১৪ ই ফেব্রুয়ারী কি আসলেই ভ্যালেন্টাইন ডে? নাকি এটা ক্লডিয়াস ডে??
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১৩ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:২২:৪৯ রাত
বুঝতে পারছেন না তো?আসুন একটু ইতিহাস থেকে ঘুরে আসি…
দ্বিতীয় ক্লডিয়াস তখন রোমের সম্রাট। তার সময়কালে রোম ক্রমশ শিক্ষা,সংস্কৃতি,অর্থনীতি সহ প্রায় সব ক্ষেত্রেই পিছিয়ে পড়ছিল।উপরন্তু,সম্রাট ক্লডিয়াস দেখলো তার প্রতিরক্ষা বাহিনীর বিবাহিত সেনারা তাদের পরিবারের স্ত্রী,সন্তানের প্রতি খুবই দূর্বল। তাই সে তার প্রতিরক্ষা বাহিনীর পরিবারের প্রতি এই দূর্বলতা দেখে একটা আইন তৈরী করে বিবাহ বন্ধ করে দেয়।তবে বিবাহ বন্ধ করে দিলেও দৈহিক চাহিদার দিক মাথায় রেখে এক নতুন সিস্টেম চালু করে।সেটা হলো,লটারী সিস্টেম।এই লটারীর মাধ্যমে একজন তরুণ প্রতি বছর নতুন নতুন তরুণীর সাথে বিবাহ ছাড়াই যৌন মিলন করতে পারত। সে সময় একজন খ্রিষ্টান ধর্মজাজক ছিল যার নাম সেইন্ট ভ্যালেন্টাইন।সে ক্লডিয়াসের এই বিবাহ বিরোধী আইন মেনে নিতে পারেনি।তাই সে গোপনে তরুণ-তরুণীদের বিবাহের ব্যাবস্থা করে দিতে লাগলো।এক পর্যায়ে ভ্যালেন্টাইনের এই গোপনে বিবাহ দেওয়ার কথা সম্রাটের কানে গেল। সম্রাট ক্লডিয়াস ভ্যালেন্টাইনকে আটক করল।এবং তার আইন অমান্য করে গোপনে বিবাহ দেওয়ার অপরাধে ভ্যালেন্টাইনকে মৃত্যুদন্ডের শাস্তি দিল এবং তা কার্যকর করল।
ভাল করে দেখুন।ক্লডিয়াস ভ্যালেন্টাইনকে মেরেছিল গোপনে বিবাহ দেওয়ার অপরাধে।অন্যদিকে ক্লডিয়াস নিজে চেয়েছিল বিবাহ ছাড়াই প্রতি বছর তরুণেরা নতুন নতুন তরুণীর সাথে সম্পর্ক করুক।
বর্তমানে আমরা ভ্যালেন্টাইন ডে তে যা দেখতে পাই সেটাই চেয়েছিল ক্লডিয়াস,মানে বিবাহ ছাড়াই সব কিছু এবং প্রতি বছর নতুন নতুন সঙ্গী।
তাই ১৪ ই ফেব্রুয়ারী অবশ্যই "ক্লডিয়াস ডে",এটাকে "ভ্যালেন্টাইন ডে" বলতে চাইলে বিবাহ করে বলুন।
আর মুসলিম ভাইয়েরা,১৪ ই ফেব্রুয়ারী ক্লডিয়াস বা ভ্যালেন্টাইন ডে যেটাই হোক পরিত্যাগ করুন।কারণ ইসলামে এগুলোর কোন স্থান নেই।
বিষয়: বিবিধ
১৭০১ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমরা সবাই যাতে এই বেয়াপনা থেকে বাচার চেস্টা করি।
অনেক ধন্যবাদ
মাফ করবেন, কান দঃরলাম আর এমন হবেনা-
চুক চুক
মন্তব্য করতে লগইন করুন