সিবিএফ (কমিউনিটি ব্লগারস ফোরাম) নামে কোন সংঘটন কি আসলে আছে?
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ২৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:৩৯:৩৭ বিকাল
আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন, ব্লগটির শিরোনাম দেখে হয়তো সিবিএফ সংশ্লিষ্টরা আমার উপর রেগে যাবেন, রাগ করাটাই স্বাভাবিক কারণ একটি সংঘটন করতে হলে অনেক ত্যাগ করতে হয়, এবং তারা ও সেটুকু করেছে।
তবুও অত্যান্ত দুঃখ ভারাক্লান্ত মনে কিছু কথা বলতে হচ্ছে, আমরা যারা ইসলামী মূল্যবোধ ও বাঙ্গালী জাতীয়তাবাদে বিশ্বাসী, আমাদের সবার স্বপ্নের সংঘটন সিবিএফ, যখন শাহবাগে স্ব-ঘোষিত নাস্তিকরা একজোট হয়ে ধর্মকে কটুক্তি করে তখন মনে মনে ভাবছিলাম আমারা যদি কোন একটি সংঘটনের ব্যানারে এক হতে পারতাম, ঠিক তখনি একদিন ফেসবুকে একটি পেজ দেখলাম এবং সাথে সাথে লাইক দিতে একটুও দেরি করলাম না। তখন ভেবেছিলাম আজ আমরাও এক হয়েছি আমরা তোমাদের বিরুদ্ধে প্রতিবাদ করবো।
কিন্তু আস্তে আস্তে দেখতে লাগলাম সিবিএফ শুধু মাত্র ফেসবুকের মধ্যে সীমাবদ্ধ, এবং আমাদের স্বপ্ন আজ হারানোর পথে।
অনেকে আজও যানিনা আসলে সিবিএফ এর দায়িত্বশীল কারা?
সিবিএফ যদি আসলেই সত্য ও ন্যায়ের পথে থাকে তাহলে আপমার প্রশ্নের জবাব দিলে খুশি হবো।
১) ৬মে হেফাজতে ইসলামীর গনহত্যার প্রতিবাদ কেন করা হয় না?
২) শাপলা চত্তরে গণহত্যার তথ্য প্রকাশ করার দায়ে অধিকার সম্পাদক আদিলুর রহমানের গ্রেফতারের প্রতিবাদ কেন করা হয় নাই?
৩) লেখক আমাদেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান গ্রেফতারের প্রতিবাদ কেন করা হয় নাই?
৪) সোনার বাংলা ব্লগের সম্পাদক আজও জেলে আছে, তার প্রতিবাদ কেন করা হয় নাই?
৫) ২৯জানুয়ারী জাতীয় প্রেসক্লাবে নগ্ন হামলার প্রতিবাদ কেন করা হয় নাই?
৬) বাংলাদেশের সর্বোচ্চ আদালতে নগ্ন হামলার প্রতিবাদ কেন করা হয় নাই?
৭) মানুষ গড়ার কারিগর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের উপর হামলার প্রতিবাদ কেন করা হয় নাই?
৮) কোটা প্রথা তুলে দেওয়ার দাবিতে আন্দোলনরত সাধারন ছাত্রদের উপর হামলার প্রতিবাদ কেন করা হয় নাই?
৯) পলিটেকনিক্যাল কলেজের ছাত্রদের ন্যায্য দাবী আদায়ের মিছিলে নগ্ন হামলার প্রতিবাদ কেন করা হয় নাই?
১০) দিগন্ত টিভি, ইসলামীক টিভি, আমারদেশ প্রত্রিকা বন্ধের প্রতিবাদ কেন করা হয় নাই?
১১) মিশর, সিরিয়া, বার্মা মুসলিম গণহত্যার প্রতিবাদ কেন করা হয় নাই?
১২) নির্বাচন পরবর্তী সংখ্যালগু নির্যাতনের প্রতিবাদ কেন করা হয় নাই?
১৩) সাংবাদিক সাগর-রুনি হত্যার বিচার আজো কেন হয়নি, এর প্রতিবাদ কেন করা হয়নি?
১৪) রাজশাহী বিশ্বদবদ্যালয়ের ছাত্রদের উপর গুলিবর্ষনের প্রতিবাদ কেন করা হয়নি?
১৫) ক্রস ফায়ারের নামে হত্যা কান্ডের প্রতিবাদ কেন করা হয়নি?
১৬) আমাদের ক্রিকেট নিয়ে ইন্ডিয়া, ইংল্যান্ড, অষ্ট্রেলিয়ার মোড়ল গিরি প্রতিবাদ কেন করা হয় নাই?
১৬) সর্বশেষ আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে কটুক্তি করা ইন্ডিয়ার তৈী চলছিত্র গুন্ডের বিরুদ্ধে কোন প্রতিবাদ করা হয় নাই কেন?
জানি আমার প্রশ্ন গুলোর একটাই উত্তর সেটা হলো সরকারের কঠোরতা।
আমি বলতে চাই সারা বিশ্বে এমন কোন দেশ আছে কি? যে প্রতিবাদ করার জন্য সরকার অনুমতি দেয়?
আপনারা অনেক জ্ঞানী তাই বেশি কিছু বলতে চাইনা, আপনার নিশ্চয় জানেন দক্ষিন আফ্রিকার অবিসংবাদিত নেতা কত বছর জেলে ছিল এবং কেন ছিল।
মায়ানমারে অংসান সূচি কত বছর জেলে ছিল।
আসুন আপনাদের কাছে বিনীত অনুরোধ বেশি কিছু করতে না পারেন অন্তত একটি মানববন্ধন হলেও করি, আর যদি তা ও না পারি ফেসবুকে আপনাদের পেজে হলেও একটি প্রতিবাদ লিপি শেয়ার করুন।
আমি ছোট মানুষ আপনাদের সম্পর্কে অনেক বড় বড় কথা বলে ফেললাম, ছোট ভাই হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আর একটি কথা সিবিএফ এর কি পূর্ণাঙ্গ কমিটি আছে, না থাকলে কমিটি করে সবার সাথে একটি পরিচিতি মুলক পোগ্রাম করার অনুরোধ করছি।
আল্লাহ হাফেজ।
বিষয়: বিবিধ
১৪৬২ বার পঠিত, ৩৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
২)সিবিএফ একটা অরাজনৈতিক প্লাটফর্ম সরাসরি রাজনীতির সাতে সম্পর্ক না রাখাই ভাল
৩) সাংস্কৃতিক আন্দোলনটা রাজনীতি থেকে আলাদা, এটার কাজ হল একটা সমাজকে ধাক্কা দিয়ে জাগ্রত করা এ ক্ষেত্রে সিবিএফ এর মাল মসলা হল লিখালিখি প্রাধান্য এবঙ সম্ভব হলে সভা সেমিনার ইত্যাদি
৪) সিবিএফ এর সাথে সম্পৃক্তদের বই বের হচ্ছে তারা তাদের লেখনি থামায়নি, চলছে চলবে
৫)আশা করি বিষয়গুলো রাজনীতির গ্লাসে ঢেলে শরবত বানানো হবেনা, সবাই সবার সামর্থ অনুযায়ী কাজ করতে হবে, অতি লম্ফ দিয়ে হাত পা ভাঙ্গার প্রয়োজন নেই
৬) আশা কির দ্বিমত থাকতে পারে কিন্তু সদয় ভাবে দেখা হবে কমেন্টগুলো
রিপোর্ট করুন
"সেই সাথে স্ব-স্ব শহরের সিবিএফ সদস্যদের নিয়ে একটা পরিচিতি মূলক অনুষ্টান করলে সিবিএফ এর সদস্যদের মধ্যে পারস্পরিক সূহৃদ বৃদ্ধি পাবে। ধন্যবাদ "লেখক ভাইকে" সুন্দর একটি বিষয়ের অবতারণা করার জন্য।
মোটকথা একটা গ্রপকে সক্রীয় থাকতেই হবে
মন্তব্য করতে লগইন করুন