শিবিরের দুরধর্ষ ক্যডার!!! এবং অস্ত্রভান্ডারের সন্ধান লাভ!!
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ০১ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৫২:১৫ সকাল
শিবিরের দুরধর্ষ ক্যডার
ইউসুফ সানি
কে ধরতে যৌত বাহিনীর অভিজান। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন
জানতে পারে এই ক্যডারের বাসায় আধুনিক
অশ্র সস্রের বিশাল মজুত। তাই পুলিশ কাল রাত ৩ টায় এই ক্যডারের
বাসায় এই অস্র উধ্বার ও গ্রেফতার অভিজান
চালায়।
অবশেষে পুলিশ বিশাল আধুনিক অস্র উধ্বার
করতে সক্ষম হয়েছে। তারা সারা বাসা সার্চ করে এক ঘাধা কুরআন
হাদীস ও ইসলামী সাহিত্য নামক
জেহাদী আধুনিক অস্র বের করে।
এসময় পুলিশ প্রশাসনে মুখে বিজয়ের
হাসি দেখতে পাওয়া যায়। পরে পুলিশ উনাকে না পেয়ে উনার ছবির জন্য
উনার আম্মুকে চাপ দেয় কারন তাদের
কাছে তথ্য আছে এই ক্যডার অলৌকিক ক্ষমতায়
তার চেহারা পরিবর্তন করে ফেলেছে তাই
নতুন চেহারার কিছু ছবি তাদের দরকার। ছবি না পেয়ে পুলিশ বাসায় আসবাব পত্র
ভাঙ্গচুর করে উনার আব্বু
এবং দুলাভাইকে গ্রেফতার করে। এই ছোট্র আকৃতির এক ক্যডারের
কাছে পুরো সিলেটের প্রশাসন কুপকাত। আল্লাহ যেন তার দ্বীনের এই ক্যডার কে তার
কুদরত দারা হেফাজত করেন।
এই ক্যডার নামধারী মজলুম
ভাইটিকে প্রতিটি পদে পদে সাহায্য করেন।
বিষয়: বিবিধ
১৪৪৭ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন