হৃদয় চুঁয়ে যায় মায়ের ভালবাসায়। (ছবির ব্লগ)
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ০৮ মার্চ, ২০১৪, ১০:৫২:১১ সকাল
পৃথীবির একমাত্র নিঃস্বার্থ ভালবাসার নাম মা। যার পায়ের নিচে সন্তানের স্থান।
আসুন ছবিগুলো দেখে প্রত্যেকে প্রত্যেকের মাকে একবার সালাম জানাই, আমি প্রথমে আমার মা তারপর পৃথিবীর সকল মায়েদের জানাই আমার পক্ষ থেকে আসসালামুআলইকুম-
বিষয়: বিবিধ
৫৭২২ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার মা কিছুটা অসুস্হ দোয়া করবেন....
ইসলাম এজন্য মাকে এত মর্যাদা দিয়েছে। হে আল্লাহ!আমরা মাকে যথাযথ মর্যাদা দিতে পারি যেন।
মা তুমি যে মহীমায় ভরা
নেইগো তোমার জুড়ি,
কর্মেই তুমি চিরঞ্জীব শ্বাশত
বিদায়ে কেদে তাই মরি।
ক্ষুধার্ত থেকে সন্তানকে খাওয়ায়
মলিন মুখেও নেই ভাষা,
চোখ বুঝে দেখ বলনা তবুও
দেখে শহস্র তামাসা।
মন্তব্য করতে লগইন করুন