একটি কবিতা-আ-কার, ই-কার, উ-কার, এ-কার...................।
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ০২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:৫৬:১৮ রাত
১) বাংলা ভাষায় যখন আ-কার, ই-কার, উ-কার, এ-কার আবিস্কার ছিল না তখনকার কবিতা।
পখ সব কর রব
রত পহল
কনন কসম কল
সকল ফটল।
২) বাংলা ভাষায় যখন এ-কার আবিস্কার তখনকার কবিতা।
পেখে সেবে কেরে রেবে
রেতে পেহেলে
কেনেনে কেসেমে কেলে
সেকেলে ফেটেলে।
৩) বাংলা ভাষায় যখন আ-কার আবিস্কার তখনকার কবিতা।
পাখা সাবা কারা রাবা
রাতা পাহালা
কানানা কাসামা কালা
সাকালা ফাটালা
৩) বাংলা ভাষায় যখন ই-কার আবিস্কার তখনকার কবিতা।
পিখি সিবি কিরি রিবি
রিতি পিহিলি
কিনিনি কিসিমি কিলি
সিকিলি ফিটিলি
৪) বাংলা ভাষায় যখন উ-কার আবিস্কার তখনকার কবিতা।
পুকু সুবু কুরু রুবু
রুতু পুহুলু
কুনুনু কুসুমু কুলু
সুকুলু ফুটুলু
৫) আর যখন বাংলা ভাষায় আ-কার, ই-কার, এ-কার, উ-কার আবিস্কার হয় মানে বর্তমানে কবিতা.........................
.................................
বিষয়: বিবিধ
১৮১৬ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যত জন হও এক
বল সব রব এক
যত জন তত মন
রব তব এক জন
মন্তব্য করতে লগইন করুন