চুপ! একদম চুপ!! কারো নাম বলা যাবে না!!!
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ৩০ জানুয়ারি, ২০১৪, ০৮:৩৩:৩৯ রাত
আপনি খুনের বিচার চাইবেন , কিন্তু খুনিদের নাম
মুখে আনা যাবে না!
আপনি ধর্ষণের বিচার চাইবেন , কিন্তু ধর্ষকদের
নাম মুখে আনা যাবে না!
আপনি চুরির বিচার চাইবেন , কিন্তু চোরের নাম
মুখে আনা যাবে না!
এ কেমন আন্দোলন? শত্রু শত্রুই ! সেটা ভারত
হোক আর পাকিস্তান হোক !
আমরা সরাসরি যদি পাকিস্তানের অবস্থানের
বিরুদ্ধে বক্তব্য দিতে পারি তাহলে ভারতের
বিরুদ্ধে নয় কেন? কেন এতো লুকোছুরির?
কারণ কি দেশের নাম টা ভারত? আওয়ামী লীগের
প্রভু? ভাগ্যবিধাতা ?
বিসিবির বিশ টা দালালের বাচ্চা দেশের সার্থের
বিরুদ্ধে যাবার পক্ষে মতামত দিলো । কিন্তু তাদের
বিরুদ্ধে শ্লোগান দেওয়া যাবে না কেন?
কারণ টা কি এই যে তারা আওয়ামী লীগের রাজনীতির
সাথে জড়িত?
গৃহপালিত বিপ্লবী দিয়ে বিপ্লব হয় না , গৃহপালিত
প্রতিবাদী দিয়ে প্রতিবাদ হয় না!
ভারত সরাসরি আমাদের জাতীয় সার্থের
বিরুদ্ধে অবস্থান নিয়েছে , বিসিবি সরাসরি দেশের
সাথে বেঈমানী করেছে এদের বিরুদ্ধে প্রতিবাদ
করতে না পারলে সেটা কেমন প্রতিবাদ?
সবাই বিসিবির দালাল
সদস্যদের অপসারণ দাবি করুন । কোন রকম
বিধি নিষেধ , আপত্তিতে কান দেবার দরকার নেই ।
চোর কে চোর আর দালাল কে দালাল বলার সময়
এসেছে ।এতে লুকোছুরি করার কি আছে?
(খবর- গত ২৫ জানুয়রী শাহবাগের প্রতিবাদ
সভাস্থলে ভারত বিরোধী এবং ক্রিকেট বোর্ডের
দালালদের বিরুদ্ধে কোন ব্যানার , প্লাকার্ড আনার
উপর নিষেধাজ্ঞা জারি করেছিল দালালরা)
এখন অনেকেই এসে ত্যানা পেচানো শুরু করবেন
আমরা কি করছি ? আমরা কেন রাস্তায়
নেমে প্রতিবাদ করছি না?
আমরা প্রতিবাদ
করছি কি না কিংবা কি করছি সেটা সময়ই
বলে দেবে । কিন্তু আমরা আর যাই করি , এই ইস্যুর
মোড় ঘুড়িয়ে কারো চামড়া বাচানোর চেষ্টা করছি না
সোজা কথা - বেঈমান কে বেঈমান আর দালাল
কে দালাল বলুন !
বিষয়: বিবিধ
১৩৩৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ।
কে দালাল বলুন !
মন্তব্য করতে লগইন করুন