ইসলামী আন্দোলনের এক অনন্য দৃষ্টান্ত । সাতক্ষীরা জেলা.....................

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ২৭ জানুয়ারি, ২০১৪, ১১:১৫:৪৭ সকাল





সাতক্ষীরা জেলাঃ ছোট্ট একটা জনপদ কিন্তু স্বাক্ষ্য হয়ে রইলো--ইসলামী আন্দোলনের।


১. এই জেলায় জামায়াতে ইসলামীর সদস্য সংখ্যা বাংলাদেশের সব জেলা থেকে বেশী। সংখ্যাটা দশ বছর আগে ছিল ৪০০। এখন কত বুঝে নিন----

২. দেশের একমাত্র জেলা যার আনাচে কানাচে সব জায়গায় ইসলামী আন্দোলনের সমর্থকে ভরপুর।

৩. দেশের একমাত্র জেলা যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ইসলাম পালনে আগ্রহি। প্রত্যন্ত গ্রামে যাবেন দেখবেন ক্ষেতের পাশে কাজ শেষে চাষীরা জামায়াত করে নামাজ আদায় করছে। চিংড়ী ঘেরের পাশে দেখবেন কর্মীচারীরা নামাজ পড়ছে। কাজ ও চলছে সেই চলছে সাথে সময় মত প্রার্থনা।

৪. বায়তুল মাল দেবার ক্ষেত্রে এইজেলা সারা বাংলাদেশের সব জেলার থেকে অনেক অনেক ব্যবধানে এগিয়ে।

৫. সমর্থকদের বাড়িতে গেলেও দেখবেন এলাহি কান্ড--- বায়তুল মাল আদায়ের জন্য নজীরবিহিন প্রচেষ্টা। বাড়িতে দশটা নারিকেল গাছ আছে এর এক্টিতে সাইনবোর্ড লাগানো আছে--- 'ইসলামী আন্দোলনের জন্য'----অনুরূপআরেকটি সাইনবোর্ড দেখলাম চিংড়ী মাছের ঘেরে----তার মানে হচ্ছে তার আয়ের একটা বিশাল অংশ চলে যায় ইসলামী আন্দোলনের বায়তুল মালে।

৬. বাবা চাচারা নিজেদের ছেলেদের ছোটবেলা থেকেই গড়ে তোলেন ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে। এক ছেলে শহীদ হলে আরেক ছেলেকে ময়দানে পাঠান--- এই ঘটনার অনেক সাক্ষী আছে।

এত কিছুর জন্যই আমাদের সাতক্ষীরার ভাইদের জন্য উপহার

বিষয়: বিবিধ

১৫৩৭ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

168442
২৭ জানুয়ারি ২০১৪ সকাল ১১:১৯
হতভাগা লিখেছেন : সাতক্ষীরা তো সীমান্তবর্তী এলাকা । খবর আছে !
২৭ জানুয়ারি ২০১৪ সকাল ১১:২২
122283
বাংলার দামাল সন্তান লিখেছেন : যারা ইসলামী আন্দোলন করে তারা সবসময় সত্যের পথে অবিচল থাকে, তারা একমাত্র আল্লাহকে ভয় পাই, সীমান্ত নিয়ে তারা কোন চিন্তা করে না।
২৭ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৫৬
122311
হতভাগা লিখেছেন : প্রথমে একে একে সীমান্তবর্তী এলাকা , তারপর .......
168450
২৭ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৩৪
সিটিজি৪বিডি লিখেছেন : প্রতিটি জেলায় যদি এমন হত
২৭ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৩৬
122292
বাংলার দামাল সন্তান লিখেছেন : ইসলামী আন্দোলন বাংলাদেশে কায়েম হতো।
168529
২৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:২৪
আমি মুসাফির লিখেছেন : এদেশে ইসলাম কায়েম হবেই একদিন। ইনশা আল্লাহ
168629
২৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আল্লাহ সাতক্ষীরাসহ বাংলাদেশের ইসলামী আন্দোলনের সিপাহিদের হেফাজোট করুন আমীন
168649
২৮ জানুয়ারি ২০১৪ রাত ১২:৪৪
মনসুর আহামেদ লিখেছেন : সারা বাংলাদেশ যদি সাতক্ষীরার মত হত।
ইসলামী আন্দোলন ১০০ বছর এগিয়ে যেত।
কলেমার পতাকা উড়তো টেকনাফ থেকে তেতুলিয়ায়। সেদিনের অপেক্ষায় থাকলাম।
170019
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০২:৪০
অজানা পথিক লিখেছেন : পড়ছিলাম এই পোষ্ট টি। প্রেরনার

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File