একমাত্র হুজুরদের পক্ষেই সম্ভব নারীর সম্মান রক্ষা করা দেখুন তার একটি প্রমাণ।

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ২৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:০৫:৩৬ রাত

আমার লিখাটা পড়ে কে কি বুঝলেন একটু মন্তব্য করে জানাবেন দয়াকরে, নারীদেরকে কারা সম্মান দেয় হুজুররা নাকি তথাকথিত নারী স্বাধীনতার দাবীদার ছুছিলরা?

আজ সন্ধ্যা ৬.০০টা

বনানী টু গুলিস্থান

বেলাল এন্টার প্রাইজ।

অফিসের কাজে গিয়েছিলাম বনানী আমেরিকান ইউনিভার্সিটির পাশের বিল্ডিং এ, কাজ শেষ করে আমার অফিসে ফেরার পথে বেলাল এন্টার প্রাইজ নামক একটি বাসে উঠলাম, এবং আমেরিকান ইউনিভার্সিটির প্রায় ২ ডজন ছাত্র-ছাত্রী ও বাসটিতে উঠলো আমি এবং আরো অনেকেই বাসটিতে উঠলো, বাসটিতে যতগুলো সিট ছিল যাত্রী ছিল তার দ্বিগুন, আমি সহ প্রায় ১০জনের মত সিটে বসতে পারলাম, আমার সাথে ছিল অপরিচিত এক হুজুর তিনিও সিটে বসলেন, এক পর্যায়ে একটি ছেলে এবং একটি মেয়েও বাসটিতে উঠলো কিন্তু বাসটিতে সিট খালি ছিল মাত্র একটি, সেই খালি সিটে বসলে ছেলেটি কিন্তু ছেলেটির বান্ধবীর জন্য একটি সিটও খালি ছিল না, উচিত ছিল ছেলেটি না বসে মেয়টিকে সিটে বসতে দেওয়া কিন্তু ছেলেটি তা করলো না এবং একই প্রতিষ্ঠানের আরো অনেক ছাত্র ছিল তারাও মেয়েটিকে সিটে বসতে দিল না তো দিল না বরং মেয়েটিকে নিয়ে রীতিমত হাসি ঠাট্টায় মেতে উঠল, মেয়েটি শুধু নিচের দিকে তাকিয়ে দাড়িয়ে ছিল, হঠাৎ আমার পাশের হুজুরটি সিট থেকে উঠে গিয়ে মেয়েটিকে বসতে দিল, আমার তখন নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করছিল আমিও তো মেয়েটিকে আমার সিটে বসতে দিতে পারতাম, কিন্তু কেন দিলাম না, দিলাম না এই জন্য যে সকল নারীরা সারাদিন তোমার বন্ধুদের সাথে আড্ডা মারো কিন্তু আজ দেখ তোমার বন্ধুরা সিটে বসে তোমাকে দাড় করিয়ে হাসতেছে, দেখ তোমার বন্ধুরা তোমায় কেমন সম্মান করে। আমি তখন দেখলাম মনে হয় মেয়েটি মনে মনে খুশি হয়ে হুজুরটিকে ধন্যবাদ দিল।

আমিও স্যালুট জানাই যে হুজুরটি মেয়েটিকে বসতে দিল, আর ধিক্কার জানাই তাদের যে বন্ধুদের সাথে বাসে উঠেছিল তাদের যারা নারীকে সম্মান দিতে পারে না।

বিষয়: বিবিধ

১৬০১ বার পঠিত, ৩৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

182746
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:১৫
সিটিজি৪বিডি লিখেছেন : নারী জাতিকে যারা সম্মান দিতে জানে না তাদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি?
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:১৫
135100
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ
182757
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:২৩
হাবিবুল্লাহ লিখেছেন : ভালো লাগলো
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪৪
135123
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ
182759
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:২৪
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আমিও মাদ্রাসায় পড়ছি! মাঝে সিট ছেড়েদি, কিন্তু তেতুল মার্কা দেখলে কখনো দিনি....আসলেই ঠিক বলেছেন হুজুররাই তো জানে কিভাবে কাকে প্রকৃত সম্মান করতে হয়...ধন্যবাদ আপনাকে
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪৪
135124
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
182765
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩০
প্যারিস থেকে আমি লিখেছেন : ঠিক
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪৫
135125
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ
182785
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪৫
খালেদ সাইফুল্লাহ লিখেছেন : আমিও স্যালুট জানাই যে হুজুরটি মেয়েটিকে বসতে দিল, আর ধিক্কার জানাই তাদের যে বন্ধুদের সাথে বাসে উঠেছিল তাদের যারা নারীকে সম্মান দিতে পারে না।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০৪
135152
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
182811
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:১৭
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
হুজুর মানেইত জংগী (?) । জংগীরা এত ভাল হয় কেমনে ?
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:১৯
135177
বাংলার দামাল সন্তান লিখেছেন : আমার একই প্রশ্ন?
182816
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:২১
ইমরান ভাই লিখেছেন : নারী পুরুষ সমান অধীকার এটা আমাদের দেশের আইন। কিন্তু বাসে উঠলে দেখা যায় "সংরক্ষিত মাহিলা ও প্রতিবন্ধি দের সিট"???
বাসের মালিক গুলা মহিলারে আর প্রতিবন্ধি একসাথে করে দিল দিল ??? At Wits' End At Wits' End
এতে তো সুশিলেরা কিছু বলনা???


ছেলেটা মনেহয় এই আইন ফলো করছে Tongue নারি পুরূষ সমান অধীকার Big Grin Big Grin Big Grin Big Grin At Wits' End At Wits' End Big Grin Big Grin
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১৩
135193
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ
182824
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩৩
বিন হারুন লিখেছেন : একদিন বাসে এক লেইছ-ফিতা বিক্রেতা মহিলা বাসে উঠেছিল. বাসে ছিল প্রচন্ড ভীড়. মহিলার ছেড়া-ফাটা কাপড় দেখে মনে হয় কেউ সীট ছাড়ল না. তাঁর কষ্ট দেখে আমার সীট ছেড়ে দিলাম. মহিলাটি আমাকে দোয়া করেছিলেন " আপনার মা-বোনদেনও আল্লাহ সম্মানিত করুন" সেই দোয়ার কথা মনে হলে আমার মন এখনো খুশিতে ভরে উঠে
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১৩
135194
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ
182834
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১৪
135195
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
১০
182856
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১৭
সজল আহমেদ লিখেছেন : ভাল লাগল ধন্যবাদ।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩৬
135207
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
১১
182925
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:২১
তিতুমির লিখেছেন : হুজুর মানেইতো সম্মানীতো, যারা নিজেরা সম্মানিত তারা তো অপরকে সম্মান দিবেই, এটা আশ্চর্যের বিষয় নয় , আশ্চর্যের বিষয় হল এটা আমরা এবং অনেক হুজুর ই সেটা জানেন , আলহামদুলিল্লাহ , অবস্থা অনেক পরিবর্তন হয়েছে
আর এজন্য আমাদের সবার ই দায়ীত্ত রয়েছে
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:২৫
135227
বাংলার দামাল সন্তান লিখেছেন : অবশ্যই আমরা সেটা কামনা করি, সম্মানীতদের কাছে।
১২
182929
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:২৫
তিতুমির লিখেছেন : সরি , পূর্বের কমেণ্টে একটা শব্দ মিস হয়েছে , হবে --আমরা এবং অনেক হুজুর ই সেটা জানেন না , অনেক ধন্যবাদ
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:১৫
135341
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
১৩
182962
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:০৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমিও স্যালুট জানাই যে হুজুরটি মেয়েটিকে বসতে দিল, আর ধিক্কার জানাই তাদের যে বন্ধুদের সাথে বাসে উঠেছিল তাদের যারা নারীকে সম্মান দিতে পারে না।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:১৫
135342
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ
১৪
182970
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:১৭
মুমতাহিনা তাজরি লিখেছেন : চমৎকার পোষ্ট।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:১৫
135343
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ
১৫
182972
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৩৪
মাটিরলাঠি লিখেছেন : ভালো লাগলো। অনেক ধন্যবাদ।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:১৫
135344
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
১৬
183249
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৮
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : স্যালুট
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১০
135489
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
১৭
183265
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২১
হতভাগা লিখেছেন : নারী পুরুষ সমান অধিকার চাওয়া নারীরা এখানে অগ্রাধিকারই চায় ।

সব সময়ই কেন ছেলেদেরকে এগিয়ে আসতে হবে মেয়েদেরকে বসতে দেবার জন্য ? বাসে তো ঐ মেয়ের স্বজাতি সহপাঠি বা সাধারণ মহিলা যাত্রীও ছিল ? তারা কেন এগিয়ে আসলো না ?

আমরা তো প্রায়ই গান শুনি যে , একজন নারীর ব্যথা আরেকজন নারীই বুঝতে পারে । তো এখানে তারা কি বুঝেছে ?

নারীরা কখনই নিজেদের কাছে নিজেরা কিছু চায়না , তাদের চাওয়া সবসময়ই পুরুষের কাছে । অথচ এই পুরুষদেরকেই তারা যে কোন বিষয়ে দোষী করতে কসুর করে না ।

আজ ২০-২৫ বছর হল বাংলাদেশ নারীদের দ্বারা শাসিত । নারীরা যদি তাদের স্বজাতির প্রতি দরদী হত তাহলে ঢাকার ভিতরের সড়ক পথের প্রতিটি রুটে মহিলাদের জন্য অন্তত ৫ টি করে আলাদা বাস থাকতো । তাহলে তাদেরকে পুরুষদের সাথে ধাক্কাধাক্কি করে বাসে চড়তে হত না ।

বাস্তবতা হল : নারীর শত্রূ কোন কালেই পুরুষরা ছিল না । নারীরাই নারীদের শত্রু ।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১০
135490
বাংলার দামাল সন্তান লিখেছেন : একশত ভাগ হক কথা, ধন্যবাদ
১৮
183269
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৪০
আহমদ মুসা লিখেছেন : সিট না পাওয়া মেয়েটিকে নিয়ে সহপাঠীরা ঠাট্টা করার যে অনুভূমি তাদের মধ্যে জাগ্রত হয়েছে এর মূলে রয়েছে তাদের প্রকৃত শিক্ষার অভাব। তারা ১২ বছরের শিক্ষা জীবন পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা লাভের জন্য ভর্তি হয়েছে। যে ছাত্রছাত্রীরা বারটি বছর প্রাইমারী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা জীবন অতিবাহিত করেছে। অথচ তাদের মধ্যে ভদ্রতা, শালীনতা ও হিতাহিত জ্ঞান বা কান্ডজ্ঞানের কোন চর্চা নেই তাদের কাছ থেকে এর চেয়ে বেশী আর কি আশা করা যায়?
যদি তাদের বুনিয়াদি শিক্ষাটা ইসলামী নীতিমালার আলোকে পেয়ে থাকতো তবে তাদের মধ্যে এমন অশিক্ষাসূলভ আচরণ কম দেখা যেত।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১১
135491
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ, মুলবান মন্তব্য করার জন্য।
১৯
183931
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৫
অজানা পথিক লিখেছেন : অসাধারন
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১০
136092
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File