হৃদয় চুঁয়ে যায় মায়ের ভালবাসায়। (ছবির ব্লগ)

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ০৮ মার্চ, ২০১৪, ১০:৫২:১১ সকাল

পৃথীবির একমাত্র নিঃস্বার্থ ভালবাসার নাম মা। যার পায়ের নিচে সন্তানের স্থান।

আসুন ছবিগুলো দেখে প্রত্যেকে প্রত্যেকের মাকে একবার সালাম জানাই, আমি প্রথমে আমার মা তারপর পৃথিবীর সকল মায়েদের জানাই আমার পক্ষ থেকে আসসালামুআলইকুম-































































বিষয়: বিবিধ

৫৭২২ বার পঠিত, ৩১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

188784
০৮ মার্চ ২০১৪ সকাল ১১:১৩
বিন হারুন লিখেছেন : খুবই ভাল এবং সুন্দর লাগল Rose
০৮ মার্চ ২০১৪ সকাল ১১:৪৬
140055
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ
188792
০৮ মার্চ ২০১৪ সকাল ১১:২৩
হতভাগা লিখেছেন :
০৮ মার্চ ২০১৪ সকাল ১১:৪৬
140056
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ
188815
০৮ মার্চ ২০১৪ সকাল ১১:৫৯
মোঃজুলফিকার আলী লিখেছেন : কি দেখালেন ভাই! এ যে এক শেখার বিস্ময়। মাকে চেনার আর কোন ফরমুলা আছে কি না জানা নেই। ভাল লাগা জানিয়ে আপনাকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভাল থাকুন।
০৮ মার্চ ২০১৪ দুপুর ১২:৩৫
140077
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
188830
০৮ মার্চ ২০১৪ দুপুর ১২:৩২
সিটিজি৪বিডি লিখেছেন : কয়েকদিন আগে চট্টগ্রামে এক মাকে তিন সন্তানও তাদরে বউরা হত্যা করতে চেয়েছিল। সেই মাকে আদালতে গিয়ে গিয়ে মামলা করলে তাদেরকে গ্র্রেফতার করে থানায় নিয়ে যায়। আরো কয়েদিন পরে সেই মা আবার ও আাদালতে গিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসে..........এই না হলে মা.....
০৮ মার্চ ২০১৪ দুপুর ০২:৪৯
140108
বাংলার দামাল সন্তান লিখেছেন : মায়ের তুলনা শুধু মা, মায়ের সাথে আর কারো তুলনা হয় না।
188852
০৮ মার্চ ২০১৪ দুপুর ০১:০৯
নুরুজ্জামান লিখেছেন : ভাই ছবি গুলো দিয়ে মায়ের অগনিত আদরের কথা স্মরণ করিয়ে দিলেন।
আমার মা কিছুটা অসুস্হ দোয়া করবেন....
০৮ মার্চ ২০১৪ দুপুর ০২:৪৯
140109
বাংলার দামাল সন্তান লিখেছেন : মহান আল্লাহ যেন আপনার মাকে নেক হায়াত দেন, আমীন।
188855
০৮ মার্চ ২০১৪ দুপুর ০১:২১
মাই নেম ইজ খান লিখেছেন : অসাধারণ সুন্দর ছবি ব্লগ...
০৮ মার্চ ২০১৪ দুপুর ০২:৫০
140110
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ।
188881
০৮ মার্চ ২০১৪ দুপুর ০৩:০২
সিকদারর লিখেছেন :






০৮ মার্চ ২০১৪ বিকাল ০৪:০১
140127
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ, অসাধারণ ছবি।
188884
০৮ মার্চ ২০১৪ দুপুর ০৩:০৭
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : অসাধারণ!

ইসলাম এজন্য মাকে এত মর্যাদা দিয়েছে। হে আল্লাহ!আমরা মাকে যথাযথ মর্যাদা দিতে পারি যেন।
০৮ মার্চ ২০১৪ বিকাল ০৪:০১
140128
বাংলার দামাল সন্তান লিখেছেন : আমিন।
188928
০৮ মার্চ ২০১৪ বিকাল ০৫:২৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমি আমার মাকে অনেক ভালবাসি
০৮ মার্চ ২০১৪ রাত ০৯:৩৫
140283
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ, আপনার আম্মাকে আমার সালাম দিবেন।
১০
189027
০৮ মার্চ ২০১৪ রাত ০৮:৪১
সজল আহমেদ লিখেছেন : মা আমার প্রাণ!
০৮ মার্চ ২০১৪ রাত ০৯:৩৬
140284
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ, আমার মা ও আমার প্রাণ।
১১
189030
০৮ মার্চ ২০১৪ রাত ০৮:৪২
সজল আহমেদ লিখেছেন : মা আমার প্রাণ
১২
189178
০৯ মার্চ ২০১৪ সকাল ০৮:০৫
ইমরান ভাই লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ মায়ের তুলনা হয়না।
০৯ মার্চ ২০১৪ সকাল ০৯:৩৩
140413
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
১৩
189244
০৯ মার্চ ২০১৪ সকাল ১১:১১
প্রবাসী মজুমদার লিখেছেন : মায়ের ভেলাতে ভাসানো ভালবাসা সত্যিই চমৎকার।

মা তুমি যে মহীমায় ভরা
নেইগো তোমার জুড়ি,
কর্মেই তুমি চিরঞ্জীব শ্বাশত
বিদায়ে কেদে তাই মরি।

ক্ষুধার্ত থেকে সন্তানকে খাওয়ায়
মলিন মুখেও নেই ভাষা,
চোখ বুঝে দেখ বলনা তবুও
দেখে শহস্র তামাসা।



০৯ মার্চ ২০১৪ দুপুর ০১:২১
140467
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ ভাইয়া।
১৪
191027
১২ মার্চ ২০১৪ সকাল ১০:২৮
১২ মার্চ ২০১৪ রাত ১০:১৩
142316
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ, আপু
১৫
191421
১২ মার্চ ২০১৪ রাত ১১:১২
মুমতাহিনা তাজরি লিখেছেন : খুবই ভালো লেগেছে আপনার পোষ্ট ।।
১৬
194626
১৯ মার্চ ২০১৪ সকাল ১১:২৩
১৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
145269
বাংলার দামাল সন্তান লিখেছেন : ভাল লাগার জন্য ধন্যবাদ
১৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
145270
বাংলার দামাল সন্তান লিখেছেন : ভাল লাগার জন্য ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File