বাসদ নেতাদের বিয়ে করা নিষেধ ! (কপি পেস্ট)

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১৪ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:০৫:১৯ রাত



দেশের অন্যতম প্রধান বামপন্থী দল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। ১৯৮০ সালে প্রতিষ্ঠিত এ দলটির প্রধান বৈশিষ্ট্য হল- এর কেন্দ্রীয় নেতাদের বিয়ে করা নিষেধ। সবাই মিলে পার্টি অফিসেই যৌথ জীবনযাপন (কমিউন) করেন। বাসদ সূত্রে জানা গেছে, বিয়ে না করার শর্তটি বাসদের গঠনতন্ত্রে না থাকলেও এটা দলটির অলিখিত নিয়ম। এ জন্য বর্তমানে দলটির কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন তাদের সবাই অবিবাহিত। বর্তমানে বাসদ দুই অংশে বিভক্ত। খালেকুজ্জামানের নেতৃত্বাধীন বাসদের ৬ সদস্যের কেন্দ্রীয় কমিটির দুই সদস্য মুবিনুল হায়দার চৌধুরী ও শুভ্রাংশু চক্রবর্তী গত বছরের ১২ এপ্রিল ‘বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটি’ গঠন করেন। ফলে এক অংশের নেতৃত্বে রয়েছেন খালেকুজ্জামান ও অন্য অংশের নেতৃত্বে রয়েছেন মুবিনুল হায়দার চৌধুরী।

খালেকুজ্জামান অংশের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সদস্য বজলুর রশিদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, জাহিদুল হক মিলু অবিবাহিত।

মুবিনুল হায়দার চৌধুরী অংশের (বাসদ-কনভেনশন প্রস্তুতি কমিটি) আহ্বায়ক মুবিনুল হায়দার চৌধুরী ও সদস্য শুভ্রাংশু চক্রবর্তী, ফখরুল ইসলাম আতিক, মলয় সাহা সবাই অবিবাহিত।

বিয়ে না করার বিষয়ে বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ দ্য রিপোর্টকে বলেন, ‘এটা আমাদের পার্টির কোনো নিয়ম নয়। যে বিয়ে করার সে করবে। আর যে বিয়ে না করার সে করবে না।’

উল্লেখ্য, ১৯৮০ সালের ৭ নভেম্বর ভারতের এসইউসিআই নেতা শিবদাস ঘোষের চিন্তা-চেতনা থেকে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) গঠন করে। ১৯৮৩ সালে বাসদের কেন্দ্রীয় সদস্য আ ফ ম মাহবুবুল হক বিয়ের প্রশ্নে পৃথক বাসদ গঠন করেন।

সর্বশেষ ২০১০ সালে বাসদ থেকে বেরিয়ে যান সদ্য প্রয়াত সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ সরকার ও সাইফুর রহমান তপন।

বাংলাদেশের অন্যান্য সমাজতান্ত্রিক দলের সঙ্গে রয়েছে বাসদের তত্ত্ব ও পদ্ধতিগত মতপার্থক্য। এ দলের নেতাদের কোনো ব্যক্তিগত সম্পত্তি থাকবে না। সবার সম্পত্তি পার্টির নামে লিখে দেওয়া হয়। পার্টিই সব নেতাদের থাকা-খাওয়াসহ যাবতীয় খরচ বহন করে।

এক সময়ের আদমজী শ্রমিক আন্দোলনে নেতৃত্বদানকারী বাম দল- শ্রমিক কৃষক সমাজবাদী দলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান দ্য রিপোর্টকে বলেন, ‘আমি শুনেছি, বাসদের নেতারা বিয়ে করেন না। কেন করেন না, তা জানি না। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।’

এ বিষয়ে বাসদ (কনভেনশন প্রস্তুতি কমিটি) নেতা শুভ্রাংশু চক্রবর্তী বলেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে জড়িত অধিকাংশ সংগ্রামীই বিয়ে করার সুযোগ পাননি। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষ ও বিধানচন্দ্র রায় থেকে শুরু করে প্রফুল্ল সেন, অজয় রায় কেউ বিয়ে করেননি। আমরা একটা কাল অতিক্রম করছি। এ জন্য আমাদের বিয়ে করার সুযোগ হচ্ছে না। তবে আমাদের নতুন কমরেডরা বিয়ে করে সংসার ধর্ম পালন করছে।

কপিপেস্ট-Somoyer Khonthosor

বিষয়: বিবিধ

৫৭৪৪ বার পঠিত, ৩৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

177095
১৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:০৬
নীল জোছনা লিখেছেন : Surprised Surprised Surprised Surprised
177096
১৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:০৭
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ
১৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৩২
130242
মাজহার১৩ লিখেছেন : উনাদের মহিলা সদস্যরাও সম্ভবত সেরকম । প্রেমিক মিলিবে প্রেমিকার সাথে বাচ্চা হবে না বাচ্চা হবে না।
যেমন লাকীর কথা চিন্তা করেন, সে কিন্তু তার দলের জন্য তাঁর যা আছে সবকিছুই উজাড় করে দিয়েছে।
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
130545
বাংলার দামাল সন্তান লিখেছেন : সঠিক কথা বলেছেন ধন্যবাদ মাজহার ভাই
177104
১৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৩৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সবাই মিলে পার্টি অফিসেই যৌথ জীবনযাপন (কমিউন) করেন
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৬:৫২
130315
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : ভয় পাইছেন নাকি?
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
130547
বাংলার দামাল সন্তান লিখেছেন : বাক্কা বালা কতা কইছেন।
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
130556
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভয় একটু লাগতেছে। @ এনামুল মামুন১৩০৫
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
130557
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন :
আফনে দেকি হাসা কতা কইছেন@বাংলার দামাল সন্তান
177110
১৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৪৯
বিন হারুন লিখেছেন : Skull Skull Skull Skull Skull Skull Skull Skull
বা : বাংলাদেশ
স : সিঙ্গেল
দ : দল
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
130549
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ
177112
১৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৫২
আহমদ মুসা লিখেছেন : এসব আধা পাগল বানরের বংশধরদের ভিতরের এই খবর তো এতোদিন জানতাম না। বিয়ে শাদী না করে তারা ফ্রিতে নারী সম্ভোগের জন্য সমাজে যেভাবে ব্যবিচারকে নিজের জন্য সহজ পথ হিসেবে বেচে নিয়েছেন তার জন্য এসব গাধাগুলোকে মানব সমাজ থেকে বের করে দেয়া উচিত।
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৬:৫২
130314
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : এই জন্যতোী বলি চ্যাটাং চ্যাটাং করে ক্যারে এরা?
ধন্যবাদ
চুক চুক
বাসদ নেতারা সব লুইচ্চার গুষ্টি।
ভাই এত যুক্তি কি কাম? চটি পিয়াল উদাহরন দিলেওতো পারেন?
Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
130551
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ এইসব কুলাঙ্গারদের আগুনে ফেলা উচিত
177130
১৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:০৮
মহি১১মাসুম লিখেছেন : দামাল ভাই আপনার কপি পেষ্ট করা তথ্যগুলো সঠিক,জানিনা কোন উদ্দেশ্যে আপনি পোষ্টটি দিয়েছেন,তবে এর মধ্যে যে কয়টা মন্তব্য দেখলাম,তাতে মনে হচ্ছে এক ধরনের অনৈতিক ভালগার সূলভ মন্তব্যের আধিক্য ঘটবে। মন্তব্যদানকারীরা একটি উদাহরন দিতে পারবেন,বিয়ে না করে ওনারা অন্য অনৈতিক উপায়ে জৈবিক চাহিদা পূরন করছেন। অথচ আমাদের সমাজ বিবাহিতদের অনৈতিক সম্পর্কের ভুরিভুরি উদাহরন আছে।
ইসলাম ধর্মের মহানবী হযরত মোহাম্মদ(সাঃ)বলেছিলেন-তোমরা সামর্থ্য অর্জন না করলে বিয়ে থেকে বিরত থাক। যদিও ওনাদের রাজনীতির সাথে ধর্মের সম্পর্ক নাই। ওনাদের রাজনীতি(বৈষম্যহীন সমাজ রাষ্ট্র) প্রতিষ্ঠার বৃহত্তর স্বার্থে ওনাদের এই ত্যাগী জীবনকে সন্মান না জানিয়ে অনৈতিক সমালোচনা ঠিক কী ?
ধন্যবাদ।
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
130554
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ ভাইয়া, আমি বলতে ছেয়েছিলাম, তারা আসলে কি চায় সেটা, আপনার কি মনে পড়ে জমির চাচার কাহীনি।
177136
১৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই ধরনের অদ্ভুত অবৈজ্ঞানিক পদ্ধতিতে তারা বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চান!!! At Wits' End Give Up Sad
১৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০৬
130561
বাংলার দামাল সন্তান লিখেছেন : তারা চায় বাংলাদেশে নাস্তিকতা কায়েম করতে
177149
১৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:১২
আইমান হামিদ লিখেছেন : আজব জিনিস ! দুনিয়ার মজদুরদের এই
অবস্থা হলে বাকিদের কি হবে ?
১৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০৬
130563
বাংলার দামাল সন্তান লিখেছেন : তারা হলো নস্তিকদের মজদুর
177154
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:৩১
তহুরা লিখেছেন : আহমদ মুসা লিখেছেন : এসব আধা পাগল বানরের বংশধরদের ভিতরের এই খবর তো এতোদিন জানতাম না। বিয়ে শাদী না করে তারা ফ্রিতে নারী সম্ভোগের জন্য সমাজে যেভাবে ব্যবিচারকে নিজের জন্য সহজ পথ হিসেবে বেচে নিয়েছেন তার জন্য এসব গাধাগুলোকে মানব সমাজ থেকে বের করে দেয়া উচিত।
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৬:৫০
130313
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : মজা পেলুম ছবি দেখে- চুক চুক
১৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০৭
130564
বাংলার দামাল সন্তান লিখেছেন : তারা আবার ছুছিল
১০
177169
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৬:৫০
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : নতুন কিছু জানলাম। এই জন্যতোী বলি চ্যাটাং চ্যাটাং করে ক্যারে এরা?
ধন্যবাদ
চুক চুক
১৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০৭
130565
বাংলার দামাল সন্তান লিখেছেন : আগে যদি জানিতেন তবে আপনি কি করিতেন?
১১
177173
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৬:৫৭
শিকারিমন লিখেছেন : ভাই আমি ওদের ভালো করেই চিনি।
ওরা পুরুষ আর নারী কর্মীরা বিয়া ছাড়াই একসাথে রাত্রি যাপন করে।
অনেক দেখছি আমি।
১৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০৮
130566
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ
১২
177238
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১৪
বেআক্কেল লিখেছেন : এরা হল শুকুরের মত, নিজের দলের পোলা-মাইয়া যারে পায় তার সাথে যৌব কর্ম সাইরা কেটে পড়ে। এইডা ওপেন সিক্রেট, হেই দলের মাইয়া পোলারাও সেই মতন। যখন চাহিদা হইব অফিস রুমের ভিতরেই কাম সারাইয়া, মাথা আচড়াইয়া, টাই টাইট করিয়া বলিয়া উঠেন দেশটা যুদ্ধাপারাধীরা শেষ কইরাছে, আমরা কি হেই কারণে মুক্তিযুদ্ধ করছি? আসল কথা হইল শালার একদিনের জন্যও মুক্তিযুদ্ধ করেনি। ১৬ই ডিসেম্বরের আগের পর্যন্ত পাকিস্থানের দাদাল আছিল, ১৭ই ডিসেম্বরের পর হইতে আমামীলীগের দালাল বইনা যায়।
১৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০৮
130567
বাংলার দামাল সন্তান লিখেছেন : ওরা কুকুর থেতেও খারাপ
১৩
177342
১৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪২
মু নূরনবী লিখেছেন : ওদের দলের পোলা মাইয়্যা গুলারে দেখলে কিছুটা এইরাম মনে অইত..কিন্তু সত্যি সত্যিই যে এরা এইরাম...!!!

ওয়াকি কথা!

ধান্ধাবাজরে ভাই.....
১৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০৯
130568
বাংলার দামাল সন্তান লিখেছেন : ওদের কাজই হচ্চে দান্দা করা।
১৪
178209
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:০৬
অজানা পথিক লিখেছেন : Talk to the hand
১৫
179158
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৪৪
সাগর কন্যা লিখেছেন : এ দেখি আধিবাসি সাওতালদের মত, তো ওরা নতুন করে পয়দা না করলে ক্যামনে কি করবে?
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০২
132512
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদWinking)

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File