১৪ ফেব্রুয়ারী ও প্রেমিক/প্রেমিকাদের উদ্দেশ্যে কিছু কথা । (মেয়েরা একটু সময় নিয়ে অবশ্যই পড়বেন।)
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ০৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:২৭:৪৯ সন্ধ্যা
প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই জন্য যে আমার লেখা সাজানোর জন্য যুক্তির খাতিয়ে কিছু বাজে শব্দ ব্যবহার করার জন্য
ভ্যালেন্টাইনস ডে কি ?
-জুলিয়াস সিজার কর্তৃক প্রবর্তিত একটি দিবস ।
পালন করার প্রস্তুতি শেষ?
একটু কষ্ট করে স্ক্যান্ডাল লিখে সার্চ দেন । অথবা পর্ণ
। দেখুন দুই একটা ভিডিও।
সবগুলো মেয়ের চোখে দেখবেন বিশ্বাস আর ছেলের
কাকুতি মিনতি ।
সেই ভালোবাসার শেষ পরিনতি
কিন্তু এই ভিডিও।
পরিমল জয়ধরা ওত পেতে থাকে ।
আর আপনাদেরকে শিকার বানিয়ে ফেলে ।
একটু অসাবধানতা হবে আপনার জীবনের কাল অধ্যায় ।
আপনি জেনে রাখুন এই দিনঃ
১। অনেক মেয়ে সতীত্ব হারাবে।পর সেই প্রেমিকই বলবে পতিতা।
২। একদিনের এই উন্মাদনায় যখন পাগল হবেনঃ মা বাবা জানবে আপনি অমুক বান্ধবীর বাড়ি ।
অথচ দেরী করে যখন বাড়ি ফিরবেন জেনে রাখুনঃ আপনার মা একটুও চিন্তা করেনি । আপনাকে বিশ্বাস করা বড্ড অপরাধ ।
তাই না ?
আপনারও তো ছেলে মেয়ে হবে । যুগ হবে আরো আধুনিক ।
৩। কথিত বয়ফ্রেন্ডের সাথে চুমাচুমি করে ছবি উঠাবেন ।
ছবি আসবে ফেসবুকে ।
যাবে নোংরা পেজে ।
মানুষ খারাপ বলবে ।
তাতে কি ?
আপনার চামড়া সাদা ।
বাপের আছে অঢেল টাকা।
ধরুন , বিরাট কোটিপতির সাথে বিয়ে হলোঃ সব পাপ গোপন।
অথচ হঠ্যাত্ একদিন ছবিগুলো ...
আরে ভাই ব্যাপার না ।
আপনার স্বামী রাতে আপনাকে বুকে জড়িয়েই ঘুমোবে ।
ভালোবাসবে । পাশাপাশি যাতায়াত থাকবে তথাকথিত মডেলদের সাথে একান্ত মুহুর্ত । এটাও কঠিন কিছু না । মেনে নিন । না মানলে তো খ্যাত হবেন ।
আপনার স্বামীর কাজের প্রতিবাদ করবেন ?
কি লাভ ?
সে তো আপনাকে পতিতাই বলবে।
আপনিই বলুনঃ সে কি অন্যায় করছে ?
যদি হ্যা বলেন ।
তবে , আপনি কি তাকে আগেই ধোঁকা দেন নাই ।
ছেড়ে আরেকজনকে বিয়ে করবেন?
এটা তো দারুন কাজ। ব্যাপার না জামাই ম্যানেজ হয়ে যাবে ।
আধুনিক মেয়েদের সবাই চায় । চাহিদা বেশী ।
তাদের কথাঃ ভোগে সুখ , ত্যাগে নয় ।
কেবল আপনাকে ভোগ করবে ।
কেউ ভালোবাসবে না ।
৪। আর আপনার প্রেমিক । মিঃ বল্টু অথবা প্যান্ট
পেন্ট ছিরা হাঙ্গামা । অথবাঃ হিপ হপ অথবা মডেল ।
কি আর করবেন ?
জোর করে ভিডিও করেছে ।
কত বাঁধা দিলেন ।
কিন্তু তার দুষ্ট মিষ্টি ভালোবাসা ।
আহা ! আহা !
না করতেই পারলেন না ।
তারপরঃ সেই স্মার্ট বয় বা তার বন্ধু আসবে ।
বলবে ভিডিও প্রকাশ করবে ।
তখন ?
বাধ্য হবেন শরীর দিতে ।
কতবার দিবেন ?
কতশত বার দিবেন?
৫। একটু অসাবধানতায় ভ্রন হত্যার মত কঠিন সিদ্ধান্ত
নিতে হতে পারে আপনাকে ।
নিজেকে নারী ভাবেন ?
নারী হিসেবে এই সমাজ আপনাকে স্বীকৃতি দিবে না।
হয়তো আপনার প্রতিপত্তির কাছে মাথা নত করবে ।
কিন্তু আপনি অতিক্রম করে যেতেই আঙুল দেখিয়ে বলবেঃ পতিতা ।
ভালোবেসে বিশ্বাস করা অবশ্যই ভালো , তবে অন্ধ বিশ্বাস চোখ খুলে দেয় ।
আর , ভুল মানুষকে বিশ্বাস করলে পাবেন শিক্ষা ।
সেই শিক্ষা আগেই নিন ।
সময় থাকতে সাবধান হন ।
বিষয়: বিবিধ
১৭০৩ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মা/ভাই/বাবা/বোন ই হচ্ছে আপনার আপন বন্ধু। বাইরের কোন ছেলের বন্ধুত্ব কখনও কোন মঙ্গল বয়ে আনাতে পা্রবে না।
ভাইয়াদেরকে বলছি- আপনারাও নিজের বোন এর সাথে বন্ধুত্বপূর্ন সম্পর্ক রাখুন, যেন "ওরা কি করে, কোথায় যায়, কোন টাইপের ক্লাসমেইটদের সাথে উঠা বসা করে ইত্যাদি" বিষয়ে সচেতন থাকতে পারেন।
কখনও যদি ভুলে ভুল পথে পা বাড়ালে বুঝিয়ে বলুন, যুক্তি দিয়ে বুঝান। যেন সে বিষয়টা স্পষ্ট করে বুঝে, ফিরে আসে সুপথে।
আল্লাহ্, আমাদের সকলের ভাই/বোনদেরকে হেদায়ত দান করো। রক্ষা করো সমস্ত অসৎ কাজ, চিন্তা ভাবনা থেকে। আমীন।
মন্তব্য করতে লগইন করুন