চাচ্চু আমার বাবার মুক্তির জন্য ভোট দিন!!!
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১৫ মার্চ, ২০১৪, ১২:২৭:১২ রাত
তোফায়েল আহমেদ, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্যাতিত চেয়ারম্যান। আওয়ামী লীগে-ভারতের যৌথ ষড়যন্ত্র রামুর ট্রাজেডির পর পরিকল্পিত ভাবে তাকে জড়ানো হয়, এবং গ্রেফতার করা হয়। মূল উদ্দেশ্য, এই # জামায়াত নেতাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে রাখা। সামনে নির্বাচন, কিন্তু তোফায়েল আহমেদ এখনো জেলে। তাই তার নির্বাচনের প্রচার কাজ চালাচ্ছে তার শিশু কণ্যা তাসফি । দোয়া করি, আল্লাহ যেন এই শিশু কণ্যার শ্রমকে কবুল করে নেন, এবং তার বাবাকে বিজয়ী করেন। ‘আঙ্কেল আমার বাবার মুক্তির জন্য একটি ভোট ভিক্ষা দিন’ চাচা আপনার একটি ভোট ভিক্ষা দিন’। ‘মামা দয়া করে একটি ভোট দিন’। ‘আঙ্কেল আমার বাবার মুক্তির জন্য একটি ভোট ভিক্ষা দিন’। ‘চাচা-খালাম্মা # মোটর সাইকেল মার্কায় আমার বাবাকে একটি ভোট দিন’। ইত্যাদি আবেগভরা কথা বলে সাধারন মানুষের কাছে ভোট চাচ্ছে কারাবন্দি নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান তোফাইল আহমদের ৮ বছরের মেয়ে তাসফি। কারাবন্দি তোফায়েল তনয়া তাসফি হাতে লিফলেট নিয়ে এভাবে মাঠ-ঘাঠ ও হাট- বাজারে তার বাবার মুক্তির জন্য ভোট খুঁজে ঘুরে বেড়াচ্ছে অহর্নিশ। এ সময় অনেক কঠিন হৃদয়ের মানুষকেও বরফের মতো গলতে দেখা গেছে।
বিষয়: বিবিধ
১৪১৬ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি ভাবছি শয়তানের চেলারা - আপনার দেওয়া ছবিটিকে - না শিশু শ্রমের মত কোন কিছুর সাথে তুল্য করে - প্রপাগান্ডা করার সুযোগ পায়।
আল্লাহ আপনি হক কে বাতিলের উপর বিজয়ী করুন।
মন্তব্য করতে লগইন করুন