মাইক ও পোস্টার নিয়ে প্রচারণায় প্রার্থী নিজেই!

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ২৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:৫৩:৩৩ দুপুর



পটিয়ায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এস এম এফ আইয়ুব নিজেই প্রচারণা চালাচ্ছেন। ছবিটি ১৯ ফেব্রুয়ারি বিকেলে তোলামাত্র তিনজন কর্মী নিয়ে দোয়াত-কলম প্রতীক হাতে সিএনজিচালিত অটোরিকশায় বসে মাইকে প্রচারণা চালাচ্ছেন প্রার্থী নিজে। পোস্টার সাঁটানোর সঙ্গে সঙ্গে গণসংযোগও চালিয়ে যাচ্ছেন তিনি। অন্য চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের কর্মী-সমর্থক নিয়ে জমজমাট প্রচারণার মধ্যে একজন চেয়ারম্যান পদপ্রার্থীর এমন ব্যতিক্রমী প্রচারণা দারুণ উপভোগ্য হয়ে উঠেছে ভোটারদের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে এমন কৌতূহলোদ্দীপক প্রচারণা চালানো চেয়ারম্যান পদপ্রার্থী ব্যক্তিটি হলেন উপজেলার ছনহরা ইউনিয়নের আলমদারপাড়া গ্রামের বাসিন্দা এস এম এফ আইয়ুব। পেশায় হোমিও চিকিৎসক। উচ্চশিক্ষিত (এমএসসি, বিএড) আইয়ুব একসময় ঢাকার লালমাটিয়া একাডেমিয়া কলেজের উপাধ্যক্ষ ছিলেন। পরে ডিএইচএমএস ডিগ্রি নিয়ে ঢাকা সেনানিবাস এলাকায় জার্মান হোমিও ফার্মেসি প্রতিষ্ঠা করে তাতে চিকিৎসা পেশা শুরু করেন। বর্তমানে তিনি এবং তাঁর স্ত্রী দুজনই হোমিও চিকিৎসক। ১৯ ফেব্রুয়ারি দুপুরে একটি সিএনজিচালিত অটোরিকশায় বসে পটিয়া আদালত এলাকায় মাইকে প্রচার চালাচ্ছিলেন প্রার্থী আইয়ুব। একপর্যায়ে আইনজীবীদের কাছে ভোট চাইতে যাওয়ার সময় কথা হয় তাঁর সঙ্গে। নিজেই মাইকিং করা এবং পোস্টার লাগানোর বিষয় জানতে চাইলে তিনি বলেন, ‘কাউকে বিশ্বাস করা যায় না। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি পোস্টার না লাগিয়ে কোথাও ফেলে দিতে পারে। কিংবা যেখানে লাগানোর দরকার সেখানে না লাগিয়ে ফাঁকি দিতে পারে। মাইকিংয়ের বেলায়ও দেখা যাবে ঠিকমতো প্রচার না করে কোথাও গিয়ে বসে থেকে ফাঁকি দেওয়া হচ্ছে। তাই নিজের প্রচার নিজেই করছি।’ এস এম এফ আইয়ুব ভোট চাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। জানা গেছে, পরিবার বা স্বজনেরা তাঁর হঠাৎ করে ঢাকা থেকে এসে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টিকে ভালোভাবে নেননি। তাই তাঁর সঙ্গে প্রচারণায়ও নেই তাঁরা। এ অবস্থায় কেন নির্বাচনে অংশ নিতে আগ্রহী হলেন জানতে চাইলে আইয়ুব বলেন, এলাকায় মারামারি, হানাহানি ও মামলা-হামলার হয়রানি বন্ধ, অপরের হক পরিশোধ এবং মা-বাবাসহ নারী-পুরুষ পরস্পরের প্রতি নির্যাতন রোধ করার লক্ষ্যে তিনি প্রার্থী হয়েছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিদের ইমাম ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে উদ্বুদ্ধ করা হবে। পটিয়াকে একটি মডেল উপজেলায় রূপান্তরের অঙ্গীকারও করেন তিনি। নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। বললেন, ‘ভোটারদের কাছে গিয়ে যেভাবে সাড়া পাচ্ছি এতে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। রাজনৈতিক দলের একাধিক বিদ্রোহী প্রার্থী থাকায় ভোটাররা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমাকেই চাচ্ছেন।’ এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিজয়ী হলে ঢাকা থেকে পরিবার নিয়ে এলাকায় চলে আসবেন।

কর্মী হিসেবে আইয়ুবের সঙ্গে থাকা প্রতিবেশী মো. জাহাঙ্গীর আলম জানান, প্রার্থীর অনুরোধে ১৮ ফেব্রুয়ারি থেকে তিনি প্রার্থীর সঙ্গে কাজ করছেন। খরচের টাকাপয়সাও কিছু পাচ্ছেন। প্রার্থী তাঁর স্ত্রী ও বোনের কাছ থেকে কিছু টাকা নিয়ে প্রচারণার খরচ চালাচ্ছেন বলে জানান মো. জাহাঙ্গীর।

তথ্যসূত্রঃ ফেসবুক-Facebook

বিষয়: বিবিধ

১৭৪০ বার পঠিত, ৩৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

181164
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৪
সজল আহমেদ লিখেছেন : চিন্তিত আমি
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৬
133949
বাংলার দামাল সন্তান লিখেছেন : কেন ভাই আপনার কি হয়েছে?
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৪
133985
সজল আহমেদ লিখেছেন : রাষ্ট্রীয় সব চিন্তা ভাবনা মাথায় চাপছে ভাই।
181170
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : স্থানিয়দের থেকে উনার সম্পর্কে ভালই শুনলাম। তবে নির্বাচিত হওয়ার সম্ভাবনা কম।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৯
133969
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩১
133981
আহমদ মুসা লিখেছেন : স্থানীয়দের থেকে ভালই শুনেছেন!!!! এই নামে কোন প্রার্থী আছে দেখা তো পরের কথা কানেও শুনিনি।
181176
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৭
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : এমন আজব কাণ্ড দেহি নাই
মজার কাণ্ড দেহি নাই
হাসতে হাসতে পেট...
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪১
133988
বাংলার দামাল সন্তান লিখেছেন : এই জামানায় যেমন দেখতে পাই
181177
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৮
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : এই পাগলটারে পটিয়ায় কি কেউ চিনে?
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪১
133989
বাংলার দামাল সন্তান লিখেছেন : সেটা পটিয়ার মানুষ ভাল জানে।
181180
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩২
আহমদ মুসা লিখেছেন : পটিয়ায় যে কয়েকজন প্রার্থী জোড়ালো প্রচার প্রচারণা চালাচ্ছেন তাদের মধ্যে উল্লেখিত ব্যক্তি সম্পর্কে কোন ধারণা পাওয়া গেলো না।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪১
133991
বাংলার দামাল সন্তান লিখেছেন : সেটা আপনারাই ভাল বলতে পারেন।
181193
২৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:০৪
হতভাগা লিখেছেন : নিশ্চিত পরাজয় জেনেই উনি নিজের প্রচার নিজেই করছেন । অংশগ্রহনের ফলে তার নামটাও প্রচার হল - এটাই তার কাছে বিরাট কিছু ।

যাদের জেতার সম্ভাবনা আছে তারা লোক লাগায় প্রচারের জন্য । এবং জয়ী হলে খরচের কমপক্ষে ১০০০ গুন তুলে আনার নিশ্চয়তা তো আছেই ।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩৯
134117
বাংলার দামাল সন্তান লিখেছেন : আমি আপনার সাথে ১০০% সহমত পোষন করছি, ধন্যবাদ
181199
২৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:১২
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :
কর্মী হিসেবে আইয়ুবের সঙ্গে থাকা প্রতিবেশী মো. জাহাঙ্গীর আলম জানান, প্রার্থীর অনুরোধে ১৮ ফেব্রুয়ারি থেকে তিনি প্রার্থীর সঙ্গে কাজ করছেন। খরচের টাকাপয়সাও কিছু পাচ্ছেন। প্রার্থী তাঁর স্ত্রী ও বোনের কাছ থেকে কিছু টাকা নিয়ে প্রচারণার খরচ চালাচ্ছেন বলে জানান মো. জাহাঙ্গীর।

২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩৯
134118
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ
181203
২৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:২০
আবু নাইম লিখেছেন : সিলেটের আর এক সাইফুর.......মার্কাটা ডাব হলে আর ভাল হত। দেখা যাক কিতে কি হয়।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪০
134119
বাংলার দামাল সন্তান লিখেছেন : অপেক্ষায় থাকুন, ধন্যবাদ
181235
২৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৩
হাবিবুল্লাহ লিখেছেন : মজার খবর।
১০
181263
২৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৮
সিটিজি৪বিডি লিখেছেন : সৎ প্রার্থীরা আজকাল জয়ী হতে কষ্ট হয়..দুর্ণিতিবাজরা টাকার জোরে সব কিছু দখল করে ফেলে।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪০
134120
বাংলার দামাল সন্তান লিখেছেন : সহমত পোষন করছি আপনার সাথে
১১
181271
২৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৯
অজানা পথিক লিখেছেন : সিরাম ব্যপার স্যাপারতো!
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪০
134121
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধণ্যবাদ
১২
181273
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো তবে উনি বলেছেন ,নিজেই মাইকিং করা এবং পোস্টার লাগানোর বিষয় জানতে চাইলে তিনি বলেন, ‘কাউকে বিশ্বাস করা যায় না। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি পোস্টার না লাগিয়ে কোথাও ফেলে দিতে পারে। কিংবা যেখানে লাগানোর দরকার সেখানে না লাগিয়ে ফাঁকি দিতে পারে। মাইকিংয়ের বেলায়ও দেখা যাবে ঠিকমতো প্রচার না করে কোথাও গিয়ে বসে থেকে ফাঁকি দেওয়া হচ্ছে। তাই নিজের প্রচার নিজেই করছি।
কিছু বললাম না।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪১
134122
বাংলার দামাল সন্তান লিখেছেন : কেন কিছু বলবেন না, একটু বলুন। ধন্যবাদ
১৩
181300
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
প্যারিস থেকে আমি লিখেছেন : দারূঊূঊূঊূঊূঊূঊূঊূঊূঊুননননননননননননন।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪১
134123
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ
১৪
181330
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৫
সাদাচোখে লিখেছেন : নীতিগতভাবে সমর্থন দিচ্ছি - এমন ভাবে ভোটের প্রচারনা করাতে।

কিন্তু যে মানুষ অন্যকে কাজের ব্যাপারে বিশ্বাস করতে পারেন না, তথা অন্যকে কিভাবে কাজ করাতে হয় তা জানেন না - তিনি কিভাবে একটি প্রশাসন চালাবেন? - জনগনের মনের মধ্যে উদ্ভুত এমন প্রশ্নের উনি কি গ্রহনযোগ্য উত্তর দেবেন - তাই ভাবছি।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪২
134124
বাংলার দামাল সন্তান লিখেছেন : ভাল একটা যুক্তি দিয়েছেন আমিও তাই ভাবছি, ধন্যবাদ
১৫
181353
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৩
বিন হারুন লিখেছেন : ভাল হেরে গেলেও তেমন চিন্তা খাকবে না. কথা হচ্ছে তাঁর এলাকায় তাঁর বিস্বস্থ কেউ নেই যে সঠিক ভাবে মাইকিং করবে এবং পোস্টার লাগাবে. I Don't Want To See
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪২
134125
বাংলার দামাল সন্তান লিখেছেন : হয়তোবা তাই, ধন্যবাদ
১৬
181416
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:১৫
শেখের পোলা লিখেছেন : নিজের কাজ নিজে করায় লজ্জা নেই৷ তার সাফল্য কামনা করি৷
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪৩
134126
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ
১৭
181600
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:০৫
মুমতাহিনা তাজরি লিখেছেন : দারুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File