহর নূরের মধ্যে গরক হইয়া হঠাৎ একদিন বলিতে লাগিলেন আনাল হক (আমি খোদা)... (আশেক মাশুক, ৪২পৃঃ)

৫. পীর সাহেব হলেন আখেরাতের উকিল স্বরূপ... (ভেদে মারেফাত,৬০পৃঃ)

৬.যেই ব্যক্তির পীর নাই, তাহার পীর শয়তান... (ভেদে মারেফাত,২৩পৃঃ)

৭.বান্দা অসংখ্য গুনাহ করার ফলেআল্লাহ পাক তাহাকে কবুল করিতে চান না। পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অনুনয় বিনয় করিয়া ঐ বান্দার জন্য দোয়া করিবেন,যাহাতে তিনি কবুল করিয়া নেন।...(ভেদে মারেফাত,৩৪পৃঃ)

৮. কাফন চোরের হাত আমার হাতের সঙ্গে লাগিয়াছে, এখন কেয়ামত দিবসে ওকে ছাড়িয়া আমি কেমনে পুলছপার হইয়া যাইব ? (ভেদে মারেফাত,২৭-২৮পৃঃ)

৯. পীরের মুরীদ হওয়া ফরজ। (মাওয়াযেজ এসহাকিয়া)

১০.যদি কারো দুইজন পীর হয় তবে দুই পীর তোমার দুই ডানা ধরে বেহেশতে নিয়ে যাবেন, কোনই ক্ষতি নেই । (মাওয়াযেজ এসহাকিয়া, ৫৫-৫৬পৃঃ)

(চরমৌনাই ভক্তদের কাছে প্রশ্ন? উপরের লেখা গুলো পবিত্র কোরআনের কোন সুরার কোন আয়াতে আছে।)

বিষয়: বিবিধ

৩৮১৫ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

193191
১৬ মার্চ ২০১৪ রাত ০৯:৪৭
সাদাচোখে লিখেছেন : ফ্যাক্টস উন্মোচনের জন্য, জানানোর জন্য ও সচেতনতা সৃষ্টির প্রয়াস এর জন্য ধন্যবাদ।

এ্যাকশান, দাবী কিংবা কর্মপরিকল্পনা নিরূপনের ক্ষেত্রে আরো কিছু বিচার বিবেচনার দাবী রাখে।

আল্লাহর বান্দা ও রাসুলের সঃ এর অনুসারীদের প্রেক্ষাপট, প্রজ্ঞা ও কৌশল ইত্যাদির যেমন ব্যবহার দরকার তেমনি এ জাতীয় ইস্যুতে মুহাম্মদ সঃ এর উন্মতের ৭৩ ধারায় বিভক্তি সংক্রান্ত হাদীসটি বিবেচনায় নিয়ে সবর যেমন করা দরকার একই সাতেহ এ থেকে উত্তোরনের জন্য সত্যিকার জ্ঞানকে সাধারন্যে পৌছানোর ব্যবস্থা করা তুলনামূলক উত্তম বলে আমার মনে হয়।
আমাদের দরকার ট্রু এ্যানিমির পেছনে এক হওয়া, তৈরী করা প্রক্সি এ্যানিমিকে পরে দেখা যাবে।
193193
১৬ মার্চ ২০১৪ রাত ০৯:৫০
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, পড়ে মন্তব্য করার জন্য শুকরিয়া জা্নাই
193224
১৬ মার্চ ২০১৪ রাত ১০:২৮
নীল জোছনা লিখেছেন : তাহলে তো রাসুলে পাক (স.) এর তরিকা ধরার লোক বা দল কোনোটাকেই দেখছি না।
১৬ মার্চ ২০১৪ রাত ১০:৩৬
143894
বাংলার দামাল সন্তান লিখেছেন : সেটা তারাই ভাল জানে।
193229
১৬ মার্চ ২০১৪ রাত ১০:৩৭
সালাহ খান লিখেছেন : লিখার মধ্যে শিরকের হাতছানি । এই জন্যই আমি বলি বাংলাদেশের ৯০ ভাগ মুসলমান ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক মুশরিক । বাংলাদেশে সমস্যা হবে নাকি আরব দেশে সমস্যা হবে । যেই আরব দেশে এক ভাগ মানুষও শিরক করেন না । শিরক এর রুপ খুলে দিবার জন্য রইল ধন্যবাদ
১৬ মার্চ ২০১৪ রাত ১০:৪৮
143902
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ।
193230
১৬ মার্চ ২০১৪ রাত ১০:৪২
তথ্য অধিকার লিখেছেন : পীরগিরীই তো ইসলামবিরোধী শিকীপ্রথা---তার আবার ভালমন্দ কী।

কোরয়ানে যে তথ্য নেই--টা ফরজ হয় কিভাব্র--ভূয়া পীর
১৬ মার্চ ২০১৪ রাত ১০:৪৬
143900
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ, আপনার সাথে সহমত।
193242
১৬ মার্চ ২০১৪ রাত ১১:১৪
মাস্তান লিখেছেন : আসুন সবাই মিলে পরামর্শ করি তাদের বিরুদ্ধে একটা ভিক্ষুক মিছিল ঘোষনার জন্য। Happy]
১৬ মার্চ ২০১৪ রাত ১১:১৮
143937
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনি নের্তৃত্ব দিলে আমি আপনার পিছে আছি।
193257
১৬ মার্চ ২০১৪ রাত ১১:৪২
মাস্তান লিখেছেন : ভিক্ষুকের মিছিলে আমি নাই, পতাকা নিয়ে এগিয়ে যান। Give Up
193271
১৭ মার্চ ২০১৪ রাত ১২:৩৭
আব্দুল গাফফার লিখেছেন : শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ Good Luck
১৭ মার্চ ২০১৪ সকাল ০৯:০৫
144048
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
193353
১৭ মার্চ ২০১৪ সকাল ০৯:০২
ইমরান ভাই লিখেছেন : বাংলাদেশের মানুষের তাওহীদকে ধংশ করছে এই পীররা।












১৭ মার্চ ২০১৪ সকাল ০৯:০৬
144049
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ আপনাকে ভাইয়া।
১৭ মার্চ ২০১৪ দুপুর ১২:৪৪
144117
মাস্তান লিখেছেন : ভাইরে ভাই.. অনেক কষ্ট করইরা ফাটা ফাটি ফটো একটা পোষ্ট দিছেন। তাই দামাল সন্তানের ধন্যবাদও পাইছেন! ক্লান্ত শরীরটা নিয়া একটু আরাম করুন<:-P
১৭ মার্চ ২০১৪ দুপুর ০২:৩১
144177
ইমরান ভাই লিখেছেন : কেন ভাই, আপনার মুর্শিদ কেবলা নাকি??
১০
199212
২৮ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪৫
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : আপনি আমার ফেসবুকের স্যাটাস হুবহু কপি পেস্ট করেছেন । আমি এজন্য কিছু মনে করছি না । তবে আপনার উচিত ছিল আমার নাম উল্লেখ করা ।

আপনাকে বলছি : আপনি তো আমাকে দেওয়ানবাগীর মুরিদ বা ইহুদী মনে করেন যা আমি এই ব্লগের আহমেদ মুসার এক লেখার মন্তব্য হতে জানলাম, সেই মন্তব্যটা আপনি নিজে করেছেন । আপনি কি এখনও কি আমাকে এমন ধরনের লোকই মনে করেন ? যদি করে থাকেন, তাহলে আমার কোন লেখা আপনার পড়ার প্রয়োজন নেই বা ফেসবুকে আমার কোন স্যাটাস আপনার দেখার প্রয়োজন নেই ।

দয়া করে কুরআনের এই কয়টা আয়াত মনে রাখুন বা আয়ত্ব করার চেষ্টা করুন :

يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا لا يَسخَر قَومٌ مِن قَومٍ عَسىٰ أَن يَكونوا خَيرًا مِنهُم وَلا نِساءٌ مِن نِساءٍ عَسىٰ أَن يَكُنَّ خَيرًا مِنهُنَّ ۖ وَلا تَلمِزوا أَنفُسَكُم وَلا تَنابَزوا بِالأَلقٰبِ ۖ بِئسَ الِاسمُ الفُسوقُ بَعدَ الإيمٰنِ ۚ وَمَن لَم يَتُب فَأُولٰئِكَ هُمُ الظّٰلِمونَ
[11] মুমিনগণ, কেউ যেন অপর কাউকে উপহাস না করে। কেননা, সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে এবং কোন নারী অপর নারীকেও যেন উপহাস না করে। কেননা, সে উপহাসকারিণী অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না। কেউ বিশ্বাস স্থাপন করলে তাদের মন্দ নামে ডাকা গোনাহ। যারা এহেন কাজ থেকে তওবা না করে তারাই যালেম।

يٰأَيُّهَا الَّذينَ ءامَنُوا اجتَنِبوا كَثيرًا مِنَ الظَّنِّ إِنَّ بَعضَ الظَّنِّ إِثمٌ ۖ وَلا تَجَسَّسوا وَلا يَغتَب بَعضُكُم بَعضًا ۚ أَيُحِبُّ أَحَدُكُم أَن يَأكُلَ لَحمَ أَخيهِ مَيتًا فَكَرِهتُموهُ ۚ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ تَوّابٌ رَحيمٌ
[12] মুমিনগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাক। নিশ্চয় কতক ধারণা গোনাহ। এবং গোপনীয় বিষয় সন্ধান করো না। তোমাদের কেউ যেন কারও পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি তারা মৃত ভ্রাতার মাংস ভক্ষণ করা পছন্দ করবে? বস্তুতঃ তোমরা তো একে ঘৃণাই কর। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু। সুরা হুজরাত ১১-১২
২৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০১
149517
বাংলার দামাল সন্তান লিখেছেন : না ভাইয়া আমি আপনাকে আমার অন্তর থেকে ভালবাসি। আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
৩০ মার্চ ২০১৪ রাত ১০:১৯
150286
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : তাহলে আপনি আহমেদ মুসা , সঠিক ইসলাম , নাবিল - এদের লেখায় আমার সম্পর্কে বাজে মন্তব্য করেছেন কেন ?
১১
213083
২৫ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪৫
অজানা পথিক লিখেছেন : কিছু কমুনা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File